X
বুধবার, ০৮ মে ২০২৪
২৪ বৈশাখ ১৪৩১

পদে থাকার যোগ্যতা হা‌রি‌য়ে‌ছেন প্রধান বিচারপ‌তি: হাছান মাহমুদ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ আগস্ট ২০১৭, ১৬:৪৯আপডেট : ১৭ আগস্ট ২০১৭, ১৬:৫৬

হাছান মাহমুদ (ফাইল ফটো)

 

প্রধান বিচারপতি এসকে সিনহা বিচারপতির পদে থাকার যোগ্যতা হারিয়েছেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লী‌গের প্রচার সম্পাদক ড. হাছান মাহমুদ। তিনি বলেন, ‘প্রধান বিচারপ‌তি ষোড়শ সং‌শোধনীর রা‌য়ের পর্য‌বেক্ষ‌ণে সুস্পষ্টভাবে সং‌বিধান লঙ্ঘন ক‌রে‌ছেন। শপথ ভঙ্গ ক‌রেছেন। এ কারণে মাননীয় প্রধ‌ান বিচারপ‌তি এখন বিচারপ‌তি পদে থাকার যোগ্যতা হা‌রি‌য়ে‌ছেন। ’

বৃহস্প‌তিবার (১৭ আগস্ট) দুপু‌রে  জাতীয় প্রেসক্লা‌বে  বাংলা‌দেশ স্বাধীনতা প‌রিষদ  আ‌য়ো‌জিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্ত‌ব্যে তি‌নি এই দাবি ক‌রেন।

হাছান মাহমুদ ব‌লেন, ‘আমা‌দের দে‌শের সং‌বিধা‌নে লেখা আছে- জা‌তির জনক বঙ্গবন্ধু শেখ মু‌জিবুর রহমা‌নের নেতৃ‌ত্বে বাংলা‌দেশ স্বাধীনতা লাভ ক‌রে‌ছে। সুতরাং কোনও মামলার রা‌য়ের পর্য‌বেক্ষ‌ণে যখন এর ব্যত্যয় ঘ‌টে, তখন সে‌টি সুস্পষ্টভা‌বে সং‌বিধান লঙ্ঘনের মধ্যে পড়ে।’

রাজধানী‌তে জ‌ঙ্গি হামলার ষড়যন্ত্র ও ষোড়শ সং‌শোধনী বা‌তি‌লের রায় একইসূ‌ত্রে গাঁথা দা‌বি ক‌রে তি‌নি ব‌লেন, ‘কোনও ঘটনা থে‌কে কোনও ঘটনা বি‌চ্ছিন্ন নয়।‌ প্রধান ‌বিচারপ‌তি বি‌রোধী শ‌ক্তি‌র কা‌ছে এক‌টি রাজ‌নৈ‌তিক হা‌তিয়ার তু‌লে দি‌য়ে‌ছেন।  সে‌টি‌কে পুঁজি করে ধানম‌ন্ডি ৩২ নম্বরে ১৫  আগস্ট এক‌টি ঘটনা ঘ‌টি‌য়ে দে‌শে এক‌টি বি‌শেষ প‌রি‌স্থি‌তি তৈ‌রি করার চেষ্টা করা হ‌য়ে‌ছিল। যে‌টি আমা‌দের আইনশৃঙ্খলা বা‌হিনী নস্যাৎ ক‌রে দি‌য়ে‌ছে।’

বিএনপি ইস্যু ধার করে রাজনী‌তি করছে দা‌বি ক‌রে তি‌নি ব‌লেন, ‌‘বিএন‌পির কোনও রাজনী‌তি নাই। সাম্প্রতিক সম‌য়ে বি‌এন‌পির রাজনী‌তি কিছুক্ষণ তেল গ্যাস, কিছুক্ষণ ফরহাদ মজহার‌, এখন দেখ‌তে পা‌চ্ছি, ষোড়শ সং‌শোধনীর রা‌য়ের পর্য‌বেক্ষণ নি‌য়ে রাজনী‌তি।’

বিএন‌পি চেয়ারপারসন আবা‌রও ষড়যন্ত্র কর‌ছে দাবি ক‌রে তি‌নি ব‌লেন, ‘আমা‌দের দে‌শে বর্তমা‌নে বিপদ হচ্ছে  বন্যা, আর আপদ হ‌চ্ছে খা‌লেদা জিয়া। তিনি সব সময় বাংলা‌দে‌শের মানু‌ষের পা‌শে আপদ হি‌সে‌বে আবির্ভূত হ‌ন। এখন লন্ড‌নে তার পু‌ত্রের স‌ঙ্গে ব‌সে ষড়যন্ত্র কর‌ছেন। ’

বন্যার্ত‌দের সাহা‌য্যের আহ্বান জা‌নি‌য়ে তি‌নি ব‌লেন, ‘আমি আমার দ‌লের প্রত্যেক নেতাকর্মী‌দের অনু‌রোধ কর‌বো, আহ্বান জানা‌বো, বন্যার্ত মানু‌ষের পা‌শে দাঁড়া‌নোর জন্য। যার যা সামর্থ র‌য়ে‌ছে, সে‌টি নি‌য়ে বন্যার্ত মানু‌ষের পা‌শে দাঁ‌ড়ি‌য়ে সহায়তা করুন। ’

/ইএইচএস/এপিএইচ/

আরও পড়ুন:

পদত্যাগ না করলে ভাববো খায়রুল হক সরকারের দালাল: মওদুদ

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
পিএসজিকে হারিয়ে ফাইনালে ডর্টমুন্ড
পিএসজিকে হারিয়ে ফাইনালে ডর্টমুন্ড
রাজস্থানকে হারিয়ে প্লে অফের আশা বাঁচিয়ে রাখলো দিল্লি
রাজস্থানকে হারিয়ে প্লে অফের আশা বাঁচিয়ে রাখলো দিল্লি
ঢাকা আসছেন মার্কিন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু
ঢাকা আসছেন মার্কিন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু
প্রথম ধাপের উপজেলা নির্বাচন আজ
প্রথম ধাপের উপজেলা নির্বাচন আজ
সর্বাধিক পঠিত
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
ছুড়ে দেওয়া সব তীর সাদরে গ্রহণ করলাম: ভাবনা
ছুড়ে দেওয়া সব তীর সাদরে গ্রহণ করলাম: ভাবনা
শনিবার স্কুল খোলা রাখার প্রতিবাদে শিক্ষকদের কর্মবিরতি ঘোষণা
শনিবার স্কুল খোলা রাখার প্রতিবাদে শিক্ষকদের কর্মবিরতি ঘোষণা
আসছে ব্যয় কমানোর বাজেট
আসছে ব্যয় কমানোর বাজেট
খালেদা জিয়ার শারীরিক অবস্থার দ্রুত অবনতি, বিএনপির প্রস্তুতি কী?
খালেদা জিয়ার শারীরিক অবস্থার দ্রুত অবনতি, বিএনপির প্রস্তুতি কী?