X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

সংখ্যালঘুদের জন্য ৩০ সংরক্ষিত আসন চান এরশাদ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ আগস্ট ২০১৭, ২১:০৮আপডেট : ২০ আগস্ট ২০১৭, ২১:১৩

শুভ জন্মাষ্টমী উপলক্ষে জাতীয় পার্টির শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান জাতীয় সংসদে দেশের সংখ্যালঘু সম্প্রদায়ের জন্য ৩০টি সংরক্ষিত আসন রাখার দাবি জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। শুভ জন্মাষ্টমী উপলক্ষে রবিবার (২০ আগস্ট) গুলশানের একটি কমিউনিটি সেন্টারে জাতীয় পার্টির উদ্যোগে হিন্দু সম্প্রদায়ের বিশিষ্ট নাগরিকদের সম্মানে আয়োজিত শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তিনি এ দাবি জানান।

এরশাদ বলেন, ‘বর্তমান সংসদে নারীদের জন্য ৫০টি সংরক্ষিত আসন আছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে দেশের হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানসহ অন্যান্য সম্প্রদায়ের জন্য ৩০টি আসন সংরক্ষিত রাখা হবে। এই জন্য জাতীয় পার্টি সংসদে প্রস্তাবনা দেবে। আশা করছি তা সংসদে সর্বসম্মতিক্রমে পাস হয়ে আগামী সংসদ থেকে দেশের সংখ্যালঘু সম্প্রদায়ের ৩০ জন সংরক্ষিত আসনের এমপি হিসেবে দায়িত্ব পালন করতে পারবেন।’

এরশাদ বলেন, ‘সারাদেশে আমাদের পার্টির ৩৪ জন এমপি আছেন। যে এলাকায় তারা দায়িত্বে আছেন, সে এলাকায় সংখ্যালঘুদের কোনও বাড়িঘর, মন্দিরে কেউ হামলা করতে পারেনি। আগামীতেও পারবে না। এতে প্রমাণ হয়, জাতীয় পার্টির কাছে সব ধর্মের মানুষ নিরাপদ।’ আগামীতে জাতীয় পার্টি ক্ষমতায় গেলে সংখ্যালঘু সম্প্রদায়ের জন্য আলাদা মন্ত্রণালয় গঠন এবং উচ্চশিক্ষা ও সরকারি চাকরিতে বিশেষ কোটা চালু হবে বলেও জানান তিনি।

জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভ রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে বক্তব্য রাখেন জাতীয় পার্টির কো-চেয়ারম্যান জিএম কাদের, মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার, বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রানা দাশগুপ্ত, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি জয়ন্ত সেন দিপু, বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের সদস্য সচিব নকুল চন্দ্র সাহা, শ্রৗকৃষ্ণ সেবা সংঘের সিনিয়র যুগ্ন আহবায়ক অধ্যক্ষ সমরেন্দ্র নাথ রায় (সমর) জাতীয় হিন্দু মহাজোটের সাধারণ সম্পাদক গোবিন্দ প্রামানিক, জন্মষ্টমী উদযাপন পরিষদের সভাপতি ইঞ্জিনিয়ার সহদেব চন্দ্র বৈদ্য, জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতা সোমনাথ দে, সুজন দে, তরুন বসু প্রমুখ।

/এসটিএস/এএম

সম্পর্কিত
সর্বশেষ খবর
ভারতকে নিয়েই চ্যাম্পিয়ন্স ট্রফির খসড়া সূচি করেছে পাকিস্তান
ভারতকে নিয়েই চ্যাম্পিয়ন্স ট্রফির খসড়া সূচি করেছে পাকিস্তান
ছয় দিনের সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
ছয় দিনের সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
টিপু-প্রীতি হত্যা: আ.লীগ নেতাসহ ৩৩ জনের বিচার শুরু
টিপু-প্রীতি হত্যা: আ.লীগ নেতাসহ ৩৩ জনের বিচার শুরু
ঘনঘন শ্যাম্পু ব্যবহারে চুল রুক্ষ হয়ে যাচ্ছে? জেনে নিন সমাধান
ঘনঘন শ্যাম্পু ব্যবহারে চুল রুক্ষ হয়ে যাচ্ছে? জেনে নিন সমাধান
সর্বাধিক পঠিত
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড