X
বৃহস্পতিবার, ০২ মে ২০২৪
১৯ বৈশাখ ১৪৩১

‘ফখরুল-মওদুদ কি বিচার বিভাগের মুখপাত্র?’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ আগস্ট ২০১৭, ২৩:০৭আপডেট : ২২ আগস্ট ২০১৭, ২৩:০৯

ওবায়দুল কাদের (ফাইল ছবি) বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলটির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমেদ বিচার বিভাগ বিভাগ ও সুপ্রিম কোর্টের প্রধান মুখপাত্র হয়েছেন কিনা, সেই প্রশ্ন তুলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘মির্জা ফখরুল ও মওদুদ আহমেদ কি বিচার বিভাগ ও সুপ্রিম কোর্টের প্রধান মুখপাত্র? তা না হলে গায়ে পড়ে এসব কথা বলছেন কেন?’
মঙ্গলবার (২২ আগস্ট) রাতে অনুষ্ঠিত বিএনপির জরুরি সংবাদ সম্মেলনের প্রতিক্রিয়া জানাতে ডাকা আওয়ামী লীগের এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের এ কথা বলেন। আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে বিএনপির জরুরি সংবাদ সম্মেলনের পরপরই এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে ওবায়দুল কাদের অভিযোগ করেন, নিশ্চিত শাস্তির আশঙ্কা থেকে রেহাই পাওয়ার জন্য নির্বাহী বিভাগ ও বিচার বিভাগের মধ্যে দূরত্ব তৈরি করতেই বিএনপি নেতারা কূটকৌশলের আশ্রয় নিয়েছেন। তিনি বলেন, ‘দুর্নীতির দায়ে বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমানের হাইকোর্টে সাজা হয়েছে। এতিমদের টাকা আত্মসাতের অভিযোগে অভিযুক্ত বেগম খালেদা জিয়ার মামলার বিচারকাজ শেষ পর্যায়ে। তাই নিশ্চিত শাস্তির আশঙ্কা থেকেই নির্বাহী বিভাগ ও বিচার বিভাগের মধ্যে দূরত্ব তৈরির কৌশল নিয়েছে বিএনপি।’
ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপি নেত্রী একাধিক দুর্নীতির মামলার আসামি হয়ে দেড়শ বার আদালতে অনুপস্থিত থেকে বিচার বিভাগ ও আইন বিভাগের প্রতি ব্যক্তিগত অশ্রদ্ধা ও অসম্মান দেখিয়েছেন। তার দল ও দলের নেতাদের মুখে বিচার বিভাগের মর্যাদার কথা শোভা পায় না।’
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘প্রধানমন্ত্রী কখনই বিচার বিভাগের বিরুদ্ধে কোনও মন্তব্য করেননি। দেশের যেকোনও নাগরিক প্রকাশিত রায়ের গঠনমূলক সমালোচনা করতে পারেন। সে কারণে প্রধানমন্ত্রী বিচার বিভাগকে নয়, কেবলমাত্র একটি রায়ে উল্লেখিত অপ্রাসঙ্গিক ও অপ্রয়োজনীয় কিছু পর্যবেক্ষণ ও মন্তব্যের বিষয়ে গঠনমূলক কথা বলেছেন। কিন্তু বিষয়টি নিয়ে একাধিক দুর্নীতি মামলার আসামি বিএনপি নেতা মওদুদ আহমেদ, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, খন্দকার মোশাররফ হোসেনসহ বিএনপি নেতারা বিভ্রান্ত করার জন্য মিথ্যাচার ও প্রতারণামূলক অভিযোগ তুলে অপরাজনীতি করছেন।’
দুর্নীতি ও ফৌজদারি মামলার আসামি বিএনপি নেতারা বিচারাধীন মামলায় কৃপাদৃষ্টির আশায় এ ধরনের মিথ্যাচার করছেন বলে অভিযোগ করেন ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘মওদুদ আহমেদের বাড়ির মামলায় প্রমাণিত হয়েছে, তিনি জাল দলিল করেছেন। তা সত্ত্বেও টেকনিক্যাল পয়েন্টে তার ফৌজদারি মামলা বাতিল হয়েছে। তাই তিনি বেনিফিশিয়ারি হিসাবে বিভিন্ন মন্তব্য করছেন।’
বিএনপি নেতারা প্রধান বিচারপতির কুশপুত্তলিকা দাহসহ আদালত প্রাঙ্গণে বিভিন্ন ধরনের জঘন্য ঘটনা ঘটিয়েছে দাবি করে কাদের বলেন, ‘বিপরীতে আওয়ামী লীগ বিচার বিভাগকে স্বাধীন, মর্যাদাসম্পন্ন ও উচ্চ পর্যায়ে নিয়ে যাওয়ার পদক্ষেপ নিয়েছে।’
প্রধানমন্ত্রীর বক্তব্য দেশকে নৈরাজ্যের দিকে নিয়ে যাবে— বিএনপি নেতাদের এমন বক্তব্যের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘মূল কথা হলো— বিএনপি দেশে নৈরাজ্যকর পরিস্থিতি তৈরি করে অবৈধ উপায়ে ক্ষমতা দখলের স্বপ্নে বিভোর রয়েছে।’
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন আব্দুল মতিন খসরু, মুকুল বোস, জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান, এনামুল হক শামীম, খালিদ মাহমুদ চৌধুরী, আবদুস সোবহান গোলাপ, সুজিত রায় নন্দী, আমিনুল ইসলাম আমিন, বিপ্লব বড়ুয়া, আমিরুল আলম মিলন প্রমুখ।

আরও পড়ুন-
সাঈদী-সুবহান-আজহারের পদ নিয়ে জামায়াতে কী হচ্ছে?

প্রধানমন্ত্রী ‘বাকসন্ত্রাস’ করছেন, আগুন নিয়ে খেলছেন: মির্জা ফখরুল

রায় নিয়ে যারা লাফাচ্ছেন, তারা ছাগলের তিন নম্বর বাচ্চা: শেখ সেলিম

/পিএইচসি/টিআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
টিভিতে আজকের খেলা (২ মে, ২০২৪)
টিভিতে আজকের খেলা (২ মে, ২০২৪)
ঘরের মাঠে পিএসজিকে হারিয়ে এগিয়ে থাকলো ডর্টমুন্ড
চ্যাম্পিয়নস লিগ সেমিফাইনালঘরের মাঠে পিএসজিকে হারিয়ে এগিয়ে থাকলো ডর্টমুন্ড
ইজিবাইক ছিনতাইয়ের সময় স্থানীয়দের পিটুনিতে একজনের মৃত্যু
ইজিবাইক ছিনতাইয়ের সময় স্থানীয়দের পিটুনিতে একজনের মৃত্যু
সর্বাধিক পঠিত
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা
মিল্টন সমাদ্দার আটক
মিল্টন সমাদ্দার আটক
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
একজন অপরাধীর গল্প বলতে চেয়েছিলেন তিশা
একজন অপরাধীর গল্প বলতে চেয়েছিলেন তিশা
সিয়াম-পরীর গানের ভিউ ১০০ মিলিয়ন!
সিয়াম-পরীর গানের ভিউ ১০০ মিলিয়ন!