X
বৃহস্পতিবার, ০২ মে ২০২৪
১৯ বৈশাখ ১৪৩১

প্রধানমন্ত্রী ‘বাকসন্ত্রাস’ করছেন, আগুন নিয়ে খেলছেন: মির্জা ফখরুল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ আগস্ট ২০১৭, ২০:২১আপডেট : ২২ আগস্ট ২০১৭, ২২:২৩

গুলশানে বিএনপির জরুরি সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন মির্জা ফখরুল

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ‘বাকসন্ত্রাস’ করছেন বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার (২১ আগস্ট) এক আলোচনা সভায় পধানমন্ত্রীর দেওয়া বক্তব্যের পরিপ্রেক্ষিতে মির্জা ফখরুল বলেন, ‘প্রধানমন্ত্রীর গতকাল (সোমবার) দেওয়া বক্তব্যে আমরা বিচলতি ও হতবাক হয়েছি। তিনি দেশপ্রেমিক সশস্ত্র বাহিনীকে নিয়ে বিদ্রুপাত্মক মন্তব্য করেছেন। আমরা বিস্ময়ের সঙ্গে লক্ষ্য করছি, তার বাকসন্ত্রাস থেকে কোনও দায়িত্বশীল ও সম্মানিত নাগরিক, এমনকী সাংবাদিক ও প্রতিষ্ঠানগুলোও রেহাই পাচ্ছে না।’

মঙ্গলবার (২২ আগস্ট) সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত এক জরুরি সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসব কথা বলেন। এসময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, মির্জা আব্বাস, ড. আবদুল মঈন খান, নজরুল ইসলাম খানসহ দলের আরও কয়েকজন নেতা উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল বলেন, ‘ক্ষমতাসীনদের পছন্দ অনুযায়ী রায় না দেওয়ার কারণে প্রধানমন্ত্রী তার বক্তৃতায় প্রধান বিচারপতিকে সরিয়ে দেওয়ার হুমকি দিয়েছেন। তিনি বিচার বিভাগের বিরুদ্ধে জনগণকে উসকে দেওয়ার ব্যর্থ চেষ্টা করেছেন।’ এই দায়িত্বজ্ঞানহীনতা দেশের পরিস্থিতিকে আরও নৈরাজ্যকর করে তুলতে পারে বলে আশঙ্কা করেন বিএনপি মহাসচিব।

সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিলের রায়ের প্রসঙ্গে মির্জা ফখরুল তার লিখিত বক্তব্যে অভিযোগ করেন, ‘দেশের সর্বোচ্চ আদালতের দেওয়া যুগান্তকারী রায়ের কারণে ক্ষিপ্ত হয়ে শেখ হাসিনা এবং তার দলের নেতা ও মন্ত্রীরা উচ্চ আদালত, বিচার বিভাগ, সম্মানিত বিচারক, এমনকি প্রধান বিচারপতির বিরুদ্ধে ব্যক্তিগত বিষোদ্গার করে বক্তৃতা দেওয়া শুরু করেছেন।’ তার ভাষ্য, ‘বর্তমান ক্ষমতাসীনরা রায়ের কারণে বিচার বিভাগকে আক্রমণ চালানোর টার্গেটে পরিণত করে যে পরিবেশ সৃষ্টি করেছেন, তা দেশ-জাতি-রাজনীতির জন্য এক অশনি সংকেত।’

বিএনপির মহাসচিব সংবাদ সম্মেলনে অভিযোগ করেন, ‘বর্তমান সংসদ ও সরকার জনগণের ভোটে নির্বাচিত নয় বলে তারা জনগণের সত্যিকারের প্রতিনিধিত্ব করে না। তবুও যেভাবেই হোক, শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদে আছেন।’ এমন একটি দায়িত্বশীল পদে থেকে তিনি যেভাবে রাষ্ট্রীয় ও সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে প্রকাশ্যেই পারস্পরিক সংঘর্ষের দিকে ঠেলে দিচ্ছেন, তা আগুন নিয়ে খেলার সামিল বলে মন্তব্য করেন তিনি।

মির্জা ফখরুল বলেন, ‘ক্ষমতায় থেকে বিচার বিভাগ ও দেশের সর্বোচ্চ আদালত নিয়ে এভাবে হেয় করলে তার পরিণাম কখনই শুভ হয় না।’ এই আত্মঘাতী পথ থেকে সরে আসার জন্য ক্ষমতাসীনদের প্রতি আহ্বান জানান মির্জা ফখরুল।

বিএনপির মহাসচিব জানান, জনগণের গণতান্ত্রিক দল হিসেবে তার দল বিচার বিভাগের স্বাধীনতা, স্বাতন্ত্র্য ও মর্যাদার পক্ষে দৃঢ় অবস্থান ঘোষণা করছে। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রায়ই আমাদেরকে আদালতের রায় মেনে চলার পরামর্শ দেন। কিন্তু সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের রাজনৈতিক রঙে রাঙানো কিছু  রায়ে শুধু বিএনপি নয়, দেশ ও জনগণ ক্ষতিগ্রস্ত হয়েছে।’ তিনি আরও বলেন, ‘আমরা সরকারের থাকার সময়ও বিচার বিভাগের কিছু রায় বিএনপির রাজনীতিকে ক্ষতিগ্রস্ত করেছে। তবুও আমরা বিচারক বা আদালতের বিরুদ্ধে এমন আক্রমণাত্মক ভূমিকায় ছিলাম না।’

মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেন, ‘রায় পছন্দ না হলে আওয়ামী লীগ বিচারকদের বিরুদ্ধে লাঠি মিছিল করেছে, সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে বস্তি বসিয়েছে, চিফ জাস্টিজের এজলাস ভাঙচুর করেছে। এখন তারা প্রধান বিচারপতিসহ বিচার বিভাগকে আক্রমণের লক্ষ্যবস্তুতে পরিণত করেছে।’ জনগণকে শাসকগোষ্ঠীর এই ভয়ংকর ষড়যন্ত্রের বিরুদ্ধে সতর্ক থেকে গণতন্ত্র, আইনের শাসন, বিচার বিভাগের স্বাধীনতার পক্ষে অবস্থান গ্রহণের আহ্বান জানান তিনি।

সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, ‘সরকারের মূল লক্ষ্যই হচ্ছে একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করা। এ কারণেই বিচার বিভাগকে সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ করে এবং এই প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়ে সরকার নৈরাজ্য সৃষ্টি করে সে লক্ষ্য বাস্তবায়ন করতে চায়।’

সাংবাদিকদের আরেক প্রশ্নে উত্তরে মির্জা ফখরুল বলেন, ‘রাষ্ট্রের তিনটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের একটি অন্যটির সংঘর্ষে লিপ্ত হলে রাষ্ট্রই থাকে না।’ তিনি আরও বলেন, ‘দুঃখজনকভাবে সরকারের প্রধান বিচার বিভাগের বিরুদ্ধে বিষোদ্গার করছেন এবং বিচার বিভাগকে সরকারের মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছেন।’

রাষ্ট্রের নির্বাহী বিভাগের প্রধান হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দায়িত্ব প্রসঙ্গে ফখরুল আরও বলেন, ‘দেশের এই সমস্যাগুলো নিয়ে আরও ঠাণ্ডা মাথায় কাজ করা দরকার, প্রধানমন্ত্রী যেমন বিচার বিভাগকে বালকসুলভ কাজ না করতে বলেছেন। কিন্তু এখন তো মনে হচ্ছে, তিনি (প্রধানমন্ত্রী) অর্বাচীনের মতো কাজ করছেন। তারা যেভাবে আক্রমণাত্মক হয়েছেন, যেসব কথা বলছেন, একটি গণতান্ত্রিক রাষ্ট্রে এই ধরনের উক্তি কেউ কল্পনাও করতে পারে না।’

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ বলেন, ‘দুনিয়ার কোনও রাষ্ট্রে, কোনও দেশে বিচার বিভাগ সম্পর্কে এমন মন্তব্য করা সম্ভব না। এটা নজিরবিহীন।’

মওদুদ আহমদ আরও বলেন, ‘আমার মনে হয়, তিনি (প্রধানমন্ত্রী) যদি সত্যিকার অর্থেই নির্বাচিত হতেন, তাহলে তিনি এই মন্তব্যগুলো করতেন না। তিনি নির্বাচিত নন বলেই তার পক্ষে বিচার বিভাগ ও বিচারপতি সম্পর্কে এ ধরনের মন্তব্য করা সম্ভব হয়েছে।’

প্রধান বিচারপতি এস কে সিনহার বক্তব্যে পাকিস্তান আদালতের প্রসঙ্গ উঠে আসার পরিপ্রেক্ষিতে মওদুদ বলেন, ‘পাকিস্তানের বিরুদ্ধে আমাদের যুদ্ধ করতে হয়েছে। তাদের প্রতি কারও ভালোবাসা থাকার কথা না। কিন্তু এখানে সুপ্রিম কোর্টের কথা বলা হয়েছে। পাকিস্তানের সুপ্রিম কোর্ট, ভারতের সুপ্রিম কোর্ট, শ্রীলঙ্কার সুপ্রিম কোর্ট বা দুনিয়ার অন্য কোনও সুপ্রিম কোর্টের ক্ষেত্রে এই ধরনের ঘটনা ঘটেনি। পাকিস্তানে যেটি হয়েছে, সেটি তিনি (প্রধান বিচারপতি) কেবল উদাহরণ হিসেবে বলেছেন।’

মির্জা ফখরুল ও মওদুদের পাশাপাশি এসময় সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন ড. খন্দকার মোশাররফ হোসেন।

আরও পড়ুন-

‘সরকার রিভিউ করতে পারে, বিরূপ মন্তব্য করতে পারে না’

‘পাকিস্তানে কিছু ঘটলে একটা দল জগাই-মাধাই নৃত্য শুরু করে’

/এসটিএস/টিআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইসলামী ব্যাংক থেকে রেমিট্যান্স নিয়ে গাড়ি জিতলেন কাপাসিয়ার মুঞ্জিল
ইসলামী ব্যাংক থেকে রেমিট্যান্স নিয়ে গাড়ি জিতলেন কাপাসিয়ার মুঞ্জিল
এই তপ্ত রোদে কেমন আছেন ফুড ডেলিভারিম্যানরা?
এই তপ্ত রোদে কেমন আছেন ফুড ডেলিভারিম্যানরা?
কোয়ালিটি বিচারে দেশের শীর্ষ স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি
কোয়ালিটি বিচারে দেশের শীর্ষ স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি
জোর করে ব্যাংকের একীভূতকরণ ঠিক হবে না: ড. ফরাসউদ্দিন
জোর করে ব্যাংকের একীভূতকরণ ঠিক হবে না: ড. ফরাসউদ্দিন
সর্বাধিক পঠিত
মিল্টন সমাদ্দার আটক
মিল্টন সমাদ্দার আটক
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে যেসব অভিযোগ তদন্ত করবে ডিবি
মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে যেসব অভিযোগ তদন্ত করবে ডিবি
তীব্র তাপপ্রবাহ যেখানে আশীর্বাদ
তীব্র তাপপ্রবাহ যেখানে আশীর্বাদ
সজলের মুগ্ধতা অপির চোখে, জন্মদিনে
সজলের মুগ্ধতা অপির চোখে, জন্মদিনে