X
সোমবার, ০৬ মে ২০২৪
২৩ বৈশাখ ১৪৩১

কোন নেতা কোথায় ঈদ করছেন

আদিত্য রিমন
০১ সেপ্টেম্বর ২০১৭, ২২:০৮আপডেট : ০২ সেপ্টেম্বর ২০১৭, ১৮:২১

 

কোন নেতা কোথায় ঈদ করছেন একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা এবার নিজ নিজ সংসদীয় আসনে কোরবানির ঈদ পালন করবেন। অনেকে আগে থেকেই নিজ নিজ নির্বাচনি এলাকায় রয়েছেন। কেউ কেউ পরিবারের সদস্যদের সঙ্গে ঈদ ও হজ পালনের উদ্দেশ্যে রয়েছেন দেশের বাইরে।

ঈদের সময় অন্য সময়ের তুলনায় এলাকায় ভোটারদের উপস্থিতি বেশি থাকে। এ কারণে সর্বোচ্চ সংখ্যক ভোটারকে একসঙ্গে পাওয়া যায়। তাই ঈদ উপলক্ষে নিজ নিজ নির্বাচনি এলাকায় থাকার সুযোগে গণসংযোগের সুবিধাও নিচ্ছেন রাজনৈতিক নেতারা।

আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরাবরের মতো এবারও গণভবনে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন। সকাল ৯ টায় তিনি দলীয় নেতাকর্মী ও সকাল ১১ সাধারণ মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন।

এদিকে সংসদের বাইরে থাকা রাজনৈতিক দল বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া এখন রয়েছেন লন্ডনে। তিনি সেখানে বড় ছেলে তারেক রহমানের পরিবার ও ছোট ছেলে আরাফাত রহমানে স্ত্রী ও দুই মেয়েকে নিয়ে পারিবারিকভাবে ঈদ পালন করছেন। তবে খালেদা জিয়া গত কোরবানির ঈদের সময় হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে ছিলেন।

 এদিকে বিরোধী দলীয় নেতা ও জাতীয় পার্টির (জাপা) প্রেসিডিয়াম সদস্য রওশন এরশাদ তার সংসদীয় আসন ময়মনসিংহ-৪-এর সাধারণ মানুষের সঙ্গে ঈদ পালন করবেন। তিনি ঈদের দিন বিকালে ঢাকায় ফিরবেন।

জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ বর্তমানে হজ পালন করতে সৌদি আরবে। তাই ঢাকাবাসী থেকে দলীয় নেতাকর্মী কেউ ঈদে তার সাক্ষাৎ পাচ্ছেন না। দলটির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদারও বর্তমানে হজ পালন করতে এরশাদের সঙ্গে আছেন।

বিএনপির চেয়ারপারসনের মতো দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও এবার ঈদে থাকছেন নিজ নির্বাচনি এলাকা ঠাকুরগাঁওয়ে। ঈদের পরদিন তিনি ঢাকায় আসবেন।

ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরও ঈদে ঢাকায় থাকছেন না। তিনি ঈদ করবেন তার নির্বাচনি এলাকা নৌয়াখালীর কোম্পানীগঞ্জে।

আওয়ামী লীগের সভাপতিমণ্ডরীর সদস্যদের মধ্যে সৈয়দা সাজেদা চৌধুরী, শেখ ফজলুল করিম সেলিম, মতিয়া চৌধুরী, সৈয়দ আশরফুল ইসলাম, অ্যাডভোকেট সাহারা খাতুন, কর্নেল (অব.) ফারুক খান, ড. আবদুর রাজ্জাক ঢাকায় ঈদ করবেন। কাজী জাফরুল্লাহ ফরিদপুরের ভাঙ্গায়, ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন চট্টগ্রাম, নুরুল ইসলাম নাহিদ সিলেট ঈদ করবেন।  

দলটির চার জন যুগ্ম-সাধারণ সম্পাদকের মধ্যে মাহবুব-উল আলম হানিফ কুষ্টিয়া, ডা. দীপু মনি চাঁদপুর, আব্দুর রহমান ফরিদপুর থাকবেন।

আওয়ামী লীগের সাংগঠনিক মধ্যে খালিদ মাহমুদ চৌধুরী দিনাজপুর, আবু সাঈদ আল মাহমুদ স্বপন রাজশাহী, মো. মিসবাহ উদ্দিন সিরাজ সিলেট, আহমদ হোসেন নেত্রকোনায়-৫,ব্যারিস্টার মবিবুল হাসান চৌধুরী চট্টগ্রাম, একেএম এনামুল হক শামীম শরীয়তপুরে ঈদ করবেন।

আওয়ামী লীগের শরিক দল জাসদের সভাপতি হাসানুল হক ইনু কুষ্ঠিয়া, সাধারণ সম্পাদক শিরীন আখতার ফেনী-১ নির্বাচনি এলাকায় ঈদ করবেন। ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ঢাকা-৮ এলাকায় ঈদ করবেন। তরিকত ফেড়ারেশনের মহাসচিব এম এ আউয়াল হজ পালন করতে সৌদি আরব রয়েছেন।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, এম কে আনোয়ার, লে. জে. (অব.) মাহবুবুর রহমান, ড. আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান ঢাকায় থাকবেন। স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলাম নিজ এলাকা যশোর ঈদ করবেন। স্থায়ী কমিটির আরেক সদস্য সালাউদ্দিন আহমেদ ভারতে রয়েছেন। দলের ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, আহমদ আজম খান, চৌধুরী কামাল ইবনে ইউসুফ, ব্যারিস্টার শাহজাহান ওমর ঢাকায় ঈদ করবেন।

যুগ্ম মহাসচিবদের মধ্যে হাবিব উন নবী খান সোহেল ঢাকায়,  সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বরিশালে থাকবেন। আরেক যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরী  কারাগারে রয়েছেন।

/এমএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মুগদায় রিকশাচালকের মরদেহ উদ্ধার
মুগদায় রিকশাচালকের মরদেহ উদ্ধার
ম্যারাডোনার সংস্পর্শ পাওয়া বাংলাদেশ দলের জুয়েল কেন ‘উধাও’
ম্যারাডোনার সংস্পর্শ পাওয়া বাংলাদেশ দলের জুয়েল কেন ‘উধাও’
আ.লীগের হীরকজয়ন্তী অনুষ্ঠানে দাওয়াত পাবে বিএনপি: ওবায়দুল কাদের
আ.লীগের হীরকজয়ন্তী অনুষ্ঠানে দাওয়াত পাবে বিএনপি: ওবায়দুল কাদের
খুলনায় বজ্রসহ বৃষ্টি
খুলনায় বজ্রসহ বৃষ্টি
সর্বাধিক পঠিত
অভিযোগের শেষ নেই মাদ্রাসায়, চলছে শুদ্ধি অভিযান
অভিযোগের শেষ নেই মাদ্রাসায়, চলছে শুদ্ধি অভিযান
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
কোন পথে এগোচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ?
কোন পথে এগোচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ?
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো