X
শনিবার, ০৪ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

রাজনীতিবিদদের ঈদের দিন যেভাবে কাটে

আদিত্য রিমন
০২ সেপ্টেম্বর ২০১৭, ০৫:২৪আপডেট : ০২ সেপ্টেম্বর ২০১৭, ১৮:২১

চাইলেও সাধারণ মানুষের মতো পরিবার ও আত্মীয় স্বজনদের নিয়ে নিরিবিলি ঈদ উদযাপন করতে পারেন না রাজনীতিবিদরা। সাধারণ মানুষ থেকে দলীয় নেতাকর্মীদের সঙ্গে সাক্ষাত, তাদের বিভিন্ন সমস্যার কথা শুনতে শুনতেই তাদের দিন শেষ হয়।  এর বাইরে স্থানীয় প্রশাসনের বিভিন্ন বিষয় নিয়ে আলাপ-আলোচনা করতে হয় ঈদের সময়েও। রাজনীতিবিদরা ঈদের দিন কিভাবে কাটে, তা নিয়ে সাধারণ মানুষের মধ্যে এক ধরনের কৌতূহল কাজ করে।  সে কৌতূহল মেটাতেই এ প্রতিবেদন।

রাজনীতিবিদদের  ঈদের দিন যেভাবে কাটে

জাতীয় সংসদের বিরোধী দলীয় নেত্রী ও জাতীয় পার্টির কো- চেয়ারম্যান রওশন এরশাদ এবার গ্রামের বাড়ি ও নির্বাচনি আসন ময়মনসিংহ ৪-এ ঈদ করবেন।  বাংলা ট্রিবিউনকে তিনি বলেন, ‘সকালে ঘুম থেকে উঠে ফজরের নামাজ পড়ি।  ঈদের দিন বাসায় পায়েশ রান্না হয়, তা দিয়ে সকালের নাস্তা করি। তারপর আমার বাবা-মায়ের জন্য দোয়া করি।’

রওশন আরও বলেন, ‘ঈদের নামাজ শেষে স্থানীয় প্রশাসনের লোকজন দেখা করতে আসেন। তাদের সময় দেই,  দলের নেতাকর্মীদের সঙ্গে কুশল বিনিময় করি। কোরবানির মাংস দিয়ে দুপুরের খাবার খাই। এরপর বিকালে ঢাকার উদ্দেশে রওনা হবো।’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ঈদ উদযাপন করবেন নোয়াখালীর কোম্পানীগঞ্জে। তার নির্বাচনি এলাকা নোয়াখালী-৫।  মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা আবু নাসের জানান, মন্ত্রী কোম্পানীগঞ্জে ঈদুল আজহার নামাজ পড়বেন।

জানা গেছে, ওবায়দুল কাদের নামাজ শেষে সাধারণত এলাকার সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন। এরপর বাড়িতে সাধারণ মানুষসহ দলের নেতাকর্মীদের সঙ্গে দেখা করেন। এর মধ্যে দুপুরের খাবার খান। বিকালে তিনি নোয়াখালী আওয়ামী লীগ অফিসে বসেন। সেখানে নেতাকর্মীসহ সাধারণ মানুষের সঙ্গে কথা-বার্তা বলেন। এভাবেই তার ঈদের দিন কাটে।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার নির্বাচনি এলাকা ঠাকুরগাঁও-১ -এ ঈদ করবেন। ঈদের আগের দিন দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে বিমানে করে ঠাকুরগাঁও যাবেন তিনি।  বাংলা ট্রিবিউনকে তিনি বলেন, ‘ফজরের নামাজ আদায়ের মধ্য দিয়ে ঈদের দিন শুরু হয়। এরপর ঈদের নামাজের প্রস্তুতি শুরু হয়। সারাদিন নেতাকর্মীরা বাসায় আসেন দেখা করতে।’ 

মির্জা ফখরুল ইসলামের ব্যক্তিগত সহকারী ইউনুস আলী বলেন, ‘স্যারের ঈদের দিন শুরু হয় ফজরের নামাজ আদায়ের মাধ্যমে। এরপর তিনি ঈদের নামাজের প্রস্তুতি নেন।  নামাজে যাওয়ার আগে মাকে সালাম করেন। তারপর ভাই-ভাতিজাদের নিয়ে ঠাকুরগাঁও ঈদগাহ মাঠে নামাজ পড়েন।’

ইউনুস আলী জানান,  নামাজ শেষে সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করতে করতে বাড়িতে ফিরে আসেন।  তারপর সারাদিন বাড়িতে থাকেন। এসময় নেতাকর্মী থেকে সাধারণ মানুষ আসেন দেখা করতে।

ওয়ার্কাস পার্টির সভাপতি ও বিমান পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন ঢাকায় ঈদ করেন। তার নির্বাচনি এলাকা ঢাকা - ৮।  বাংলা ট্রিবিউনকে তিনি জানান, জাতীয় ঈদগাহ ময়দানে নামাজ আদায় করবেন। পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে গণভবনে দেখা করতে যাবেন। সেখান থেকে বঙ্গবভনে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাত করবেন। এরপর তিনি বাসায় ফিরে আসবেন। তিনি আরও বলেন, ‘বাসায় সারাদিন দলের নেতাকর্মী ও সাধারণ মানুষ আসবে, তাদের সঙ্গে কুশল বিনিময় করব।’

নির্বাচনি এলাকায় (কুষ্টিয়া-২) এবার ঈদ করবেন জাসদের সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।  বাংলা ট্রিবিউনকে মন্ত্রী বলেন, ‘বাঙালির চিরাচরিত নিয়ম অনুযায়ী আমার ঈদের কাটে। স্থানীয় ঈদগাহে ঈদের নামাজ পড়ি। পরে এলাকার সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করি।  বাড়িতে এসে নাস্তা করি। এরপর সারাদিন বাড়িতে সাধারণ মানুষ থেকে দলের নেতাকর্মীরা আসেন, তাদের সঙ্গে কথাবার্তা বলি। এভাবেই ঈদের দিন কাটে।’ ঈদের পরে আরও কয়েকদিন তিনি এলাকায় থাকেন বলেও জানান মন্ত্রী।  

জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি)-র সভাপতি আ.স.ম আব্দুর রব এবার ঈদ উদযাপন করতে চলে গেছেন লক্ষ্মীপুর রামগতি । তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘সাধারণত আমি দুই ঈদের মধ্যে একটি এলাকায় করি। এবার রমজানের ঈদে এলাকায় আসতে পারি নাই। তাই কোরবানির ঈদ করতে এলাকায় চলে এসেছি। আমি কোনও নির্বাচন করব না।’

রব আরও বলেন, ‘আমার বাবা- মায়ের কবর এখানে। ফজরের নামাজ আদায় করে মা-বাবার কবর জিয়ারত করি। ঈদের নামাজ আদায়ের পর যাদের জন্য রাজনীতি করি তাদের সঙ্গে কুশল বিনিময় ও কথাবার্তা বলি। দুপুরের কোরবানির মাংস দিয়ে নেতাকর্মীসহ সবাই মিলে খাই। এভাবেই ঈদের দিন কাটে।’

 

/এএ/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অনেক নার্ভাস ছিলেন সাইফউদ্দিন
অনেক নার্ভাস ছিলেন সাইফউদ্দিন
বকশিবাজার মোড়ে বাসের ধাক্কায় পথচারী নিহত
বকশিবাজার মোড়ে বাসের ধাক্কায় পথচারী নিহত
১২ বছর পর মুম্বাইয়ের মাঠে কলকাতার জয়
১২ বছর পর মুম্বাইয়ের মাঠে কলকাতার জয়
বেড়িবাঁধে উন্নত নিরাপত্তা ও গতিশীলতা: মেয়র আতিকের কাছে ইউল্যাবের আবেদন
বেড়িবাঁধে উন্নত নিরাপত্তা ও গতিশীলতা: মেয়র আতিকের কাছে ইউল্যাবের আবেদন
সর্বাধিক পঠিত
মুক্তি পেলেন মামুনুল হক
মুক্তি পেলেন মামুনুল হক
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
নদীতে ধরা পড়ছে না ইলিশ, কারণ জানালেন মৎস্য কর্মকর্তা
নদীতে ধরা পড়ছে না ইলিশ, কারণ জানালেন মৎস্য কর্মকর্তা