বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের শরিক দল বাংলাদেশ লেবার পার্টিতে ভাঙন হয়েছে। পাল্টাপাল্টি বহিষ্কারের মধ্য দিয়ে রবিবার (৫ নভেম্বর) রাতে এ ঘটনা ঘটে।
লেবার পার্টির একটি অংশের দফতর সম্পাদক আমানুল্লাহ মহব্বত স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়, মহাসচিব হামদুল্লাহ আল মেহেদীকে সরিয়ে ইঞ্জিনিয়ার ফরিদ উদ্দিনকে লেবার পার্টির ভারপ্রাপ্ত মহাসচিব মনোনীত করেছেন লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান।
এই বিবৃতি দেওয়ার পর রাতেই প্রচার সম্পাদক আবদুর রহমান স্বাক্ষরিত আরেকটি বিবৃতিতে বলা হয়, এমদাদুল হক চৌধুরীকে চেয়ারম্যান মনোনীত করে ডা. মোস্তাফিজুর রহমান ইরানকে চেয়ারম্যানসহ দলের প্রাথমিক সদস্যপদ থেকে বহিষ্কার করা হয়।
এ বিষয়ে উভয় অংশের নেতারা বাংলা ট্রিবিউনের কাছে পাল্টাপাল্টি বক্তব্য দেন।
মোস্তাফিজুর রহমান ইরান বাংলা ট্রিবিউনকে বলেন, আমি পার্টি করি ২০০০ সাল থেকে। মহাসচিব সময় দিতে পারেন না বলেই ভারপ্রাপ্ত মহাসচিব নিয়োগ দিয়েছি। এই ভাঙনে সরকারি এজেন্সির ইন্ধন আছে বলে দাবি করেন ইরান।
অন্য অংশের প্রচার সম্পাদক আবদুর রহমান খোকন বলেন, ইরানের বিরুদ্ধে অর্থ কেলেঙ্কারির অভিযোগ আছে। সব টাকা পয়সা আমাদের দিতে হয়।