X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

রবিবার বিএনপির সমাবেশ, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ নভেম্বর ২০১৭, ২১:২২আপডেট : ১১ নভেম্বর ২০১৭, ০৩:৫২

বিএনপি

বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আগামী রবিবার (১২ নভেম্বর) অনুষ্ঠেয় সমাবেশ নিয়ে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে বিএনপিতে। সমাবেশে লোক জড়ো করা নিয়েও নানা নির্দেশনা দেওয়া হয়েছে দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোকে।

এদিকে, শুক্রবার (১০ অক্টোবর) বিকালে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের নেতৃত্বে একটি প্রতিনিধি দল সমাবেশস্থল সোহরাওয়ার্দী উদ্যান ঘুরে এসেছে। এসময় সিনিয়র নেতা আবদুল্লাহ আল নোমান, রুহুল কবির রিজভী, হাবিব উন নবী খান সোহেলসহ হাবিবুল ইসলাম হাবিব প্রমুখ উপস্থিত ছিলেন।
সাংবাদিকদের মির্জা আব্বাস বলেন, ‘সোহরাওয়ার্দী উদ্যানের জনসভা করতে আমরা সরকারের কাছে সহযোগিতা কামনা করবো, তারা যেন কোনও রকমের উস্কানিমূলক কার্যক্রম না করেন এবং আমাদের সহযোগিতা করেন। আমরা সরকারের কাছ থেকে রাজনৈতিক আচরণ আশা করবো। একইসঙ্গে আমরা অন্যান্য রাজনৈতিক দলসহ সবার সহযোগিতা চাইবো। যাতে জনগণের মত আমরা নিঃসংকোচে প্রকাশ করতে পারি।’

বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান জানান, রবিবারের সমাবেশে দলীয় প্রধান খালেদা জিয়ার প্রধান অতিথি হিসেবে অংশ নেওয়ার কথা রয়েছে।

বিএনপির একটি সূত্র জানায়, রবিবারের সমাবেশে ঢাকা ও ঢাকার আশপাশের জেলার নেতাকর্মীদের উপস্থিতি নিশ্চিত করতে ‘বিশেষ গুরুত্ব’ দিয়ে চিঠি পাঠানো হয়েছে। এছাড়া, জেলার নেতাদের ডেকে যৌথসভা করেছে দলটি।



 

/এসটিএস/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কানাডার স্টেডিয়ামে রেকর্ড গড়লেন দিলজিৎ
কানাডার স্টেডিয়ামে রেকর্ড গড়লেন দিলজিৎ
এমন গরমেও ক্লাস করেছেন শিক্ষার্থীরা (ফটো স্টোরি)
এমন গরমেও ক্লাস করেছেন শিক্ষার্থীরা (ফটো স্টোরি)
উপজেলা নির্বাচনের মধ্য দিয়ে জনগণের শেষ উৎসাহ দূর হবে: ওয়ার্কার্স পার্টির অভিযোগ
উপজেলা নির্বাচনের মধ্য দিয়ে জনগণের শেষ উৎসাহ দূর হবে: ওয়ার্কার্স পার্টির অভিযোগ
১৭ অঞ্চলের তাপমাত্রা ৪০ ডিগ্রির ওপরে, ঢাকায় ৪০.৩
১৭ অঞ্চলের তাপমাত্রা ৪০ ডিগ্রির ওপরে, ঢাকায় ৪০.৩
সর্বাধিক পঠিত
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ