X
বৃহস্পতিবার, ০২ মে ২০২৪
১৯ বৈশাখ ১৪৩১

স্বাভাবিকভাবে এই সরকারকে সরানো যাবে না: মির্জা ফখরুল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ নভেম্বর ২০১৭, ১৯:৩৫আপডেট : ২২ নভেম্বর ২০১৭, ১৯:৪০

মির্জা ফখরুল ইসলাম আলমগীর (ফাইল ছবি) বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মনে করেন, স্বাভাবিক পদ্ধতিতে ‘জগদ্দল পাথরের মতো’ বসে থাকা সরকারকে সরাতে পারবে না তার দল। এজন্য করণীয় বিষয়ে তিনি বলেন, ‘সরকারকে বিদায় করতে আমাদের হাতিয়ার লাগবে। কারণ, সরকার জনগণের অধিকার কেড়ে নিয়ে বন্দুক-পিস্তল হাতে নিয়ে জোর করে ক্ষমতায় বসে আছে। তাই তাদের সরাতে হলে এবং জনগণের সরকার প্রতিষ্ঠা করতে রুখে দাঁড়াতে হবে। সবাইকে জেগে উঠতে হবে।’ 

রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বুধবার (২২ নভেম্বর) সন্ধ্যায় ছাত্রদল আয়োজিত এক সভায় মির্জা ফখরুল এসব কথা বলেন। বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ৫৩তম জন্মদিন উপলক্ষে এ আলোচনা সভার আয়োজন করে ছাত্রদল।

আলোচনা সভায় মির্জা ফখরুল বলেন, ‘যেকোনেও মূল্যে ক্ষমতাসীন সরকারকে বিদায় করে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে। কেননা, দেশের মানুষ এদের কাছ থেকে মুক্তি পেতে চায়, পরিবর্তন চায়।’

তারেক রহমানের ফিরে আসা সম্পর্কে বিএনপির মহাসচিব বলেন, ‘শুধু স্লোগানে কাজ হবে না। আমরা যদি খালেদা জিয়াকে প্রধানমন্ত্রী বানাতে পারি এবং জনগণের সরকার প্রতিষ্ঠা করতে পারি তাহলেই তারেক রহমান নির্বাসন থেকে দেশে আসবেন, অন্যথায় নয়।’

বিএনপির মহাসচিব অভিযোগ করেন, সরকার দেশের প্রতিটি প্রতিষ্ঠান ধ্বংস করে দিচ্ছে। সরকার বাংলাদেশকে একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত করার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। মেগা প্রজেক্টের নামে মেগা লুটপাট চালাচ্ছে। দেশের প্রধান বিচারপতিকে পর্যন্ত দেশ ছাড়তে ও পদত্যাগে বাধ্য করা হয়েছে বলেও অভিযোগ করেন মির্জা ফখরুল।

তিনি বলেন, ‘আজকের পত্রিকায় দেখবেন জিম্বাবুয়ের ৩৭ বছরের স্বৈরাশাসক মুগাবের পতন; পদত্যাগ করতে বাধ্য হয়েছে (মুগাবে)। সেই খবর ছোট করে দেওয়া হয়েছে কারণ; এই যে স্বৈরাচার, যে ১০ বছর ধরে ক্ষমতা দখল করে আছে, তদের ওপর প্রভাব পড়বে। এজন্য এই খবর বড় করে দেওয়া যাবে না।’

ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাজীব আহসানের সভাপতিত্বে সভায় আলোচনা করেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, কেন্দ্রীয় নেতা আমান উল্লাহ আমান, খায়রুল কবির খোকন, ফজলুল হক মিলন, আজিজুল বারী হেলাল, শহীদ উদ্দিন চৌধুরী, কামরুজ্জামান রতন, সুলতান সালাহ উদ্দিন টুকু, আমিরুল ইসলাম আলীম, আব্দুল কাদির ভুইয়া জুয়েল, ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি মামুনুর রশীদ, সহ-সভাপতি এজমল হোসেন পাইলট, নাজমুল হাসান। আলোচনা সভা সঞ্চালনা করেন ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ।

 

/এসটিএস/এএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘গরমে অসুস্থ’ হয়ে মারা যাওয়া সেই শ্রমিকের পরিবারের পাশে জেলা প্রশাসন
‘গরমে অসুস্থ’ হয়ে মারা যাওয়া সেই শ্রমিকের পরিবারের পাশে জেলা প্রশাসন
ওমরাহ করতে স্ত্রীসহ সৌদি আরব যাচ্ছেন মির্জা ফখরুল
ওমরাহ করতে স্ত্রীসহ সৌদি আরব যাচ্ছেন মির্জা ফখরুল
ঢাকার অধস্তন আদালতগুলোতে এসি লাগাতে আইনি নোটিশ
ঢাকার অধস্তন আদালতগুলোতে এসি লাগাতে আইনি নোটিশ
ড. ইউনূসসহ ১৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি পেছালো
অর্থ আত্মসাতের মামলাড. ইউনূসসহ ১৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি পেছালো
সর্বাধিক পঠিত
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা
মিল্টন সমাদ্দার আটক
মিল্টন সমাদ্দার আটক
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
একজন অপরাধীর গল্প বলতে চেয়েছিলেন তিশা
একজন অপরাধীর গল্প বলতে চেয়েছিলেন তিশা
মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে যেসব অভিযোগ তদন্ত করবে ডিবি
মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে যেসব অভিযোগ তদন্ত করবে ডিবি