X
বুধবার, ০৮ মে ২০২৪
২৫ বৈশাখ ১৪৩১

খালেদা জিয়া কেমন আছেন, জানতেও পারছি না: আফরোজা আব্বাস

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ ফেব্রুয়ারি ২০১৮, ১৭:৩৮আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০১৮, ১৭:৫৬

খালেদা জিয়া কেমন আছেন, জানতেও পারছি না: আফরোজা আব্বাস বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া কারাগারে কেমন আছেন তা জানতে পারছেন না বলে অভিযোগ করেছেন মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস। মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে পুরান ঢাকার নাজিম উদ্দিন রোডের পুরনো কেন্দ্রীয় কারাগারের সামনে সাংবাদিকদের কাছে তিনি এ অভিযোগ করেন।

দুর্নীতির মামলায় পাঁচ বছরের দণ্ড মাথায় নিয়ে ৬ দিন আগে কারাগারে যান খালেদা জিয়া। মঙ্গলবার দুপুরে তাকে দেখতে গিয়েও অনুমতি পাননি আফরোজা আব্বাস।

খালেদা জিয়াকে ‘মা’ সম্বোধন করে তিনি বলেন, ‘তিনি ৬ দিন ধরে কারাগারে। আমরা জানতেও পারছিনা তিনি কেমন আছেন, কীভাবে আছেন। চেয়ারপারসন যাওয়ার আগে বলে গেছেন, তোমরা শক্ত থাকবে, ঐক্যবদ্ধ থাকবে, শান্তিপূর্ণভাবে অন্যায়ের প্রতিবাদ করবে।’ তিনি বলেন, ‘যেভাবে তাকে অন্যায়ভাবে কারাগারে পাঠানো হয়েছে, আমরা এই রায় মানি না।’

আফরোজা আব্বাস আরও বলেন, ‘আমাদের যেতে দেওয়া হলো না। ফলগুলোও নিতে দেওয়া হলো না। বলা হলো, আমাদের করার কিছু নেই। আপনারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে যান। আমরা কোথায় যাবো? যার কাছে যাই, সেখানেই বলা হয়, তার (কর্মকর্তা) সঙ্গে দেখা করা যাবে না, তিনি এখন নেই, এই সব। আমরা কোন দেশে আছি? কোথায় আছি, কার কাছে যাবো?’

এর আগে দুপুরের দিকে দলের সাধারণ সম্পাদক সুলতানা আহমেদসহ মহিলা দলের কেন্দ্রীয় নেতারা খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে যান। কিন্তু কারা কর্তৃপক্ষ তাদের অনুমতি দেয়নি। নেত্রীরা জানান, কারা কর্তৃপক্ষ বলেছে, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছ থেকে অনুমতি নিয়ে আসতে। পরে তারা খালেদা জিয়ার দেখা না পেয়ে ফিরে যান।

 

/এসএস/এএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রবীন্দ্র চেতনায় প্রভাবিত হয়ে বঙ্গবন্ধু আমাদেরকে স্বাধীন জাতিরাষ্ট্র উপহার দিয়েছেন: ঢাবি উপাচার্য
রবীন্দ্র চেতনায় প্রভাবিত হয়ে বঙ্গবন্ধু আমাদেরকে স্বাধীন জাতিরাষ্ট্র উপহার দিয়েছেন: ঢাবি উপাচার্য
ইংল্যান্ডের লিডস শহরে পহেলা বৈশাখ উদযাপন
ইংল্যান্ডের লিডস শহরে পহেলা বৈশাখ উদযাপন
বিজিবির কাছে বিএসএফের দুঃখ প্রকাশ
বিজিবির কাছে বিএসএফের দুঃখ প্রকাশ
জাল ভোট দেওয়ায় দুজনের অর্থদণ্ড, একজনের কারাদণ্ড
জাল ভোট দেওয়ায় দুজনের অর্থদণ্ড, একজনের কারাদণ্ড
সর্বাধিক পঠিত
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
গ্রাম আদালত বিল পাস, জরিমানা বাড়লো চার গুণ
গ্রাম আদালত বিল পাস, জরিমানা বাড়লো চার গুণ
শেখ হাসিনাই হচ্ছেন ভারতে নতুন সরকারের প্রথম বিদেশি অতিথি
শেখ হাসিনাই হচ্ছেন ভারতে নতুন সরকারের প্রথম বিদেশি অতিথি
শনিবারে স্কুল খোলা: আন্দোলন করলে বাতিল হতে পারে এমপিও
শনিবারে স্কুল খোলা: আন্দোলন করলে বাতিল হতে পারে এমপিও
খালেদা জিয়ার শারীরিক অবস্থার দ্রুত অবনতি, বিএনপির প্রস্তুতি কী?
খালেদা জিয়ার শারীরিক অবস্থার দ্রুত অবনতি, বিএনপির প্রস্তুতি কী?