X
বুধবার, ০৮ মে ২০২৪
২৫ বৈশাখ ১৪৩১

উপনির্বাচনে কেন্দ্র দখলের শঙ্কা জাতীয় পার্টির,ব্যবস্থা নিতে ইসিতে অনুরোধ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ মার্চ ২০১৮, ১২:৫১আপডেট : ১১ মার্চ ২০১৮, ১৪:০৯

জাতীয় পার্টি

মঙ্গলবার অনুষ্ঠেয় জাতীয় সংসদের দুটি আসনের উপনির্বাচনে কেন্দ্র দখলের শঙ্কায় বিরোধী দল জাতীয় পার্টি। রবিবার পার্টির মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদারের নেতৃত্বে একটি প্রতিনিধি দল প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদার সঙ্গে সাক্ষাত করে এ আশঙ্কায় প্রকাশ করে কেন্দ্র দখল ঠেকাতে কার্যকর ব্যবস্থা নিতে অনুরোধ করেছে। বুধবার জাতীয় সংসদের গাইবান্ধা-১ ও ব্রাহ্মণবাড়িয়া-১ আসনের উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে।

আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সিইসি কার্যালয়ে বিবার সকাল সাড়ে ১০টা থেকে  আধাঘণ্টার বেশি সময় ধরে জাপা প্রতিনিধিরা সিইসির সঙ্গে বৈঠক করেন। এ সময় তারা একটি লিখিত আবেদনও জমা দেন।

উপনির্বাচনে কেন্দ্র দখলের আশঙ্কা প্রকাশ করে রুহুল আমিন হাওলাদার সাংবাদিকদের বলেন, আমরা নির্বাচনে আশঙ্কার বিষয়গুলো লিখিতভাবে দিয়েছি। আমরা শুনেছি, সুন্দরগঞ্জে (গাইবান্ধা-১) বাইরের অনেক লোক ঢুকেছে, অনেক জেলা থেকে তারা এসেছে এবং তারা কেন্দ্র দখল করবে। এর আগের নির্বাচনগুলোতেও তারা এগুলো করে ব্যবধান রেখে জয়ী হয়েছে। সেই জন্য আমরা আশঙ্কা করছি যে, এই এক্সারসাইজটা তাদের জানা আছে, করতে পারে।

তিনি বলেন, আমরা প্রধান নির্বাচন কমিশনারকে প্রশাসনিক সাহায্য, নিরপেক্ষ ও সুষ্ঠু ভোট করার জন্য পদক্ষেপ নিতে অবহিত করেছি, অনুরোধ করেছি। আগামী জাতীয় সংসদ নির্বাচন কেমন হবে তা এই দুটি নির্বাচনের ওপর নির্ভর করে বলেও মন্তব্য করেন জাপা মহাসচিব।

তিনি আরও বলেন, বর্তমান কমিশনের রংপুর ও কুমিল্লা সিটিতে ভালো নির্বাচনের দৃষ্টান্ত রয়েছে। এরপর যদি অবনতি হয়, আস্থাহীনতার পরিবেশ সৃষ্টি হয় এবং সংশয় দেখা যায়, তাহলে জাতীয় নির্বাচনে এর প্রভাব পড়বে।

তিনি জানান, প্রধান নির্বাচন কমিশনার সুষ্ঠু নির্বাচনের জন্য সব ধরনের ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।

জাতীয় পার্টির লিখিত প্রস্তাবে দুই আসনে ১৪টি করে মোট ২৮টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।

প্রতিনিধি দলে আরও ছিলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য এম এ সাত্তার, সৈয়দ আবু হোসেন বাবলা, এসএম ফয়সল চিশতী, চেয়ারম্যানের উপদেষ্টা অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভূইয়া, ভাইস-চেয়ারম্যান নুরুল ইসলাম নুরু, যুগ্ম-দফতর সম্পাদক এম এ রাজ্জাক খান ও সদ্য জাতীয় পার্টিতে যোগ দেওয়া স্বতন্ত্র সংসদ সদস্য ডা. রুস্তম আলী ফরাজী।

উল্লেখ্য, আগামী ১৩ মার্চ মঙ্গলবার এই দুই আসনে উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে।

/ইএইচএস/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জানাজা শেষে ফেরার পথে ট্রাকচাপায় অটোরিকশার ৩ যাত্রী নিহত
জানাজা শেষে ফেরার পথে ট্রাকচাপায় অটোরিকশার ৩ যাত্রী নিহত
কবিগুরুর  ১৬৩তম জন্মজয়ন্তী: গঠিত হলো সোসাইটি, দেশজুড়ে বর্ণিল আয়োজন
কবিগুরুর ১৬৩তম জন্মজয়ন্তী: গঠিত হলো সোসাইটি, দেশজুড়ে বর্ণিল আয়োজন
প্রথম ধাপে ১৩৯ উপজেলায় ভোটগ্রহণ শুরু
প্রথম ধাপে ১৩৯ উপজেলায় ভোটগ্রহণ শুরু
পিএসজিকে হারিয়ে ফাইনালে ডর্টমুন্ড
চ্যাম্পিয়নস লিগপিএসজিকে হারিয়ে ফাইনালে ডর্টমুন্ড
সর্বাধিক পঠিত
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
ছুড়ে দেওয়া সব তীর সাদরে গ্রহণ করলাম: ভাবনা
ছুড়ে দেওয়া সব তীর সাদরে গ্রহণ করলাম: ভাবনা
খালেদা জিয়ার শারীরিক অবস্থার দ্রুত অবনতি, বিএনপির প্রস্তুতি কী?
খালেদা জিয়ার শারীরিক অবস্থার দ্রুত অবনতি, বিএনপির প্রস্তুতি কী?
শেখ হাসিনাই হচ্ছেন ভারতে নতুন সরকারের প্রথম বিদেশি অতিথি
শেখ হাসিনাই হচ্ছেন ভারতে নতুন সরকারের প্রথম বিদেশি অতিথি
শনিবার স্কুল খোলা রাখার প্রতিবাদে শিক্ষকদের কর্মবিরতি ঘোষণা
শনিবার স্কুল খোলা রাখার প্রতিবাদে শিক্ষকদের কর্মবিরতি ঘোষণা