X
মঙ্গলবার, ০৭ মে ২০২৪
২৪ বৈশাখ ১৪৩১

বঙ্গভবনের অক্সিজেন বন্ধ করার ক্ষমতা আমাদের নেই: নজরুল ইসলাম খান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ মার্চ ২০১৮, ১৬:৪৭আপডেট : ১৫ মার্চ ২০১৮, ১৮:৩০

বক্তব্য রাখছেন নজরুল ইসলাম খান

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের বক্তব্যের সমালোচনা করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, ওবায়দুল কাদের সাহেবের ভাষায় নয় বছর কয়দিনে হয়, তা আমার জানা নেই। তারা যদি আন্দোলন মানে বঙ্গভবনের অক্সিজেন বন্ধ করে দেওয়া বোঝান, তাহলে বলে রাখি আমাদের সেই ক্ষমতা নেই।

বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে বিএনপির প্রয়াত মহাসচিব খন্দকার দেলোয়ার হোসেনের সপ্তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ‘ঘুরে দাঁড়াও বাংলাদেশ’ আয়োজিত স্মরণসভায় নজরুল ইসলাম খান এসব কথা বলেন।

‘দেখতে দেখতে নয় বছর, আন্দোলন হবে কোন বছর’, বিএনপির উদ্দেশে এ প্রশ্ন ছুঁড়ে দিয়ে গত ৯ জানুয়ারি ঠাকুরগাঁওয়ের এক সভায় সেতুমন্ত্রী বলেছিলেন, ‘গত নয় বছরে ৯ মিনিটও আন্দোলনে নামতে পারেনি বিএনপি।’ তার এই বক্তব্যের জবাবে নজরুল ইসলাম খান বলেন, ‘ওবায়দুল কাদের সাহেবের ভাষায় নয় বছর কয়দিনে হয়, তা আমার জানা নেই। আপনারা যদি আন্দোলন মানে বঙ্গভবনের অক্সিজেন বন্ধ করে দেওয়াকে বোঝান, তাহলে বলে রাখি আমাদের সেই ক্ষমতা নেই।’

তিনি বলেন, ‘খালেদা জিয়াকে মামলা দিয়ে জেলখানায় পাঠানো একটি উসকানি ছিল। বিএনপি সেই উসকানিতে পা দেয় নাই।’ তিনি আরও বলেন, এসব করা হচ্ছে ‘বিনাভোটে আবারও নির্বাচন করে কেবল জয়লাভের জন্য, দেশের বাইরে বিএনপির ভাবমূর্তি নষ্ট করার জন্য।’

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে আটকে রাখার অনেক চেষ্টা হবে উল্লেখ করে নজরুল ইসলাম খান বলেন, ‘খালেদা জিয়াকে আটকে রাখার চেষ্টা সফল হবে না। ইনশাল্লাহ তিনি বের হয়ে আসবেন। আর তার নেতৃত্বে নিরপেক্ষ সরকারের অধীনে আমরা জনগণের সরকার গঠন করবো।’

খালেদা জিয়াকে জেলে রেখেও ভরসা পায় না সরকার উল্লেখ করে বিএনপির এই নেতা বলেন, ‘সরকার বিএনপিকে শান্তিপূর্ণ কোনও কর্মসূচি পালন করতে দিচ্ছে না। খালেদা জিয়া জনসভায় উপস্থিত থাকলে তো গণজোয়ার হবেই। খালেদা জিয়া ছাড়াই যদি বিএনপির জনসভায় আওয়ামী লীগের চেয়ে বেশি লোক হয়, তাহলে তো তারা লজ্জা পাবে।’

তিনি অভিযোগ করে বলেন, ‘আওয়ামী লীগ ও তাদের প্রিয়ভাজনরা ঠিকই সোহরাওয়ার্দী উদ্যান ও রাস্তা বন্ধ করে যেখানে ইচ্ছা সভা-সমাবেশ করতে পারবে। আমরা ফুটপাথে দাঁড়াতে চাইলেও আমাদের দাঁড়াতে দেওয়া হয় না। সোহরাওয়ার্দী উদ্যানে সভা-সমাবেশ করতে চাইলে বলবে, আমরা নাকি বিশৃঙ্খলা করবো।’

বিএনপির স্থায়ী কমিটির এই নেতা বলেন, ‘এক-এগারোর সময় বিএনপি ও ২০ দল ভাঙার চেষ্টা হয়েছে। খালেদা জিয়াকে কারাগারে নেওয়ার পর মনে করেছিল বিএনপি ও জোট ভেঙে যাবে। ৫ জানুয়ারির আগে অনেককে লোভ দেখিয়ে ভোটে নেওয়ার চেষ্টা করা হয়েছে। কিন্তু কোনও ষড়যন্ত্র সফল হয়নি। বিএনপি ও ২০ দল ভাঙা যাবে না।’

 

 

 

 

/এসও/এপিএইচ/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
তুরস্ক নৌবাহিনীর যুদ্ধজাহাজ শুভেচ্ছা সফরে চট্টগ্রাম বন্দরে
তুরস্ক নৌবাহিনীর যুদ্ধজাহাজ শুভেচ্ছা সফরে চট্টগ্রাম বন্দরে
কৃষকদের হয়রানি করলে কঠোর ব্যবস্থা, খাদ্যমন্ত্রীর হুঁশিয়ারি
কৃষকদের হয়রানি করলে কঠোর ব্যবস্থা, খাদ্যমন্ত্রীর হুঁশিয়ারি
গাজায় ত্রাণ প্রবেশের প্রধান দুটি ক্রসিং বন্ধ রেখেছে ইসরায়েল: জাতিসংঘ
গাজায় ত্রাণ প্রবেশের প্রধান দুটি ক্রসিং বন্ধ রেখেছে ইসরায়েল: জাতিসংঘ
পিছিয়ে পড়েও সানডে-ইমনের গোলে ফাইনালে মোহামেডান
পিছিয়ে পড়েও সানডে-ইমনের গোলে ফাইনালে মোহামেডান
সর্বাধিক পঠিত
ভিটামিন ডি কমে গেলে কীভাবে বুঝবেন?
ভিটামিন ডি কমে গেলে কীভাবে বুঝবেন?
যে শিশুকে পাচারের অভিযোগে মিল্টনের বিরুদ্ধে মামলা
যে শিশুকে পাচারের অভিযোগে মিল্টনের বিরুদ্ধে মামলা
ছাত্রলীগ সহসভাপতি সাদ্দামের বছরে আয় ২২ লাখ, ব্যাংকে ৩২ লাখ, উপহারের স্বর্ণ ৩০ ভরি
হরিরামপুর উপজেলা নির্বাচনছাত্রলীগ সহসভাপতি সাদ্দামের বছরে আয় ২২ লাখ, ব্যাংকে ৩২ লাখ, উপহারের স্বর্ণ ৩০ ভরি
বৃষ্টি ও বন্যার কী পূর্বাভাস পাওয়া গেলো?
বৃষ্টি ও বন্যার কী পূর্বাভাস পাওয়া গেলো?
যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হামাস, অগ্রহণযোগ্য বলছে ইসরায়েল
যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হামাস, অগ্রহণযোগ্য বলছে ইসরায়েল