X
শনিবার, ০৪ মে ২০২৪
২১ বৈশাখ ১৪৩১

কারা কর্তৃপক্ষ স্বীকার করেছে খালেদা জিয়া অসুস্থ: রিজভী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ এপ্রিল ২০১৮, ২০:৩৮আপডেট : ২০ এপ্রিল ২০১৮, ২০:৪২

রুহুল কবীর রিজভী (ফাইল ছবি) বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, খালেদা জিয়া যে অসুস্থ এ কথা কারা কর্তৃপক্ষও স্বীকার করেছে। তিনি বলেন, ‘খালেদা জিয়ার সঙ্গে পরিবারের সদস্যেরা দেখা করতে গেলে কারা কর্তৃপক্ষের লোকেরা জানান, তিনি (খালেদা জিয়া) অসুস্থতার কারণে দেখা করতে পারবেন না। সুতরাং কারা কর্তৃপক্ষও স্বীকার করলো যে তিনি অসুস্থ।’

শুক্রবার (২০ এপ্রিল) সন্ধ্যায় নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে রুহুল কবির রিজভী এসব কথা বলেন।

রুহুল কবির রিজভী বলেন, ‘দেশনেত্রীকে স্বজনেরা আজ (শুক্রবার) কারাগারে সাক্ষাৎ করতে গেলে তার পা, হাঁটুসহ সারাশরীরে ব্যথা এতটাই তীব্র হয়েছে যে, তিনি তার জেল কক্ষ থেকে ওয়েটিং রুম পর্যন্তও আসতে পারেননি। বিকেল সোয়া ৪টা থেকে প্রায় দেড় ঘণ্টা অপেক্ষা করার পর কারা কর্তৃপক্ষের লোকেরা পরিবারের লোকজনদের জানান যে, তিনি অসুস্থতার কারণে দেখা করতে পারবেন না।’

খালেদা জিয়া গুরুতর অসুস্থ বলেই নিকটজনদের সঙ্গে কারা কার্যালয়ের ওয়েটিং রুমে হেঁটে এসে দেখা করতে পারেননি দাবি করেন রিজভী। তিনি বলেন, ‘এ ঘটনা দেশের জনসাধারণকে ভীষণভাবে উদ্বিগ্ন ও ব্যথিত করে তুলেছে। কেন ব্যক্তিগত চিকিৎসকদের দেশনেত্রীর স্বাস্থ্য পরীক্ষা করার জন্য দেখা করার অনুমতি দেওয়া হচ্ছে না? কেন তাকে ইউনাইটেড হাসপাতালে চিকিৎসার সুযোগ দেওয়া হচ্ছে না?’

রুহুল কবির রিজভী আরও বলেন, ‘স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতিপত্র নিয়ে যাওয়ার পরও কোনও অজ্ঞাত কারণে গতকাল (বৃহস্পতিবার) বিএনপির উচ্চ পর্যায়ের তিন জন নেতাকে দেখা করতে দেওয়া হয়নি। এখন প্রশ্ন উঠছে, সব মিলিয়ে এক গভীর ষড়যন্ত্র বাস্তবায়নের আভাস পাচ্ছি আমরা। সরকারের মদদে দেশনেত্রীকে অসুস্থতা নিয়ে কারা কর্তৃপক্ষের গড়িমসি, অবহেলার তীব্র নিন্দা জানাচ্ছি।’

বিএনপির এই নেতা বলেন, ‘বারবার আবেদন করা সত্ত্বেও সরকারের সংকীর্ণ নীতির অংশীদার জেল কর্তৃপক্ষ ব্যক্তিগত চিকিৎসকদেরও কারাগারে শারীরিকভাবে অসুস্থ দেশনেত্রীর সঙ্গে দেখা করার অনুমতি দিচ্ছে না। এমনকি সরকারের নির্দেশিত মেডিক্যাল বোর্ডও তাকে অর্থোপেডিক বেড দেওয়ার সুপারিশ করেছিল, কিন্তু কারা কর্তৃপক্ষ সরবরাহ করেনি।’ এ ঘটনায় সরকার প্রধানের প্রতিহিংসা ও বিদ্বেষের প্রতিফলন ফুটে উঠছে বলে মন্তব্য করেন তিনি।

 

/এএইচআর/এইচআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মুন্সীগঞ্জে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ জন নিহত
মুন্সীগঞ্জে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ জন নিহত
তীব্র গরমে বেড়েছে রিকন্ডিশন্ড এসির চাহিদা
তীব্র গরমে বেড়েছে রিকন্ডিশন্ড এসির চাহিদা
ইউক্রেনের খারকিভে রুশ ড্রোন হামলায় আহত ৩
ইউক্রেনের খারকিভে রুশ ড্রোন হামলায় আহত ৩
চাল বিতরণে অনিয়মের অভিযোগ, ইউপি চেয়ারম্যান সমর্থক ও জেলেদের সংঘর্ষ
চাল বিতরণে অনিয়মের অভিযোগ, ইউপি চেয়ারম্যান সমর্থক ও জেলেদের সংঘর্ষ
সর্বাধিক পঠিত
মুক্তি পেলেন মামুনুল হক
মুক্তি পেলেন মামুনুল হক
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
গাজীপুরে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষ, বগি লাইনচ্যুত
গাজীপুরে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষ, বগি লাইনচ্যুত