X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

জাতীয় নির্বাচন নিয়ে সংশয় সৃষ্টি হয়েছে: জাপা মহাসচিব

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ মে ২০১৮, ১৯:৪৭আপডেট : ০৬ মে ২০১৮, ১৯:৫৮





রুহুল আমিন হাওলাদার (ছবি- সংগৃহীত) গাজীপুর সিটি করপোরেশন নির্বাচন স্থগিতের খবরে সাধারণ মানুষের মনে আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে সংশয় সৃষ্টি হয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের শরিক জাতীয় পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার। রবিবার (৫ মে) বিকালে জাতীয় পার্টির চেয়ারম্যানের বনানী অফিসে স্বেচ্ছাসেবক পার্টির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনাসভায় তিনি এ মন্তব্য করেন।
রুহুল আমিন হাওলাদার বলেন, ‘আগামী নির্বাচনে জাতীয় পার্টি একটি সম্ভাবনাময় দল। তাই প্রতিদিনই বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা জাতীয় পার্টিতে যোগ দিচ্ছে।’ আগামীতে চমক সৃষ্টি করে আরও অনেক দলের শীর্ষ নেতারা জাতীয় পার্টিতে যোগ দেবেন বলেও দাবি করেন তিনি।
আওয়ামী লীগ ও বিএনপির সমালোচনা করে রুহুল আমিন হাওলাদার বলেন, ‘দল দুটি দেশের মানুষকে ঘুষ, দুর্নীতি, সন্ত্রাস, খুন, গুম, নারী ধর্ষণ ছাড়া আর কিছুই দিতে পারেনি। দুটি দলের নৈরাজ্যকর পরিস্থিতিতে দেশের মানুষ দিশেহারা হয়ে পড়েছে। দেশের মানুষ দুটি দলের হাত থেকে বাঁচতে চায়।’
জাপা মহাসচিব বলেন, ‘আমাদের মনে কোনও ক্ষোভ নেই। আমাদের কাছে সবাই নিরাপদ। আওয়ামী লীগ ও বিএনপিকে দেশের মানুষ আর ক্ষমতায় দেখতে চায় না। তাই আগামী নির্বাচনে জনগণের ভালোবাসায় হুসেইন মুহম্মদ এরশাদের নেতৃত্বে সরকার গঠন করবে জাতীয় পার্টি। আর এরশাদের নেতৃত্বে একটি নতুন বাংলাদেশ গড়ে তোলা হবে। যেখানে গণতান্ত্রিক চর্চা থাকবে, নিশ্চয়তা থাকবে সুষ্ঠু নির্বাচনের।’
জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির সভাপতি ও যুগ্ম মহাসচিব লিয়াকত হোসেন খোকার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. বেলাল হোসেনের পরিচালনায় এ আলোচনাসভায় বক্তব্য রাখেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য জিয়াউদ্দিন আহমেদ বাবলু, এস.এম. ফয়সল চিশতী, মেজর মো. খালেদ আখতার, চেয়ারম্যানের উপদেষ্টামণ্ডলীর সদস্য ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি প্রমুখ।

/এসটিএস/এইচআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মেক্সিকোতে সড়ক দুর্ঘটনায় নিহত অন্তত ১৮
মেক্সিকোতে সড়ক দুর্ঘটনায় নিহত অন্তত ১৮
বরিশালে গরমে শ্রেণিকক্ষে ৫ শিক্ষার্থী অসুস্থ
বরিশালে গরমে শ্রেণিকক্ষে ৫ শিক্ষার্থী অসুস্থ
গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন নস্যাৎ সম্ভব না: দুদু
গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন নস্যাৎ সম্ভব না: দুদু
বৃহস্পতিবার পর্যন্ত দেশের সব প্রাথমিক বিদ্যালয় বন্ধ
বৃহস্পতিবার পর্যন্ত দেশের সব প্রাথমিক বিদ্যালয় বন্ধ
সর্বাধিক পঠিত
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ