X
শনিবার, ০৪ মে ২০২৪
২১ বৈশাখ ১৪৩১

খুলনা সিটি নির্বাচন স্থগিতের জন্য রিট হতে পারে: মির্জা ফখরুল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ মে ২০১৮, ২১:৩৯আপডেট : ১০ মে ২০১৮, ১৭:৫৭

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন মির্জা ফখরুল

খুলনা সিটি করপোরেশন নির্বাচন স্থগিত করার জন্য রিট হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, ‘অত্যন্ত পরিকল্পিতভাবে নির্বাচন কমিশনকে সঙ্গে নিয়ে খুলনা সিটি করপোরেশন নির্বাচনকে পুরোপুরি বাতিল বা স্থগিত করার জন্য আওয়ামী লীগ সরকার নীলনকশা করছে। আমাদের কাছে কিছু সংবাদ এসেছে, যদিও ওই সংবাদের সত্যতার ব্যাপারে আমরা এখনও নিশ্চিত নই। আর সে সংবাদ হলো, খুলনা সিটি করপোরেশন নির্বাচন স্থগিত করার জন্য একটি রিট হতে পারে।’

বুধবার (৯ মে) রাত ৮টা ১০ মিনিটে বিএনপির চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, ‘ফলাফল নিজেদের পক্ষে নেওয়ার জন্য খুলনা সিটি করপোরেশন নির্বাচন নিয়ে বিভিন্ন ধরনের কথা বলছে সরকার। তারা (সরকার দলীয় মন্ত্রী) বলছেন, নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নেই; রিটার্নিং কর্মকর্তা নিরপেক্ষ নয় ইত্যাদি। এসব কথা বলে তারা নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করে ফলাফল নিজেদের করে নিতে চায়।’

খুলনা থেকে ডিআইজি ও পুলিশ কমিশনারকে প্রত্যাহারের দাবি জানিয়ে তিনি আরও বলেন, ‘পুলিশ একটি পার্টির লোক হয়ে গেছে। কিন্তু পুলিশকে নিবৃত্ত করার ক্ষমতাটুকু নেই নির্বাচন কমিশনের।’

পুলিশের পক্ষ থেকে বিএনপির কমিশনার প্রার্থীদের ধানের শীষে ভোট না চাওয়ার জন্য চাপ দেওয়া হচ্ছে অভিযোগ করে তিনি বলেন, ‘সুষ্ঠু ভোট হলে বিএনপি প্রার্থীরা বিপুল ভোটে বিজয়ী হবে।’

নির্বাচন কমিশনার আওয়ামী লীগের লোক হিসেবে কাজ করছেন মন্তব্য করে বিএনপির মহাসচিব বলেন, ‘প্রধান নির্বাচন কমিশনার নিরপেক্ষ নয়। তিনি জনতার মঞ্চের লোক ছিলেন, আমাদের সরকারের সময় চাকরিচ্যুত হয়েছিলেন। নির্বাচন কমিশনের কোনও যোগ্যতাই নেই, সুষ্ঠু নির্বাচন পরিচালনার। আগামীকাল বৃহস্পতিবার বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল নির্বাচন কমিশনে যাবে। তারা এসব অভিযোগ নির্বাচন কমিশনারের হাতে তুলে দেবেন।’ খুলনা সিটি করপোরেশন নির্বাচন প্রহসনে পরিণত হয়েছে বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল। এ ছাড়া, গাজীপুর সিটি করপোরেশনের নির্বাচন স্থগিতে হাইকোর্টের আদেশ প্রত্যাহারের দাবিও জানান তিনি।   

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার, মাহবুবুর রহমান, নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী প্রমুখ।

 

/এএইচআর/এমএ/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘সরকারের অতি সুবিধাভোগীদের’ ইজ্জত রক্ষা করতে বললেন ইসি রাশেদা
‘সরকারের অতি সুবিধাভোগীদের’ ইজ্জত রক্ষা করতে বললেন ইসি রাশেদা
‘কমিউনিকেশান অ্যাসোসিয়েশানের’ আহ্বায়ক কমিটি গঠন
‘কমিউনিকেশান অ্যাসোসিয়েশানের’ আহ্বায়ক কমিটি গঠন
দীপকের গোলে অবশেষে রাসেলের হাসি
দীপকের গোলে অবশেষে রাসেলের হাসি
দিয়াবাড়ি লেকে পানিতে ডুবে ২ স্কুলছাত্রের মৃত্যু
দিয়াবাড়ি লেকে পানিতে ডুবে ২ স্কুলছাত্রের মৃত্যু
সর্বাধিক পঠিত
মিল্টনের আশ্রয়কেন্দ্রে আশ্রিতদের এখন কী হবে
মিল্টনের আশ্রয়কেন্দ্রে আশ্রিতদের এখন কী হবে
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
বিসিএসে সফলতায় এগিয়ে বিজ্ঞানের শিক্ষার্থীরা
বিসিএসে সফলতায় এগিয়ে বিজ্ঞানের শিক্ষার্থীরা
চট্টগ্রামে যান চলাচলের জন্য প্রস্তুত এলিভেটেড এক্সপ্রেসওয়ে
চট্টগ্রামে যান চলাচলের জন্য প্রস্তুত এলিভেটেড এক্সপ্রেসওয়ে
লিথুয়ানিয়ার ড্রোন হামলা ব্যর্থ হয়েছে: বেলারুশ
লিথুয়ানিয়ার ড্রোন হামলা ব্যর্থ হয়েছে: বেলারুশ