X
মঙ্গলবার, ০৭ মে ২০২৪
২৪ বৈশাখ ১৪৩১

খুলনা সিটি নির্বাচন উৎসাহ-উদ্দীপনায় চলছে: আ.লীগ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ মে ২০১৮, ১৩:০৬আপডেট : ১৫ মে ২০১৮, ১৩:১৮

খুলনা সিটি নির্বাচন নিয়ে আওয়ামী লীগের সংবাদ সম্মেলন খুলনা সিটি নির্বাচন উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হচ্ছে। নারী-পুরুষ নির্বিশেষে সব ভোটকেন্দ্রে ভোটাররা ভোট দিচ্ছেন বলে জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক।

মঙ্গলবার (১৫ মে) দুপুরে আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। খুলনা সিটি করপোরেশন নির্বাচনের পরিস্থিতি জানাতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

নানক বলেন, ‘দেশের প্রিন্ট এবং ইলেকক্ট্রনিক মিডিয়া সকাল থেকে যে খবর পরিবেশন করছে, সেই তথ্য অনুসারে এবং আমাদের পাওয়া তথ্য অনুসারে, খুলনা মহানগরে যারা ভোটে অংশগ্রহণ করেছেন, আমরা তাদের অভিনন্দন জানাই।’

তিনি বলেন, ‘বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে নির্বাচনের কার্যক্রম চলছে। সেখানে শুরু থেকেই বিএনপি নামের দলটি মিথ্যাচারের আশ্রয় নিয়ে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।’

নানক বলেন, ‘একদিকে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য ভূরি-ভূরি অভিযোগ, আরেক দিক থেকে নির্বাচনে অংশগ্রহণ করা—এটা ছিল স্ববিরোধী।’

তিনি বলেন, ‘নয়াপল্টনের স্থায়ী বাসিন্দা রিজভী সাহেব আছেন, আজকে (মঙ্গলবার) সকাল থেকেই এবং তার আগে থেকেই একই কায়দায় তিনি এই ভোট গ্রহণের ব্যাপারে বিভিন্ন প্রশ্ন তুলছেন। খুলনার এই অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য মিডিয়ার সামনে নানাবিধ গুজব রটাচ্ছেন।’

নানক বলেন, ‘আমরা পরিষ্কারভাবে বলতে চাই বিএনপি নামক দলটি এই মিথ্যাচারের আশ্রয় নিয়েছে। এই কারণে যখন তারা ভরাডুবির সম্ভাবনা দেখেছিল, তখন থেকেই তারা বিভিন্ন ধরনের প্রশ্ন তুলে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা চালিয়ে গেছেন।  এই মুহূর্তেও তারা সেটি অক্ষুণ্ন রেখেছে।’

আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক বলেন, ‘জনগণ কর্তৃক প্রত্যাখাত হয়ে নির্বাচন ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করার জন্য বিএনপির এটি একটি ধারাবাহিক মিথ্যাচার এবং তাদের জন্মগত অভ্যাস বলেই আমরা মনে করি।’

তিনি বলেন, ‘আমরা মনে করি, খুলনার জনগণ স্বাধীনভাবেই শান্তিপূর্ণ পরিবেশে ভোট প্রয়োগ করছে। গণমাধ্যমই তার সবচেয়ে বড় সাক্ষী। সর্বশেষ পরিস্থিতি অনুযায়ী আমরা আশাবাদী।’

আওয়ামী লীগের এই যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, ‘দিনশেষে খুলনার জনগণ নৌকা মার্কার প্রার্থী তালুকদার আব্দুল খালেককে বিপুল ভোটে জয়ী করবে।’

তিনি বলেন, ‘ভোটের ট্রেন্ড দেখে আমাদের কাছে মনে হয় তারা নির্বাচনে পরাজয় অবশ্যম্ভাবী জেনে, সেই পরাজয়কে ডাকার জন্য বিভিন্ন ধরনের ক্ষেত্র তৈরি করার চেষ্টা করছে। তাদের এই অপচেষ্টা জনগণ প্রত্যাখ্যা করবে বলে আমরা আশা করি।’

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুর রহমান, সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন, খালিদ মাহমুদ চৌধুরী, সাংস্কৃতিক সম্পাদক অসীম কুমার উকিল, উপ-প্রচার সম্পাদক আমিনুল ইসলাম প্রমুখ।

 

/পিএইচসি/এপিএইচ/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ
টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ
বজ্রাঘাতে পদ্মা সেতুর টোলপ্লাজায় কারিগরি ত্রুটি, দীর্ঘ যানজট
বজ্রাঘাতে পদ্মা সেতুর টোলপ্লাজায় কারিগরি ত্রুটি, দীর্ঘ যানজট
স্যালাইনের দাম না বাড়াতে সতর্ক করলেন স্বাস্থ্যমন্ত্রী
স্যালাইনের দাম না বাড়াতে সতর্ক করলেন স্বাস্থ্যমন্ত্রী
শরীয়তপুরে আগুনে পুড়লো ৯ দোকান, ক্ষতি দুই কোটি টাকা
শরীয়তপুরে আগুনে পুড়লো ৯ দোকান, ক্ষতি দুই কোটি টাকা
সর্বাধিক পঠিত
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
ভিটামিন ডি কমে গেলে কীভাবে বুঝবেন?
ভিটামিন ডি কমে গেলে কীভাবে বুঝবেন?
যে শিশুকে পাচারের অভিযোগে মিল্টনের বিরুদ্ধে মামলা
যে শিশুকে পাচারের অভিযোগে মিল্টনের বিরুদ্ধে মামলা
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র