X
বুধবার, ০৮ মে ২০২৪
২৫ বৈশাখ ১৪৩১

গাজীপুরে বিএনপির নেতাদের বিরুদ্ধে ধরপাকড় শুরু: রিজভী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ জুন ২০১৮, ১৬:৩৮আপডেট : ২১ জুন ২০১৮, ১৬:৫৩

গাজীপুর সিটি নির্বাচনের আগে সেখানে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে গ্রেফতার অভিযান চলছে বলে অভিযোগ করেছেন দলটির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, বুধবার (২১ জুন) প্রধান নির্বাচন কমিশনার গাজীপুরে প্রার্থীদের সঙ্গে সমন্বয় সভা করেন। এরপর থেকে সিটির বিভিন্ন ওয়ার্ডে বিএনপির নির্বাচন সংশিষ্ট নেতাদের বিরুদ্ধে ধরপাকড় শুরু হয়েছে। 

বৃহস্পতিবার (২১ জুন) দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন। রুহুল কবীর রিজভী (ফাইল ছবি)
রিজভী আরও বলেন, ‘গতকাল (বুধবার) রাতে কাশিমপুর নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক ও ইউনিয়ন বিএনপি সভাপতি শওকত হোসেন সরকার, সদস্য সচিব শাহিন, সদস্য শাজাহান ডিলার, কোনাবাড়ীতে নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক ডা. মিলন, সদস্য সচিব মিলন মিয়া ও সদস্য সাইফুল ইসলামকে ঢাকার ডিবি পুলিশ গ্রেফতার করেছে। এছাড়া, ৩০ নম্বর ওয়ার্ডের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য মো. আবদুস সামাদ, শাহ আলম এবং ৪৭ নম্বর ওয়ার্ডের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য আবু সায়েমকে গাজীপুর ডিবি পুলিশ গ্রেফতার করে।’
রিজভী বলেন, ‘গাজীপুর সিটি নির্বাচনে সেখানকার মিডিয়া সেলের প্রধান এবং বিএনপির কেন্দ্রীয় সদস্য ডা. মাজহারুল আলম, কাউলতিয়া নির্বাচন পরিচালনার আহ্বায়ক নাজিম চেয়ারম্যান ও জেলা বিএনপির নেতা সাইফুল ইসলাম বাবুলের বাড়িতে পুলিশ অভিযান চালিয়েছে।’
যুবদলের সাধারণ সম্পাদক সুলতান সালাহউদ্দিন টুকুকে শাহবাগ থানা পুলিশ রিমান্ডে নিয়ে নির্যাতন করেছে বলে অভিযোগ করেন রিজভী। তিনি বলেন, ‘তার (টুকু) পরিবারের দাবি, টুকু বুধবার (২০ জুন) পর্যন্ত সুস্থ ছিলেন। রিমান্ডে শারীরিক নির্যাতনে গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে পুলিশ হাসপাতালে ভর্তি করা হয়।’
এছাড়া, দলীয় চেয়ারপারসন খালেদা জিয়ার সুচিকিৎসা ও মুক্তির দাবিতে সারাদেশে পূর্ব ঘোষিত বিক্ষোভ সমাবেশের সময় অনেক নেতাকর্মীকে আটক করা হয়েছে বলেও দাবি করেন বিএনপির এই নেতা। তিনি বলেন, ‘ফরিদপুর জেলা বিএনপির সদস্য সিদ্ধির আহমেদ খান, বান্দরবান পৌর যুবদলের সভাপতি সেলিম রেজা, যুগ্ম সম্পাদক কাশেম, শাহাদৎ, উক্যা মার্মা, বাপ্পি চাকমা, কলেজ ছাত্রদল নেতা ইউছুফ, রাজধানীর বাড্ডা থানার বিএনপি নেতা জাহিদসহ চারজনকে পুলিশ আটক করেছে।





/এএইচআর/এপিএইচ/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জাল ভোট দেওয়ায় দুজনের অর্থদণ্ড, একজনের কারাদণ্ড
জাল ভোট দেওয়ায় দুজনের অর্থদণ্ড, একজনের কারাদণ্ড
ঢাকা দক্ষিণে ৪ খালের উদ্ধার-সবুজায়নের কাজ শুরু, উন্নীত হবে আন্তর্জাতিক মানদণ্ডে
ভিত্তিপ্রস্তর অনুষ্ঠানে মেয়র তাপসঢাকা দক্ষিণে ৪ খালের উদ্ধার-সবুজায়নের কাজ শুরু, উন্নীত হবে আন্তর্জাতিক মানদণ্ডে
প্রবাসী সেবা লিমিটেডের এমডিসহ ৩ জনের বিরুদ্ধে মামলা
ভিসার কাগজ জালিয়াতিপ্রবাসী সেবা লিমিটেডের এমডিসহ ৩ জনের বিরুদ্ধে মামলা
এক লাফে ডলারের দাম বাড়লো ৭ টাকা
এক লাফে ডলারের দাম বাড়লো ৭ টাকা
সর্বাধিক পঠিত
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
গ্রাম আদালত বিল পাস, জরিমানা বাড়লো চার গুণ
গ্রাম আদালত বিল পাস, জরিমানা বাড়লো চার গুণ
শেখ হাসিনাই হচ্ছেন ভারতে নতুন সরকারের প্রথম বিদেশি অতিথি
শেখ হাসিনাই হচ্ছেন ভারতে নতুন সরকারের প্রথম বিদেশি অতিথি
শনিবারে স্কুল খোলা: আন্দোলন করলে বাতিল হতে পারে এমপিও
শনিবারে স্কুল খোলা: আন্দোলন করলে বাতিল হতে পারে এমপিও
খালেদা জিয়ার শারীরিক অবস্থার দ্রুত অবনতি, বিএনপির প্রস্তুতি কী?
খালেদা জিয়ার শারীরিক অবস্থার দ্রুত অবনতি, বিএনপির প্রস্তুতি কী?