X
রবিবার, ০৫ মে ২০২৪
২২ বৈশাখ ১৪৩১

সিলেটে ‘জামায়াত-সংকটে’ বিএনপি

সালমান তারেক শাকিল
২৭ জুন ২০১৮, ২১:২৯আপডেট : ২৮ জুন ২০১৮, ১২:৫২

আরিফুল হক চৌধুরী ও এহসানুল মাহবুব জুবায়ের

দলের অভ্যন্তরীণ দ্বন্দ্ব মিটিয়ে সিলেটে বর্তমান মেয়র আরিফুল হক চৌধুরীকে মনোনয়ন দিতে সক্ষম হলেও এবার জোটগতভাবে প্রার্থী নির্ধারণ নিয়ে জটিলতায় পড়েছে বিএনপি ও  ২০ দলীয় জোট। জোটের প্রায় সব শরিক দল আসন্ন তিনটি সিটির নির্বাচনে বিএনপির প্রার্থীকে সমর্থন দিলেও সিলেটে জামায়াতের প্রার্থী নিয়ে জটিলতা কাটেনি।

যদিও বুধবার (২৭ জুন) বিকালে গুলশানে অনুষ্ঠিত ২০ দলীয় জোটের বৈঠকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আশা প্রকাশ করেছেন, আগামী দুয়েক দিনের মধ্যেই জামায়াতের সঙ্গে বিষয়টির সুরাহা হবে।

সিলেট জামায়াতের শীর্ষ নেতারা বলছেন, জোটগতভাবে সমর্থন না পেলেও সিলেটে জামায়াতের এককভাবে নির্বাচনের সম্ভাবনা আছে।

জোটের নেতারা মনে করেন, গাজীপুরের মতো সিলেটেও জামায়াতের সঙ্গে সমঝোতা হয়ে যাবে। এক্ষেত্রে কিছু কাউন্সিলর পদ  ও আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য আসনভিত্তিক দফারফা করার প্রয়োজন হতে পারে।

সিলেটে জামায়াতের  মেয়র প্রার্থী বলছেন, যেকোনও উপায়েই তিনি প্রার্থী হতে আগ্রহী এবং প্রয়োজনে ‘ওপেন’ নির্বাচনে যাক বিএনপি-জোট। আর বিএনপির নেতাদের ভাষ্য, জামায়াত চাইলে এককভাবে নির্বাচনে যেতে পারে। বিশেষ করে সিলেটে আওয়ামী লীগের প্রার্থী বদরুদ্দিন আহমদ কামরানের সঙ্গে জামায়াতের ঘনিষ্টতা থাকায় ভোটে এর প্রভাব পড়বে।

বিশ দলীয় জোটের একটি শরিক দলের মহাসচিব বাংলা ট্রিবিউনকে বলেন, জামায়াতের সঙ্গে সিলেটে সমাধান না হলে  না হোক। সিলেটের বিএনপিও এটাই চায়।  কারণ, তারা মনে করে সিলেটে জামায়াতের ভোট পাবে না বিএনপি। শুনেছি, আওয়ামী লীগের প্রার্থী কামরানের সঙ্গে জামায়াতের সুসম্পর্ক আছে। তাদের অনেক প্রতিষ্ঠানেও শরিক হিসেবে আছেন কামরান।

সিলেটে জামায়াতের প্রার্থী মহানগর আমির অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমি নির্বাচন করবো। মনোনয়নপত্র দাখিল করেছি। আর এটা অনেক আগে থেকে আমাদের দলীয় সিদ্ধান্ত। আমরা চাই জোটগত সমর্থন। তা সম্ভব না হলে নির্বাচন ‘ওপেন’ হোক।’

জামায়াতের একক প্রার্থিতায় সমস্যা দেখছে না সিলেট বিএনপিও। সিলেট জেলা সভাপতি আবদুল কাহের শামীম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘তারা যদি চায় ওপেন করবে, করে দেখুক। তাদের অবস্থান যাচাই হবে।’

আবদুল কাহের শামীম আরও বলেন, ‘শোনা যায়, সিলেটে জামায়াতের সঙ্গে কামরানের সম্পর্ক অনেক ভালো। ব্যবসায়িকভাবে, রাজনৈতিকভাবেও তাদের সম্পর্ক ভালো। এটা তো ভোটেও প্রভাব পড়তে পারে।’

বুধবার (২৭ জুন) বিকালে ২০ দলীয় জোটের দুই ঘণ্টাব্যাপী বৈঠকেও তিন  সিটি করপোরেশনের আসন্ন নির্বাচন নিয়ে আলোচনা হয়। বৈঠকে জামায়াতের প্রতিনিধি, দলটির নির্বাহী পরিষদ সদস্য মাওলানা আবদুল হালিম উপস্থিত হলেও হাজিরা দিয়েই চলে যান। যাওয়ার সময় তিনি বলে যান, ‘আমি সব কথা মির্জা ফখরুল সাহেবকে বলেছি।’ পরে বৈঠকে মির্জা ফখরুল শরিক নেতাদের উদ্দেশে বলেন, ‘জামায়াতের প্রার্থী নিয়ে জটিলতা থাকলেও তারা নিজেরা কথাবার্তা বলে আমাদের জানাবে। আশা করি, কাল-পরশুর মধ্যে একটা সমঝোতা হবে।’

বৈঠকে উপস্থিত খেলাফত মজলিসের প্রতিনিধিকে  সিলেটে তাদের  মেয়র প্রার্থী মনোনয়ন বাদ দেওয়ার অনুরোধ করেন মির্জা ফখরুল।

বৈঠকের পর খেলাফত মজলিসের মহাসচিব অধ্যাপক আহমদ আবদুল কাদের বাংলা ট্রিবিউনকে বলেন, ‘জামায়াত আগে থেকেই সিলেট বা রাজশাহী সিটি নির্বাচন করার আগ্রহ দেখিয়েছে। এখন জোটের সব শরিকরা বিএনপির প্রার্থীকে সমর্থন দিয়েছে। আমাদেরও প্রার্থী ছিল। আমরা আলোচনা করে সিদ্ধান্ত নেবো। আশা করছি, আমাদের প্রার্থী প্রত্যাহার হবে।’

সিলেট সিটি নির্বাচনে জামায়াতের প্রার্থী এহসানুল মাহবুব জুবায়ের বুধবার রাত আটটার দিকে বাংলা ট্রিবিউনকে  বলেন, ‘আমাকে দল মনোনিত করেছে। বলা হয়েছে প্রার্থিতা করতে। এই হচ্ছে সর্বশেষ অবস্থান। এখনও আমি মাঠে আছি।’

সিলেট জেলা দক্ষিণের জামায়াত আমির মাওলানা হাবিবুর রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘দেশের ১২টি সিটির মধ্যে একটিও কি জামায়াত পেতে পারে না? আমরা জোটগত মনোনয়নের ব্যাপারে আশাবাদী। নৈতিকভাবেই ২০ দলীয় জোট আমাদের সমর্থন দেবে।’

যদিও জেলা জামায়াতের আরেক শীর্ষ নেতার ভাষ্য, ‘আমাদের সমর্থন দিতে বাধ্য হবে বিএনপি। আমরা নির্বাচন করবো সিলেটে।’

আওয়ামী লীগের প্রার্থী বদরুদ্দিন আহমদ কামরানের সঙ্গে জামায়াতের সুসম্পর্কের বিষয়ে মাওলানা হাবিবুর রহমান বলেন, ‘কামরান সাহেব আমাদের রাজনৈতিক সহকর্মী। তার সঙ্গে বন্ধুত্বও নাই, শত্রুতাও নাই। আমাদের মধ্যে সখ্যতাও নেই। যারা সুসম্পর্কের কথা প্রচার করে, তারা রাজনৈতিক হিংসার কারণে বলে।’

প্রসঙ্গত,  মঙ্গলবার (২৬ জুন) অনুষ্ঠিত গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনের আগে এখানেও জামায়াতের প্রার্থী নিয়ে জটিলতা তৈরি হয়েছিল। যদিও কয়েকটি কাউন্সিলর পদের বিনিময়ে সমঝোতা হওয়ায় প্রার্থিতা প্রত্যাহার করে নেয় জামায়াত।

 

/এসটিএস/ এপিএইচ/
সম্পর্কিত
চরমোনাই পীরের ভাইয়ের বাসায় জামায়াতের ৯ নেতা
উপজেলা নির্বাচনে নেই বেশিরভাগ রাজনৈতিক দল
নীলফামারীতে জামায়াতের সহকারী সেক্রেটারিসহ ৩ জন গ্রেফতার
সর্বশেষ খবর
নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে ইসলামী ব্যাংক, পদসংখ্যা অনির্ধারিত
নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে ইসলামী ব্যাংক, পদসংখ্যা অনির্ধারিত
টানা তৃতীয়বার লন্ডনের মেয়র হলেন সাদিক খান
টানা তৃতীয়বার লন্ডনের মেয়র হলেন সাদিক খান
৪ বছর বয়সে শুরু, জিতেছেন ১৬টি গ্র্যামি
শুভ জন্মদিন৪ বছর বয়সে শুরু, জিতেছেন ১৬টি গ্র্যামি
বজ্রাঘাতে ঘরে আগুন, পুড়ে মারা গেলেন ঘুমন্ত মা-ছেলে
বজ্রাঘাতে ঘরে আগুন, পুড়ে মারা গেলেন ঘুমন্ত মা-ছেলে
সর্বাধিক পঠিত
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ