X
রবিবার, ০৫ মে ২০২৪
২২ বৈশাখ ১৪৩১

রাজশাহীতে গণসংহতির প্রার্থী মুরাদ মোর্শেদের ইশতেহার ঘোষণা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ জুলাই ২০১৮, ০১:০৮আপডেট : ২২ জুলাই ২০১৮, ১৩:২০





ইশেতেহার ঘোষণা অনুষ্ঠানে বক্তব্য রাখছেন জোনায়েদ সাকি রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে গণসংহতি আন্দোলন সমর্থিত প্রার্থী অ্যাডভোকেট মুরাদ মোর্শেদ তার নির্বাচনি ইশতেহার ঘোষণা করেছেন। শনিবার (২১ জুলাই) রাজশাহী মুনলাইট কনফারেন্স হলে এক সংবাদ সম্মেলনে এই ইশতেহার ঘোষণা করা হয়। এ সময় দলের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকিসহ রাজশাহী নগরীর অনেক গণ্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন।

মুরাদ মোর্শেদ সংবাদ সম্মেলনে রাজশাহী নগরীর জন্য ৫০ বছরের দীর্ঘমেয়াদি উন্নয়ন পরিকল্পনা ঘোষণা করেন। তিনি বলেন, ‘নাগরিক মর্যাদা প্রতিষ্ঠা করা ও দুর্নীতিমুক্ত, জবাবদিহিমূলক, গণতান্ত্রিক ও স্বশাসিত রাজশাহী সিটি করপোরেশন প্রতিষ্ঠা করা আমাদের মূলনীতি। আগামী ৫০ বছরের দূরবর্তী লক্ষ্যকে সামনে রেখে দীর্ঘমেয়াদে বিকাশমান নগরী হিসেবে পরিবেশ-প্রতিবেশ ও ভবিষ্যৎ বিবেচনায় নিয়ে রাজশাহীর উন্নয়ন করা হবে। শিল্পনগরী হিসেবে গড়ে তুলে স্থানীয় জনগোষ্ঠীর কর্মসংস্থান করা, তরুণদের জন্য কর্মোদ্যমী অনুকূল পরিবেশ তৈরি করা হবে।’

তিনি জানান, একটি বিকাশমান নগরী হিসেবে রাজশাহীকে নিয়ে এখন থেকেই সতর্ক পদক্ষেপে সমন্বিত পরিকল্পনা গ্রহণ করা না গেলে এই নগরীর ভবিষ্যৎ অন্যান্য নগরের মতোই হবে। তিনি দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ এবং নাগরিক মর্যাদা প্রতিষ্ঠাকে অগ্রাধিকার দেওয়ার কথা বলেন।

সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে কথা বলেন রাজশাহী গণমঞ্চের আহ্বায়ক অ্যাডভোকেট আবুল হাসনাত বেগ, নদী ও পরিবেশ বাঁচাও আন্দোলনের আহ্বায়ক অ্যাডভোকেট এনামুল হক এবং গণসংহতি আন্দোলনের কেন্দ্রীয় প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি।

/এসটিএস/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জয়পুরহাটে সড়কে প্রাণ গেলো দুই ধানকাটা শ্রমিকের
জয়পুরহাটে সড়কে প্রাণ গেলো দুই ধানকাটা শ্রমিকের
রাজধানীতে ঝড়-শিলাবৃষ্টি
রাজধানীতে ঝড়-শিলাবৃষ্টি
৯৯৯ নম্বরে ফোন পেয়ে নির্যাতনের শিকার গৃহপরিচারিকাকে উদ্ধার
৯৯৯ নম্বরে ফোন পেয়ে নির্যাতনের শিকার গৃহপরিচারিকাকে উদ্ধার
এমপি স্ত্রীকে হারিয়ে ৬ ভোটে স্কুল কমিটির সভাপতি বদি
এমপি স্ত্রীকে হারিয়ে ৬ ভোটে স্কুল কমিটির সভাপতি বদি
সর্বাধিক পঠিত
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী