X
বুধবার, ০৮ মে ২০২৪
২৪ বৈশাখ ১৪৩১

নতুন করে সমাবেশে একমত বি. চৌধুরী ও ড. কামাল হোসেন

আদিত্য রিমন
২০ আগস্ট ২০১৮, ০২:২২আপডেট : ২০ আগস্ট ২০১৮, ১৩:১৪

নতুন করে সমাবেশে একমত বি. চৌধুরী ও ড. কামাল হোসেন আগামী ২২ সেপ্টেম্বরের পূর্ব ঘোষিত সমাবেশ বাতিল করে আবারও নতুন করে সমাবেশ ঘোষণা করার সিদ্ধান্তে একমত হয়েছেন বিকল্পধারার প্রেসিডেন্ট অধ্যাপক একিউএম বদরুদ্দোজা চৌধুরী ও গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন। একইসঙ্গে তারা একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ঐক্যবদ্ধ আন্দোলন করারও সিদ্ধান্ত নিয়েছেন। রবিবার (১৯ আগস্ট) রাত সাড়ে ৮টায় গুলশানের বিকল্পধারা মহাসচিব মেজর মান্নানের বাসায় দুই ঘণ্টাব্যাপী এক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

বৈঠকে অংশ নেওয়া একাধিক দায়িত্বশীল নেতা বাংলা ট্রিবিউনকে বলেন, বৈঠকে তিনটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এরমধ্যে ড. কামাল হোসেনের ডাকা আগামী ২২ সেপ্টেম্বরের সমাবেশ বাতিল করা। দ্বিতীয়ত, জাতীয় ঐক্য করার বিষয়ে একমত হয়েছেন ড. কামাল হোসেন ও অধ্যাপক একিউএম বদরুদ্দোজা চৌধুরী। আর ঐক্যের নেতৃত্ব যৌথভাবে থাকবেন এই দুই নেতা। শেষ সিদ্ধান্ত হয়েছে ঈদের পর যত দ্রুত সম্ভব সংবাদ সম্মেলন করে জাতীয় ঐক্যের ব্যানারে রাজধানীতে সমাবেশসহ পরবর্তী কর্মসূচির ঘোষণা করার।

এ বিষয়ে বিকল্পধারা যুগ্ম মহাসচিব মাহি বি. চৌধুরী বাংলা ট্রিবিউনকে বলেন, ‘২২ সেপ্টেম্বরের সমাবেশ বাতিল করা হয়েছে। ঈদের পরে সংবাদ সম্মেলনে করে নতুন করে সমাবেশের তারিখ ঘোষণা করা হবে।’

নতুন করে সমাবেশে একমত বি. চৌধুরী ও ড. কামাল হোসেন
ড. কামাল হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমি এবং বি. চৌধুরী একমত হয়েছি জাতীয় ঐক্যের ব্যাপারে।’

সমাবেশ বাতিল করার প্রশ্নে ড. কামাল হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘এটা এখনও চূড়ান্ত হয়নি, আমরা আগামীকাল সোমবার আবারও বসবো।’

জেএসডি সাধারণ সম্পাদক আব্দুল মালেক রতন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ঈদের পরে দ্রুততম সময়ে সংবাদ সম্মেলন করে জাতীয় ঐক্যের ব্যানারে রাজধানীতে সমাবেশসহ পরবর্তী কর্মসূচি ঘোষণা করার সিদ্ধান্ত হয়েছে। এছাড়া বৈঠকে আগামীকাল সোমবার (২০ আগস্ট) বিকাল ৫টায় ড. কামাল হোসেনের বাসায় যাবেন বি. চৌধুরী।
এ বিষয়ে বিকল্পধারার সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ওমর ফারুক বাংলা ট্রিবিউনকে বলেন, ‘সোমবার ড. কামাল হোসেনের বাসায় যাবেন বি. চৌধুরী স্যার।’
বৈঠকে উপস্থিত ছিলেন ড. কামাল হোসেন, বদরুদ্দোজা চৌধুরী, গণস্বাস্থ্য কেন্দ্রের চেয়ারম্যান ড. জাফরুল্লাহ চৌধুরী, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, জেএসডির সাধারণ সম্পাদক আব্দুল মালেক রতন, বিকল্পধারার সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক।

/এআর/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পিএসজিকে হারিয়ে ফাইনালে ডর্টমুন্ড
চ্যাম্পিয়নস লিগপিএসজিকে হারিয়ে ফাইনালে ডর্টমুন্ড
রাজস্থানকে হারিয়ে প্লে অফের আশা বাঁচিয়ে রাখলো দিল্লি
রাজস্থানকে হারিয়ে প্লে অফের আশা বাঁচিয়ে রাখলো দিল্লি
ঢাকা আসছেন মার্কিন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু
ঢাকা আসছেন মার্কিন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু
প্রথম ধাপের উপজেলা নির্বাচন আজ
প্রথম ধাপের উপজেলা নির্বাচন আজ
সর্বাধিক পঠিত
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
ছুড়ে দেওয়া সব তীর সাদরে গ্রহণ করলাম: ভাবনা
ছুড়ে দেওয়া সব তীর সাদরে গ্রহণ করলাম: ভাবনা
শনিবার স্কুল খোলা রাখার প্রতিবাদে শিক্ষকদের কর্মবিরতি ঘোষণা
শনিবার স্কুল খোলা রাখার প্রতিবাদে শিক্ষকদের কর্মবিরতি ঘোষণা
আসছে ব্যয় কমানোর বাজেট
আসছে ব্যয় কমানোর বাজেট
খালেদা জিয়ার শারীরিক অবস্থার দ্রুত অবনতি, বিএনপির প্রস্তুতি কী?
খালেদা জিয়ার শারীরিক অবস্থার দ্রুত অবনতি, বিএনপির প্রস্তুতি কী?