X
রবিবার, ০৫ মে ২০২৪
২২ বৈশাখ ১৪৩১

বিবিসি বাংলা আমার বক্তব্য ঠিকভাবে উপস্থাপন করেনি: ড. কামাল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ সেপ্টেম্বর ২০১৮, ২০:৫৫আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০১৮, ২২:১৩

যৌথসভায় যুক্তফ্রন্ট ও জাতীয় ঐক্যপ্রক্রিয়ার শীর্ষ নেতারা ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি বাংলায় তার বক্তব্য সঠিকভাবে প্রকাশিত হয়নি বলে অভিযোগ করেছেন গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন। তিনি বলেন, ‘বর্তমান সরকারের অধীনে নির্বাচনে যেতে নীতিগত আপত্তি নেই—এমন বক্তব্য আমি দেইনি। আমি বলেছি, আমাদের দাবি পূরণ হলে ও নির্বাচনি পরিবেশ ঠিক থাকলে আমরা নির্বাচনে যেতে রাজি আছি। কিন্তু ওই সংবাদমাধ্যমে বক্তব্যটি সঠিকভাবে উপস্থাপিত হয়নি।’ সোমবার (২৪ সেপ্টেম্বর) সাড়ে ৭টায় তার মতিঝিলের চেম্বারে অনুষ্ঠিত যুক্তফ্রন্ট ও জাতীয় ঐক্যপ্রক্রিয়ার শীর্ষ নেতাদের যৌথসভা শেষে তিনি এসব কথা বলেন। 

ড. কামাল হোসেন বলেন, ‘পরোয়ানা ছাড়া যেকোনও ব্যক্তিকে তল্লাশি, জব্দ ও গ্রেফতার করার জন্য পুলিশকে  ক্ষমতা দেওয়াসহ যে ডিজিটাল নিরাপত্তা আইন পাস করা হয়েছে, তার তীব্র নিন্দা জানাই।’ তিনি অবিলম্বে এই আইন বাতিলের দাবি জানান।

জাতীয় ঐক্য প্রক্রিয়ার আহ্বায়ক ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন সভাপতিত্বে বৈঠকে  আরও উপস্থিত ছিলেন ডা. জাফরুল্লাহ চৌধুরী, জেএসডি সভাপতি আসম আবদুর রব, সাধারণ সম্পাদক আব্দুল মালেক রতন, গণফোরামের নির্বাহী সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, গণফোরাম সাধারণ সম্পাদক মোস্তফা মহসিন মন্টু,  বিকল্পধারা বাংলাদেশের সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ওমর ফারুক প্রমুখ। 

প্রসঙ্গত, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে নির্বাচনকালীন সরকারের অধীনে নির্বাচনে যেতে ড. কামাল হোসেন রাজি আছেন বলে ব্রিটিশ গণমাধ্যম বিবিসির বাংলা বলা হয়। এতে আরও বলা হয়, বর্তমান সাংবিধানিক কাঠামো ও ক্ষমতাসীন সরকারের অধীনে নির্বাচনে যেতে নীতিগতভাবে ড. কামাল হোসেন রাজি আছেন বলেও ওই প্রতিবেদনে উল্লেখ করা হয়।

এদিকে, বিকল্পধারার সাংগঠনিক ব্যারিস্টার ওমর ফারুক বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বৃহত্তর জাতীয় ঐক্যকে এগিয়ে নিতে একটি স্টিয়ারিং কমিটি গঠন করার নীতিগত সিদ্ধান্ত হয়েছে। এই বিষয়ে আগামীকাল মঙ্গলবার (২৫ সেপ্টেম্বর) ড. কামাল হোসেনের বেইলি রোডের বাসায় বিকাল চারটায় একটি বৈঠক হবে। সেখানে বিষয়টি চূড়ান্ত করা হবে।’

আরেকটি সূত্র জানিয়েছে, ড. কামালের বাসায় অনুষ্ঠিতব্য ওই বৈঠকে বিএনপিকেও আমন্ত্রণ জানানো হবে।

/এএইচআর/এমএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাজধানীতে ঝড়-শিলাবৃষ্টি
রাজধানীতে ঝড়-শিলাবৃষ্টি
৯৯৯ নম্বরে ফোন পেয়ে নির্যাতনের শিকার গৃহপরিচারিকাকে উদ্ধার
৯৯৯ নম্বরে ফোন পেয়ে নির্যাতনের শিকার গৃহপরিচারিকাকে উদ্ধার
এমপি স্ত্রীকে হারিয়ে ৬ ভোটে স্কুল কমিটির সভাপতি বদি
এমপি স্ত্রীকে হারিয়ে ৬ ভোটে স্কুল কমিটির সভাপতি বদি
পুলিশ-সাংবাদিক-আইনজীবী স্টিকারের ছড়াছড়ি, ব্যবস্থা নিতে মাঠে নেমেছে পুলিশ
পুলিশ-সাংবাদিক-আইনজীবী স্টিকারের ছড়াছড়ি, ব্যবস্থা নিতে মাঠে নেমেছে পুলিশ
সর্বাধিক পঠিত
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী