X
শুক্রবার, ০৩ মে ২০২৪
১৯ বৈশাখ ১৪৩১

২৩ অক্টোবর সিলেটে মাজার জিয়ারত দিয়ে কর্মসূচি শুরু জাতীয় ঐক্যফ্রন্টের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ অক্টোবর ২০১৮, ১৬:২৯আপডেট : ১৬ অক্টোবর ২০১৮, ১৮:০৯

উত্তরায় নিজ বাসায় বৈঠক শেষে জাতীয় ঐক্য প্রক্রিয়ার কর্মসূচি ঘোষণা করছেন আ স ম আবদুর রব আগামী ২৩ অক্টোবর সিলেটে মাজার জিয়ারতের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে কর্মসূচি শুরু করবে নবগঠিত জাতীয় ঐক্যফ্রন্ট। মঙ্গলবার (১৬ অক্টোবর) বেলা ৩টায় উত্তরায় জেএসডি সভাপতি আসম আবদুর রব নিজ বাড়িতে ঐক্যফ্রন্টের বৈঠক শেষে সাংবাদিকদের এই তথ্য জানান।

বিএনপি, জাতীয় ঐক্যপ্রক্রিয়া, জেএসডি ও নাগরিক ঐক্যের সমন্বয়ে গড়া এই জোটের নেতারা বেলা সাড়ে ১২টায় উত্তরায় আ. স. ম. আবদুর রবের বাসায় বৈঠকে বসেন।

বৈঠক শেষে রব সাংবাদিকদের বলেন, জাতীয় ঐক্যফ্রন্টের প্রথম কর্মসূচি হচ্ছে আগামী ২৩ অক্টোবর সিলেটে সফর। এই সফরে মাজার জিয়ারতসহ জনসভা বা সমাবেশ হতে পারে। মাজার জিয়ারতের পাশাপাশি জনগণের উদ্দেশে কিছু বলার জন্য আমাদের কর্মসূচি থাকবে। এরপরে চট্টগ্রাম, রাজশাহী, খুলনাসহ সব বিভাগীয় শহরে কর্মসূচি দেওয়া হবে। আমরা আশা করবো আমাদের কর্মসূচি যাতে সফল করতে পারি সে জন্য জনগণ সহযোগিতা করবেন।

তিনি সরকারের উদ্দেশে বলেন, আগামী নির্বাচনকে সামনে রেখে আমরা শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করতে চাই। এজন্য সরকার বা প্রশাসনের পক্ষ থেকে কোনও ধরনের অসহযোগিতা হবে বলে আশা করি না।

তিনি আরও বলেন, আগামীকাল আবারও জাতীয় ঐক্যফ্রন্টের বৈঠক আছে। আজকের বৈঠকে দুটি বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। তা হলো জাতীয় ঐক্যফ্রন্টের শরিক সব দল থেকে লোক নিয়ে একটি লিয়াজোঁ কমিটি গঠন, যারা আগামী দিনে আমাদের কর্মসূচি সম্পর্কে সিদ্ধান্ত নেবে। তবে কারা এই কমিটিতে থাকবে এ বিষয়ে পরে জানানো হবে।

আ.স.ম. আবদুর রব বলেন, জনগণ এখন তাদের আকাঙ্ক্ষা পূরণের জন্য জাতীয় ঐক্যফ্রন্টের দিকে তাকিয়ে আছে।

এদিকে, বৈঠকের একটি সূত্রে জানা গেছে, আগামীকাল বুধবার জাতীয় ঐক্যফ্রন্টের বৈঠক গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে অনুষ্ঠিত হবে।

বৈঠকে উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জেএসডি সভাপতি আ. স. ম. আবদুর রব, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, গণফোরামের নির্বাহী সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী। এছাড়াও বৈঠকে ছিলেন তানিয়া রব, আবদুল মালেক রতন, এস এম আকরাম, শহীদুল্লাহ কায়সার, ডা. জাহেদ উর রহমান, সুলতান মোহাম্মদ মনসুর।

/এএইচআর/টিএন/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ম্যানচেস্টার ইউনাইটেডে সকার স্কুলের বাছাইয়ে ৩ বাংলাদেশি কিশোর
ম্যানচেস্টার ইউনাইটেডে সকার স্কুলের বাছাইয়ে ৩ বাংলাদেশি কিশোর
দীর্ঘ অপেক্ষার পর ঢাকায় স্বস্তির বৃষ্টি, কমলো তাপমাত্রা
দীর্ঘ অপেক্ষার পর ঢাকায় স্বস্তির বৃষ্টি, কমলো তাপমাত্রা
রোমাঞ্চকর ম্যাচে ১ রানের নাটকীয় জয় হায়দরাবাদের 
রোমাঞ্চকর ম্যাচে ১ রানের নাটকীয় জয় হায়দরাবাদের 
মামুনুল হকের জন্য কাশিমপুর কারাগারের সামনে ভক্তদের ভিড়
মামুনুল হকের জন্য কাশিমপুর কারাগারের সামনে ভক্তদের ভিড়
সর্বাধিক পঠিত
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
আরও কমলো সোনার দাম
আরও কমলো সোনার দাম
অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা অবৈতনিক হচ্ছে
অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা অবৈতনিক হচ্ছে
লাউ খেলে মিলবে এই ৮ উপকারিতা
লাউ খেলে মিলবে এই ৮ উপকারিতা