X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

সোহরাওয়ার্দীতে জনসভা মঞ্চ প্রস্তুত, আসছেন নেতাকর্মীরা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ নভেম্বর ২০১৮, ১৩:১৭আপডেট : ০৬ নভেম্বর ২০১৮, ১৩:৫৮

ঐক্যফ্রন্টের সমাবেশ মঞ্চে গান পরিবেশন করছেন জাসাস সদস্যরা

সংসদ নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক দলগুলোর ঐক্য প্রক্রিয়ায় গড়ে ওঠা জাতীয় ঐক্যফ্রন্টের সোহরাওয়ার্দী উদ্যানের জনসভা শুরু হবে মঙ্গলবার (৬ নভেম্বর) বিকালে। ইতোমধ্যে জনসভার মঞ্চ প্রস্তুত করা হয়েছে। রাজধানী ও আশপাশের জেলাগুলো থেকে বিএনপি ও ঐক্যফ্রন্টের নেতাকর্মীরা জনসভাস্থলে আসতেও শুরু করেছেন।

‌'সরকারের পদত্যাগ, নিরপেক্ষ সরকারের অধীনে অবাধ, সুষ্ঠু নির্বাচন এবং বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ সকল রাজবন্দির নিঃশর্ত মুক্তি ও ৭ দফা দাবি আদায়' করতে এ জনসভার আয়োজন করেছে জাতীয় ঐক্যফ্রন্ট।

এদিকে ঐক্যফ্রন্টের জনসভাকে কেন্দ্র করে শাহবাগ মোড়, মৎস্য ভবন ও সোহরাওয়ার্দী উদ্যানের সামনে কঠোর নিরাপত্তা বলয় গড়ে তুলেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। জনসভা ও এর আশপাশের এলাকায় পুলিশের পাশাপাশি সাদা পোশাকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের ব্যাপক উপস্থিতি লক্ষ করা গেছে।

জনসভাস্থলে আসতে শুরু করেছেন নেতাকর্মীরা জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ঐক্যফ্রন্টের অন্যতম নেতা ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন, প্রধান বক্তা জেএসডি সভাপতি আ.স.ম. আবদুর রব। আর সভায় সভাপতিত্ব করবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

জনসভায় রাজধানী ঢাকাসহ বিভিন্ন জেলা থেকে আগত নেতাকর্মীদের উজ্জীবিত করতে বেলা পৌনে ১২টা থেকে জাসাসের সদস্যরা গান পরিবেশন শুরু করেন। জনসভা শুরুর আগ পর্যন্ত এই গান পরিবেশন চলবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তিসহ ৭ দফা দাবিতে আজকের জনসভার আয়োজন করা হয়েছে। জাতীয় নেতৃবৃন্দ জনসভায় বক্তব্য রাখবেন।

ঐক্যফ্রন্টের সমাবেশ মঞ্চে গান পরিবেশন করছেন জাসাস সদস্যরা মঞ্চে বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, সহ-সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মুনির খান ও সহ-দফতর সম্পাদক তাইফুল ইসলাম টিপু প্রমুখ উপস্থিত আছেন।
এর আগে একই দাবিতে সিলেট ও চট্টগ্রামে সমাবেশ করে ঐক্যফ্রন্ট। সেসব সমাবেশের পর গত ১ নভেম্বর ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সঙ্গে ঐক্যফ্রন্টের সংলাপ অনুষ্ঠিত হয়। এতেও তারা নিজেদের দাবি-দাওয়া তুলে ধরে। তবে আওয়ামী লীগের পক্ষ থেকে সংবিধানসম্মত সব ধরনের সুযোগ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনের আশ্বাস দেওয়া হয়। 

/এএইচঅার/টিটি/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
উন্নয়নের নামে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ৪০০ গাছ কাটার পরিকল্পনা 
উন্নয়নের নামে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ৪০০ গাছ কাটার পরিকল্পনা 
নারায়ণগঞ্জের আলোচিত ৭ খুন: বিচারের অপেক্ষায় এক দশক পার
নারায়ণগঞ্জের আলোচিত ৭ খুন: বিচারের অপেক্ষায় এক দশক পার
জাতীয় পার্টির (কাদের) বর্ধিত সভা শুরু
জাতীয় পার্টির (কাদের) বর্ধিত সভা শুরু
লোহিত সাগরে আরেক তেলবাহী জাহাজে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা
লোহিত সাগরে আরেক তেলবাহী জাহাজে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!