X
রবিবার, ০৫ মে ২০২৪
২২ বৈশাখ ১৪৩১

শনিবার বিএনপির দিনব্যাপী বৈঠক, সন্ধ্যায় ২০ দলীয় জোটের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ নভেম্বর ২০১৮, ২১:৪৭আপডেট : ০৯ নভেম্বর ২০১৮, ২৩:৫৫

শনিবার বিএনপির দিনব্যাপী বৈঠক, সন্ধ্যায় ২০ দলীয় জোটের শনিবার (১০ নভেম্বর) দিনব্যাপী বৈঠক করবে বিএনপির স্থায়ী কমিটি কয়েকজন সদস্য। বৈঠকে আগামী নির্বাচনি পরিকল্পনা তৈরি করবেন দলটির নেতারা।
এরপর নির্বাচনের বিষয়ে চূড়ান্ত মতামত নিতে সন্ধ্যা ৬টায় ২০ দলীয় জোটের বৈঠক ডাকা হয়েছে। নির্বাচন, মনোনয়ন ও আগামী দিনের কর্মসূচি নিয়ে আলোচনা হবে বৈঠকে।
জোটের বৈঠকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ শীর্ষস্থানীয় নেতারা উপস্থিত থাকবেন বলে জানা গেছে। শনিবার গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এসব বৈঠক অনুষ্ঠিত হবে।
বিএনপির চেয়ারপারসনের মিড়িয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান বাংলা ট্রিবিউনকে জানান, শনিবার সন্ধ্যা ৬ টায় ২০ দলীয় জোটের বৈঠক ডাকা হয়েছে। ২০ দলীয় জোট সূত্রে জানা গেছে, শনিবারের বৈঠকে আগামী নির্বাচনে ২০ দলীয় জোট অংশ নেবে কিনা সেই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হতে পারে। পাশাপাশি জোটের নেতারা কে, কোথায় নির্বাচন করবেন সেই বিষয়েও আলোচনা হবে। এছাড়া আগামীতে কি ধরনের কর্মসূচি দেওয়া হবে তা নিয়েও আলোচনা হবে।
নাম প্রকাশে অনিচ্ছুক জোটের একটি দলের চেয়ারম্যান জানান, নির্বাচন, মনোনয়ন ও আগামী দিনের কর্মসূচি নিয়ে আলোচনা করতে বৈঠক ডাকা হয়েছে। বৈঠকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ জোটের শীর্ষস্থানীয় নেতারা উপস্থিত থাকবেন।
তিনি আরও বলেন, আগামী নির্বাচনে বিএনপি অংশ নেবে কিনা, নির্বাচনে অংশ নিলে জোটের নেতারা কে-কোথায় নির্বাচন করবেন তা চূড়ান্ত করার বিষয়ে দীর্ঘদিন ধরে জোটের শরিক দলগুলো বিএনপির কাছে দাবি জানিয়ে আসছে। কালকের বৈঠকে হয়তো এসব বিষয়ে বিএনপি তাদের অবস্থান পরিষ্কার করবে।
এলডিপির সভাপতি কর্নেল (অব) অলি আহমেদ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘৮ নভেম্বর বৈঠকের ফলোআপ হিসেবে আগামীকালের (শনিবার) বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে সমসাময়িক রাজনীতি নিয়ে আলোচনা হবে।’ প্রসঙ্গত, এর আগে গত ৮ নভেম্বর ২০ দলীয় জোটের বৈঠক অনুষ্ঠিত হয়।

/এএইচআর/ওআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রী-এমপির স্বজনদের বিরত রাখা নীতিগত সিদ্ধান্ত, আইনি নয়: কাদের
মন্ত্রী-এমপির স্বজনদের বিরত রাখা নীতিগত সিদ্ধান্ত, আইনি নয়: কাদের
আইপিএলের সময়ে হবে পিএসএল!
আইপিএলের সময়ে হবে পিএসএল!
বাড়ি ফেরার পথে বজ্রাঘাতে বাবুর্চির মৃত্যু, সারা রাত রাস্তায় পড়ে ছিল লাশ
বাড়ি ফেরার পথে বজ্রাঘাতে বাবুর্চির মৃত্যু, সারা রাত রাস্তায় পড়ে ছিল লাশ
বাড়িতে বিস্ফোরণে আহত স্কুলছাত্রী মারা গেছে
বাড়িতে বিস্ফোরণে আহত স্কুলছাত্রী মারা গেছে
সর্বাধিক পঠিত
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি