X
মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪
১৭ বৈশাখ ১৪৩১

‘ভয়মুক্ত দেশ গড়ার প্রত্যয়’ নিয়ে জোনায়েদ সাকির প্রচারণা শুরু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ ডিসেম্বর ২০১৮, ১৯:৫৫আপডেট : ১১ ডিসেম্বর ২০১৮, ১৯:৫৬

নির্বাচনি প্রচারণায় েজোনায়েদ সাকি ‘ভয়মুক্ত দেশ গড়ার প্রত্যয়’ নিয়ে নির্বাচনি প্রচারণা শুরু করেছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি। মঙ্গলবার সকালে জাতীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করার মধ্য দিয়ে ঢাকা-১২ আসনে কোদাল মার্কা নিয়ে তিনি নির্বাচনি প্রচারাভিযান শুরু করেন। গণতান্ত্রিক বামজোটের কেন্দ্রীয় নেতারা এ সময় উপস্থিত ছিলেন।

এ সময় তার পাশে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের সাবেক অধ্যাপক ড. আহমেদ কামাল, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, ইউনাইটেড কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন নান্নু, শিল্পী অরূপ রাহী, শিল্পী অমল আকাশ, গণসংহতি আন্দোলনের রাজনৈতিক পরিষদের সদস্য ফিরোজ আহমেদ, তাসলিমা আখতার, বাচ্চু ভূঁইয়া, মনির উদ্দীন পাপ্পুসহ কেন্দ্রীয় নেতারা।

গণসংহতি আন্দোলনের তিনজন প্রার্থী জোনায়েদ সাকি (ঢাকা-১২), হাসান মারুফ রুমী (চট্টগ্রাম-১০) ও জুলহাস নাইন বাবু (পাবনা-১) আসনে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে কোদাল প্রতীকে নির্বাচন করছেন।  

সকালে ইস্কাটন ও বিকাল তিনটায় কাওরান বাজারে গণসংহতি আন্দোলনের গণসংযোগ কর্মসূচি পালিত হয়। জোনায়েদ সাকির নেতৃত্বে নেতাকর্মীরা এলাকার বিভিন্ন বাড়ি, দোকান পাট ও ব্যবসা প্রতিষ্ঠানে গিয়ে নাগরিকদের কাছে ভোট প্রার্থনা করেন।

নির্বাচনি প্রচারণার সময় জোনায়েদ সাকি বলেন, ‘বাংলাদেশ আজ আতঙ্কের রাষ্ট্রে পরিণত হয়েছে। মানুষ আজ কথা বলতে ভয় পায়। ভয়মুক্ত একটা দেশ গড়ে তোলার মাধ্যমে সবাইকে নিয়ে উন্নয়ন ও গণতন্ত্রকে স্থায়ী রূপ দিতে গণসংহতি আন্দোলন নির্বাচনে অংশগ্রহণ করছে।’

জোনায়েদ সাকি অভিযোগ করেন, ‘গতকাল  সোমবার রাতে আমার নির্বাচনি পোস্টার লাগানোর সময়ে কর্মীদের ওপর রাজধানীর কাওরান বাজার এলাকায় রাতের বেলা সরকারি দল পরিচয়ে সংঘবদ্ধ কিছু যুবক হামলা করে। তাদের হামলায় প্রচারকর্মীরা আহত হন, মই ও পোস্টার কেড়ে নেয় হামলাকারীরা। এই সময় হামলাকারীরা স্বরাষ্ট্রমন্ত্রী ছাড়া আর কাউকে এই অঞ্চলে প্রচার কাজ করতে দেবে না বলে হুমকি দেয়।’

সব ভয়-ভীতি উপেক্ষা করে নেতা-কর্মীদের নির্বাচনি প্রচার চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়ে সাকি বলেন, ‘নির্বাচন কমিশন ও সরকার একতরফা ভাবে মাঠ দখল করে জনরায়কে বৃদ্ধাঙ্গুলি দেখাতে চাইছে। কিন্তু ৩০ ডিসেম্বর জনগণ তাদের রায় জানিয়ে দেবে।’ তিনি হামলাকারীদের বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

 

/এসটিএস/এমএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিস্তৃত অংশীদারিত্বের লক্ষ্যে কাজ করছে বাংলাদেশ ও ইইউ
বিস্তৃত অংশীদারিত্বের লক্ষ্যে কাজ করছে বাংলাদেশ ও ইইউ
রাশিয়ার বিরুদ্ধে আন্তর্জাতিক আকাশসীমার নিয়ম লঙ্ঘনের অভিযোগ এস্তোনিয়ার
রাশিয়ার বিরুদ্ধে আন্তর্জাতিক আকাশসীমার নিয়ম লঙ্ঘনের অভিযোগ এস্তোনিয়ার
কেএনএফ দমন অভিযান: স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি দেবে পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন কমিটি
কেএনএফ দমন অভিযান: স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি দেবে পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন কমিটি
জিএসটির ‘এ’ ইউনিটের ফল প্রকাশ, পাসের হার ৩৩.৯৮ শতাংশ
জিএসটির ‘এ’ ইউনিটের ফল প্রকাশ, পাসের হার ৩৩.৯৮ শতাংশ
সর্বাধিক পঠিত
এসি কেনার আগে মনে রাখতে হবে এই ৭ বিষয়
এসি কেনার আগে মনে রাখতে হবে এই ৭ বিষয়
ফালুর বিরুদ্ধে দুদকের চার্জশিট অনুমোদন
ফালুর বিরুদ্ধে দুদকের চার্জশিট অনুমোদন
আওয়ামী লীগ নেতাকে হারিয়ে বিএনপির বহিষ্কৃত নেতা রউফ জয়ী
আওয়ামী লীগ নেতাকে হারিয়ে বিএনপির বহিষ্কৃত নেতা রউফ জয়ী
বেতন বৈষম্যে উচ্চশিক্ষার মান হারাচ্ছে বেসরকারি কলেজগুলো
বেতন বৈষম্যে উচ্চশিক্ষার মান হারাচ্ছে বেসরকারি কলেজগুলো
ট্রাকের চাকায় পিষে দেওয়া হলো ৬ হাজার কেজি আম
ট্রাকের চাকায় পিষে দেওয়া হলো ৬ হাজার কেজি আম