X
রবিবার, ০৫ মে ২০২৪
২২ বৈশাখ ১৪৩১

নির্বাচনে যেকোনও চ্যালেঞ্জ মোকাবিলায় আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ ডিসেম্বর ২০১৮, ১৪:১৯আপডেট : ১২ ডিসেম্বর ২০১৮, ১৫:১২

বক্তব্য রাখছেন আওয়ামী লীগ প্রার্থী স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল

 

নির্বাচন কেন্দ্রে যেকোনও ধরনের হামলা ও বিশৃঙ্খল পরিস্থিতি মোকাবিলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নির্বাচন কমিশনের নির্দেশ মোতাবেক প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। তিনি বলেন, নির্বাচন কেন্দ্রে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যেকোনও চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত।’

বুধবার (১২ ডিসেম্বর) দুপুরে রাজধানীর কাওরানবাজারে ব্যবসায়ী পেশাজীবীদের সমাবেশে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন৷

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১২ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আসাদুজ্জামান খাঁন কামালের সমর্থনে ‘কাওরানবাজার ব্যবসায়ী-পেশাজীবী-জনতা’ এই সমাবেশের আয়োজন করে।

নির্বাচন কেন্দ্রে বড় ধরনের কোনও নাশতকা বা হামলার আশঙ্কা আছে কিনা জানতে চাইলে স্বরাষ্টমন্ত্রী বলেন, ‘আমাদের গোয়েন্দা ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তৎপর রয়েছেন। তাদের কাছে কোনও চ্যালেঞ্জই চ্যালেঞ্জ নয়। অতীতেও তারা জঙ্গি-সন্ত্রাস খুব দক্ষতার সঙ্গে নির্মূল করেছেন। তারা যেকোনও চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত।’

নির্বাচনি প্রচার-প্রচারণায় দেশব্যাপী হামলা হচ্ছে, এতে দুজনের মৃত্যু হয়েছে। এ বিষয়ে আপনার পদক্ষেপ কী, সাংবাদিকদের এ প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘হত্যার রাজনীতি আওয়ামী লীগ করে না। যারা হত্যার রাজনীতি করে তারা অতীতেও (২০১৪ সালে) জ্বালাও-পোড়াও করে নিরীহ মানুষকে হত্যা করেছে। তারাই আজ এসব হামলা চালাচ্ছে।’

তিনি বলেন, ‘জনগণ আমাদের সঙ্গে রয়েছে, আওয়ামী লীগের সঙ্গে রয়েছে। আমাদের নিরাপত্তা বাহিনী অত্যন্ত দক্ষ। তারা যেকোনও হামলা ও বিশৃঙ্খল পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত রয়েছে। এসব হামলার ঘটনায় যারাই দায়ী, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনবেন।’

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘দেশের সবচেয়ে বড় শক্তি জনগণ। আর জনগণই সন্ত্রাসীদের রুখে দেবে। ক্ষমতা বদল হয় জনগণের ম্যান্ডেটের মাধ্যমে। আমরা ভোটযুদ্ধে অবতীর্ণ হয়েছি। আগে দেশে কী ছিল, আর এখন কী আছে— সেটি আপনারাই ভালো জানেন, ভালো বলতে পারবেন।’

কাওরানবাজার একসময় ছিল সন্ত্রাসের দখলে, হত্যা ও চাঁদাবাজিও ছিল। গত ১০ বছরে আমরা এটি নির্মূল করেছি। অনেক সন্ত্রাসীকে আমরা আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করেছি। আর কিছু কিছু সন্ত্রাসী ভয়ে দেশ ছেড়ে বিদেশে পালিয়ে গেছে। এখন কাওরানবাজারে কোনও সন্ত্রাস ও চাঁদাবাজি নেই।’

তিনি বলেন, ‘এখানে ব্যবসায়ীরা যারা আছেন, তাদের উপযুক্ত জায়গায় স্থানান্তর করা হবে। এর আগে কেউ এখান থেকে যাবেন না। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আবারও যদি জনগণের ম্যান্ডেট নিয়ে নির্বাচিত হতে পারি, তবে যথাযোগ্যভাবে কাওরানবাজারের ব্যবসায়ীদের স্থানান্তর করা হবে।’

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘আমরা একটা আলোকিত দেশ গড়ার প্রত্যয় নিয়েছি, এর ধারাবাহিকতা ধরে রাখতে চাই। এর জন্য দেশের জনগণের ম্যান্ডেট প্রয়োজন।’

তিনি বলেন, ‘আগামী ৩০ ডিসেম্বর জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে ভোট দিয়ে শেখ হাসিনাকে জয়যুক্ত করার আহ্বান জানাই।’

/এসজেএ/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দুবাইতে বিশ্বের ২৩ নম্বর চীনের সুপার গ্র্যান্ডমাস্টারের সঙ্গে ড্র করে ফাহাদের চমক
দুবাইতে বিশ্বের ২৩ নম্বর চীনের সুপার গ্র্যান্ডমাস্টারের সঙ্গে ড্র করে ফাহাদের চমক
বরিশালে পরিবহন শ্রমিকদের সংঘর্ষ, অর্ধশতাধিক থ্রি-হুইলার ভাংচুর
বরিশালে পরিবহন শ্রমিকদের সংঘর্ষ, অর্ধশতাধিক থ্রি-হুইলার ভাংচুর
জিরোনার মাঠে বার্সেলোনার নাটকীয় হারে চ্যাম্পিয়ন রিয়াল
জিরোনার মাঠে বার্সেলোনার নাটকীয় হারে চ্যাম্পিয়ন রিয়াল
‘ফাইভ স্টার’ ম্যানসিটি, চার গোল হাল্যান্ডের
‘ফাইভ স্টার’ ম্যানসিটি, চার গোল হাল্যান্ডের
সর্বাধিক পঠিত
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
লিথুয়ানিয়ার ড্রোন হামলা ব্যর্থ হয়েছে: বেলারুশ
লিথুয়ানিয়ার ড্রোন হামলা ব্যর্থ হয়েছে: বেলারুশ
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ