X
সোমবার, ০৬ মে ২০২৪
২৩ বৈশাখ ১৪৩১

পুলিশ প্রশাসন কমিশনের কথা শুনছে না: বিএনপি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ ডিসেম্বর ২০১৮, ১৬:৩৭আপডেট : ১৬ ডিসেম্বর ২০১৮, ১৬:৪০

সেলিমা রহমান নির্বাচন কমিশনকে ‘পাপেট’ আখ্যায়িত করে বিএনপির ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান বলেছেন, পুলিশ আমাদের মাঠে থাকতে দিচ্ছে না।  পুলিশ প্রশাসন কমিশনের কথা  শুনছে না।

রবিবার (১৬ ডিসেম্বর) নির্বাচন ভবনে নির্বাচন কমিশনের সচিব হেলালুদ্দীন আহমদের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের কাছে প্রতিক্রিয়া জানাতে গিয়ে তিনি এ অভিযোগ তোলেন।

সেলিমা রহমান বলেন, ‘বিএনপির কোনও প্রার্থী ঢাকায় এখনও প্রচারণায় নামনে পারেননি। পুলিশ যেন আমাদের প্রতিপক্ষ। তারা আমাদের মাঠে থাকতে দিচ্ছে না। ২০১৪ সালের মতো আবারও একতরফা নির্বাচন করতে চাচ্ছে সরকার।’

তিনি বলেন, ‘‘নির্বাচন কমিশনের সঙ্গেই আমরা দেখা করতে এসেছিলাম। কিন্তু তারা না থাকায় ইসি সচিবের সঙ্গে দেখা করে লিখিত অভিযোগ দিয়েছি। সচিব জানিয়েছেন— ‘আমাদের অভিযোগগুলো কমিশনের কাছে তোলা হয়,  কমিশনে আলোচনা করে ব্যবস্থা নেওয়া হয়।’ আমরা বলেছি— পুলিশ তো কমিশনের কথা শুনছে না। নির্বাচন কমিশন সম্পূর্ণ একটা পাপেট। তাই আমাদের কথা হলো—  এই মুহূর্তে সেনাবাহিনীকে মাঠে নামাতে হবে।’’

অন্য এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এই নির্বাচনটা আমাদের কাছে একটা চ্যালেঞ্জ। আমরা নির্বাচনের মাঠে থাকতে চাই। আমরা চাই না কোনও ধরনের সহিংসতা হোক। আমরা এখনও সহিংসতায় যাইনি। এরপর তো আর কিছু বলার নেই।’

লিখিত অভিযোগপত্রে বিএনপি প্রার্থী মির্জা আব্বাস, মাহবুব উদ্দিন খোকন, গোলাম মওলা রনির স্ত্রীর ওপর হামলাসহ বিভিন্ন নির্বাচনি এলাকায় দলের নেতাকর্মীদের নামে মামলা, গ্রেফতার ও হয়রানির বিষয় তুলে ধরা হয়। একই সঙ্গে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ‘অপতৎপরতা’ এবং আওয়ামী সন্ত্রাসীদের আক্রমণ অবিলম্বে বন্ধের নির্দেশ দেওয়ার দাবি করা হয়।

এসময় সেলিমা রহমানের সঙ্গে ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা বিজন কান্তি সরকার ও আতাউর রহমান ঢালী। 

/ইএইচএস/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
চালুনি ও সুচ, চোরের মায়ের বড় গলা ও যুক্তরাষ্ট্রের মানবাধিকার প্রতিবেদন
চালুনি ও সুচ, চোরের মায়ের বড় গলা ও যুক্তরাষ্ট্রের মানবাধিকার প্রতিবেদন
প্রত্নসম্পদ আইন অনুমোদন দেয়নি মন্ত্রিসভা
প্রত্নসম্পদ আইন অনুমোদন দেয়নি মন্ত্রিসভা
আমার যুদ্ধ ইয়াবা কারবারিদের বিরুদ্ধে: বদি
আমার যুদ্ধ ইয়াবা কারবারিদের বিরুদ্ধে: বদি
সব নারী সাধু না: রিচা
সব নারী সাধু না: রিচা
সর্বাধিক পঠিত
অভিযোগের শেষ নেই মাদ্রাসায়, চলছে শুদ্ধি অভিযান
অভিযোগের শেষ নেই মাদ্রাসায়, চলছে শুদ্ধি অভিযান
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
কোন পথে এগোচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ?
কোন পথে এগোচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ?
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন