X
মঙ্গলবার, ০৭ মে ২০২৪
২৪ বৈশাখ ১৪৩১

ঐক্যফ্রন্ট অন্ধকার পথে ক্ষমতায় আসতে চায়: বাবলা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ ডিসেম্বর ২০১৮, ১৭:৩০আপডেট : ১৬ ডিসেম্বর ২০১৮, ১৮:২৬

আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট মনোনীত প্রার্থী জাতীয় পার্টির নেতা সৈয়দ আবু হোসেন বাবলার নির্বাচনি প্রচারণা জাতীয় ঐক্যফ্রন্ট ক্ষমতায় আসার জন্য মরিয়া বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট মনোনীত প্রার্থী জাতীয় পার্টির নেতা সৈয়দ আবু হোসেন বাবলা। তিনি বলেন, ‘ঐক্যফ্রন্টের নেতারা জনগণের ভোটে নির্বাচিত হতে পারবেন না জেনে অন্ধকার পথে ক্ষমতায় আসতে চান।’ রবিবার (১৬ ডিসেম্বর) ঢাকা-৪ আসনের ধোলাইপাড়, জুরাইন, মীরহাজীরবাগ ও জুরাইন রেলস্টেশন এলাকায় নির্বাচনি প্রচারণাকালে তিনি এসব কথা বলেন।

বাবলা বলেন, ‘আমার নির্বাচনি এলাকায় সন্ত্রাসের কোনও স্থান নেই। মাদকের স্থান নেই। এধারাকে অব্যাহত রাখতে হলে অপশক্তিকে রোধ করতে হবে।’

এসময় মহাজোটের প্রার্থী সৈয়দ আবু হোসেন বাবলার পক্ষে নির্বাচনি প্রচারণা চালান স্থানীয় আওয়ামী লীগ, ছাত্রলীগসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। রবিবার দুপুরে ছাত্রলীগ বিপুলসংখ্যক মোটরসাইকেল নিয়ে বাবলার পক্ষে প্রচার মিছিল করেন। মিছিলটি ধোলাইপাড় থেকে শুরু হয়ে জুরাইন, মীরহাজীরবাগ হয়ে জুরাইন রেলস্টেশন গিয়ে শেষ হয়। একই সময়ে ৫৭ এবং ৫৮ নং ওয়ার্ডে প্রচার মিছিল করেন স্থানীয় আওয়ামী লীগ ও জাতীয় পার্টির নেতাকর্মীরা। 

নির্বাচনি প্রচারণার ৬ষ্ঠ দিনে রবিবার সকাল সাড়ে ১০টায় শ্যামপুর বালুর মাঠ থেকে প্রচারণা শুরু করেন  সৈয়দ আবু হোসেন বাবলা। সেখানে তিনি স্থানীয় আওয়ামী লীগ ও জাপা নেতাদের নিয়ে লাঙ্গলের পক্ষে ভোট চেয়ে প্রচার মিছিল করেন। এরপর  দুপুরে ধোলাইপাড় উচ্চ বিদ্যালয়ে বিজয় দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন।

এসময় আরও বক্তব্য রাখেন বর্তমান সংসদ সদস্য সানজিদা খানম ও স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর কাজী হাবিবুর রহমান। এরপর তারা ৫৮ ও ৫৯ ওয়ার্ডে গণসংযোগ করেন। বিকাল ৩টার সময় আলমবাগে এক পথসভায় বক্তব্য রাখেন বাবলার স্ত্রী সালমা হোসেন।

বিকালে কদমতলী এলাকায় স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগ, শ্রমিকলীগ, মহিলালীগ ও জাপা নেতাদের নিয়ে নির্বাচনি মিছিল করেন।

 

/এসটিএস/এমএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অসময়ে দৌলতদিয়া ফেরিঘাটে ভাঙন, আতঙ্কে এলাকাবাসী
অসময়ে দৌলতদিয়া ফেরিঘাটে ভাঙন, আতঙ্কে এলাকাবাসী
গাজা ইস্যুতে আবারও কায়রোতে ইসরায়েলি প্রতিনিধিরা, এবার চুক্তি হবে?
গাজা ইস্যুতে আবারও কায়রোতে ইসরায়েলি প্রতিনিধিরা, এবার চুক্তি হবে?
এই বর্ষায় নির্ধারিত হবে মিয়ানমার জান্তা ও বিদ্রোহীদের পরিণতি?
এই বর্ষায় নির্ধারিত হবে মিয়ানমার জান্তা ও বিদ্রোহীদের পরিণতি?
শেখ হাসিনাই হচ্ছেন ভারতে নতুন সরকারের প্রথম বিদেশি অতিথি
শেখ হাসিনাই হচ্ছেন ভারতে নতুন সরকারের প্রথম বিদেশি অতিথি
সর্বাধিক পঠিত
ভিটামিন ডি কমে গেলে কীভাবে বুঝবেন?
ভিটামিন ডি কমে গেলে কীভাবে বুঝবেন?
ছুড়ে দেওয়া সব তীর সাদরে গ্রহণ করলাম: ভাবনা
ছুড়ে দেওয়া সব তীর সাদরে গ্রহণ করলাম: ভাবনা
যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হামাস, অগ্রহণযোগ্য বলছে ইসরায়েল
যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হামাস, অগ্রহণযোগ্য বলছে ইসরায়েল
শনিবার স্কুল খোলা রাখার প্রতিবাদে শিক্ষকদের কর্মবিরতি ঘোষণা
শনিবার স্কুল খোলা রাখার প্রতিবাদে শিক্ষকদের কর্মবিরতি ঘোষণা
আসছে ব্যয় কমানোর বাজেট
আসছে ব্যয় কমানোর বাজেট