X
রবিবার, ২৮ এপ্রিল ২০২৪
১৫ বৈশাখ ১৪৩১

ওয়েবসাইট ব্লক থাকায় ইশতেহার আপ করতে পারেনি বিএনপি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ ডিসেম্বর ২০১৮, ১৯:৪৬আপডেট : ১৯ ডিসেম্বর ২০১৮, ১২:২৭

বিএনপির ওয়েবসাইট ব্লক করার পর সাইটটি এখন যেমন দেখাচ্ছে

টানা আট দিন ধরে বন্ধ রয়েছে বিএনপির অফিসিয়াল ওয়েবসাইট বিএনপিবাংলাদেশ ডট কম। গুজব ছড়ানোর অভিযোগে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) গত ৯ ডিসেম্বর যে ৫৮টি ওয়েবসাইট ও লিংক বন্ধ করার নির্দেশ দেয় সে তালিকাতেই বিএনপির এই অফিসিয়াল ওয়েবসাইটটির নাম রয়েছে। এ তালিকা থেকে পরবর্তীতে পাঁচটি নিউজসাইট অবমুক্ত হলেও এখনও বন্ধ রয়েছে বিএনপির অফিসিয়াল ওয়েবসাইটটি। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ দাবি করেছেন, সরকার ইচ্ছাকৃতভাবেই এই ওয়েবসাইটটি বন্ধ করে রেখেছে। বিএনপি নেতাদের অভিযোগ, এ কারণে নিজেদের ওয়েবসাইটে নির্বাচনি ইশতেহারও আপলোড করতে পারেননি তারা। তবে বিটিআরসি’র পক্ষ থেকে বলা হয়েছে, রাষ্ট্রীয় নিরাপত্তাজনিত কারণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুরোধক্রমে উল্লিখিত সাইটটি বন্ধের কারিগরি প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে।

গুজব ছড়ানোর অভিযোগে গত ৯ ডিসেম্বর সরকারি নির্দেশে ৫৮টি ওয়েবসাইট ও লিংক বন্ধ করে দেয় বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) । সংস্থাটি থেকে  আইআইজিগুলোকে (ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়ে)  এ বিষয়ে পাঠানো নির্দেশনা অনুযায়ী ওই রাত থেকেই সাইটগুলো বন্ধ করার প্রক্রিয়া শুরু হয়। ১০ ডিসেম্বর পুরো প্রক্রিয়া শেষ হলেও সরকারের বিভিন্ন মাধ্যমে সিদ্ধান্তটি পুনর্বিবেচনার অনুরোধ জানায় বেশ কিছু প্রতিষ্ঠিত নিউজ পোর্টাল। এরপর ১১ ডিসেম্বর সবগুলো সাইট প্রথমে খুলে দেওয়া হয়। এর কয়েকঘণ্টা পর ৪টি নিউজ পোর্টাল বাদ দিয়ে ৫৪টি ওয়েবসাইট ও লিংক আবারও বন্ধ করে দেওয়া হয়। আজ মঙ্গলবার (১৮ ডিসেম্বর) বিএনপির ইশতেহার খুঁজতে গিয়েও দলটির অফিসিয়াল ওয়েবসাইটটি বন্ধ পাওয়া গেছে।  

এদিকে, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ দাবি করেছেন, সরকার ইচ্ছাকৃতভাবেই এই ওয়েবসাইটটি বন্ধ করে রেখেছে। গত ১২ ডিসেম্বর বিকালে রাজধানীর নয়া পল্টনে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন তিনি।

রিজভী আহমেদ বলেন, ‘২০১৬ সালের ১লা সেপ্টেম্বর বিএনপি’র ৩৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে এই ওয়েবসাইটটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। হীন রাজনৈতিক উদ্দেশ্য নিয়েই বিএনপি’র নিজস্ব ওয়েবসাইটটি সরকার ব্লক করেছে। মানুষের গণতান্ত্রিক অধিকার হরণ করে সরকার এখন বিরোধীদলের প্রযুক্তি ব্যবহারের অধিকারকেও হরণ করছে। সরকারের আয়ত্তকরণের ধারায় প্রযুক্তিকেও নিজেদের আয়ত্তে রাখতে চাচ্ছে।’  এসময় তিনি বিএনপি’র নিজস্ব ওয়েবসাইট বন্ধের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং অবিলম্বে ওয়েবসাইটটি খুলে দেওয়ার জোর দাবি করছি।

এদিকে সরকারিভাবে ব্লক থাকায় বিএনপি তার নির্বাচনি ইশতেহার নিজেদের ওয়েবসাইটে প্রকাশ করতে পারেনি। এবিষয়ে ক্ষোভ প্রকাশ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘একটা পার্টির ওয়েবসাইট বন্ধ করে দেওয়া হয়েছে। আজ দলের ইশতেহার দেওয়ার পর হাজার হাজার মানুষ ফোন করছেন , তারা বিএনপির ওয়েবসাইট বন্ধ পাচ্ছেন। ইশতেহার পড়তে পারছেন না’। তিনি আরও বলেন, ‘নির্বাচন কমিশনকে চিঠি দিয়ে এই বিষয়টি জানিয়েছি। তারা যেন এ বিষয়ে ব্যবস্থা গ্রহণ করে।’

এ বিষয়ে যোগাযোগ করা হলে বিটিআরসি’র জ্যেষ্ঠ সহকারী পরিচালক (মিডিয়া) জাকির হোসেন খান বাংলা ট্রিবিউনকে বলেন, বিটিআরসি রাষ্ট্রীয় নিরাপত্তাজনিত কারণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুরোধক্রমে সাইটগুলো (বন্ধ হওয়া ৫৪ টি সাইট) বন্ধের কারিগরি প্রক্রিয়া সম্পন্ন করেছে। বিটিআরসি রাষ্ট্রের টেলিকম পলিসি তৈরি করে এবং সে অনুযায়ী কার্যক্রম পরিচালনা করে। তবে রাষ্ট্রের প্রয়োজনে এ কমিশন সংশ্লিষ্টদের অনুরোধে এ ধরনের সহযোগিতা দিয়ে থাকে।

আরও পড়ুন: যা আছে বিএনপির ইশতেহারে

/এসটিএস/এইচএএইচ/এএইচআর/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুড়িগ্রামে এক বছরে আইনি সহায়তা পেয়েছেন ২২০ জন, অধিকাংশই নারী
কুড়িগ্রামে এক বছরে আইনি সহায়তা পেয়েছেন ২২০ জন, অধিকাংশই নারী
আইপি টিভি চালু করতে চায় ডিএমপি!
আইপি টিভি চালু করতে চায় ডিএমপি!
কাটাখালী পৌরসভায় উপনির্বাচনে মেয়র হলেন মিতু
কাটাখালী পৌরসভায় উপনির্বাচনে মেয়র হলেন মিতু
ঢাকায় পা রেখে চট্টগ্রামে উড়াল দিলো জিম্বাবুয়ে
ঢাকায় পা রেখে চট্টগ্রামে উড়াল দিলো জিম্বাবুয়ে
সর্বাধিক পঠিত
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
ইমিগ্রেশনেই খারাপ অভিজ্ঞতা বিদেশি পর্যটকদের
ইমিগ্রেশনেই খারাপ অভিজ্ঞতা বিদেশি পর্যটকদের
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে