X
শুক্রবার, ০৩ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

শ্রমিকদের দাবি মেনে নিন: জমিয়ত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ জানুয়ারি ২০১৯, ২১:৩৯আপডেট : ০৯ জানুয়ারি ২০১৯, ২১:৪১

নূর হোসাইন (ফাইল ছবি) আন্দোলনরত গার্মেন্টস শ্রমিকদের সব দাবি অবিলম্বে মেনে নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন জমিয়তে উলামায়ে ইসলামের মহাসচিব নূর হোসাইন। বুধবার (৯ জানুয়ারি) এক  বিবৃতিতে  তিনি এ দাবি জানান।

জমিয়ত মহাসচিব বলেন, ‘গার্মেন্টস শ্রমিকদের বিক্ষোভে পুলিশের গুলিতে এক শ্রমিক নিহত এবং অনেক শ্রমিককে আহত করা হয়েছে। দেশের উন্নয়নে শ্রমিক, কৃষক ও অপরাপর মেহনতী মানুষ ঘাম ঝরানো নিরলস খাটুনি

খেটে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছেন। অথচ সরকারের গত দুই মেয়াদ থেকে আমরা দেখে আসছি— এদের উন্নয়ন ও প্রয়োজন নিবারণে কার্যকর কিছুই করা হচ্ছে না। শ্রমিক, মজদুর ও মেহনতী মানুষরাই সবচেয়ে বেশি অবহেলা ও কষ্টকর জীবনযাপন করছেন।’

নূর হোসাইন বলেন, ‘সরকার কথায় কথায় উন্নয়নের যে জয়গান করছে, তা করপোরেট বাণিজ্যের সুবিধার জন্য জনগণের ট্যাক্সের অর্থে রাস্তা-ঘাট, সেতু, ফ্লাইওভার, বিদ্যুত, বাণিজ্যের নতুন নতুন ক্ষেত্র তৈরি, ধনীদের উঁচু উঁচু ইমারত এবং সরকারি লোকজনের বিলাসবহুল অফিস ও গাড়ি-বাড়ির মধ্যেই অনেকটা সীমাবদ্ধ।’

তিনি বলেন, ‘বস্তুত, দেশের ৮০-৯০ ভাগ নাগরিক তথা কৃষক, শ্রমিক, ক্ষুদ্র ব্যবসায়ী, বেকার, গরিব ও গ্রাম-বাংলার মানুষের ভাগ্য উন্নয়নের প্রতি সরকারের আন্তরিক নজর দেখতে পাই না। এসব মানুষ পরিবার নিয়ে  স্বাভাবিক দিনগুজরান করতে হিমশিম খেয়ে যাচ্ছেন। সারাদেশে মাত্র কয়েক লাখ বয়স্ক ও দুস্থদেরকে সরকার নামমাত্র ভাতা দিয়ে কোটি কোটি নিম্ন বিত্তের নাগরিকের দায়-দায়িত্ব পাশ কাটানোর সুযোগ নেই। শ্রমিক ও গরিব মানুষকে ঠকিয়ে দেশের প্রকৃত উন্নয়ন হবে না। দেশের বর্তমান উন্নয়নের ধারাকে আমূল পাল্টিয়ে জনবান্ধব করতে হবে। কারণ, এই  ধারা মারাত্মক শ্রেণি বৈষম্য তৈরি করছে এবং মধ্য ও নিম্নবিত্ত মানুষকে নিঃস্ব করে মুষ্টিমেয় ধনী মানুষের পকেট ভারি করছে।’

নূর হোসাইন বলেন, ‘যে শ্রমিকরা দেশের অর্থনীতির চাকা সচল রাখতে দিন-রাত ঘাম ঝরাচ্ছেন, তাদের যৌক্তিক দাবি পূরণ না করে যে আচরণ করা হচ্ছে, তা নিষ্ঠুরতা ছাড়া কিছু নয়।’

 

/সিএ/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
তাইওয়ান প্রণালীতে আবারও চীনা সামরিক বিমান শনাক্ত
তাইওয়ান প্রণালীতে আবারও চীনা সামরিক বিমান শনাক্ত
দলবল নিয়ে উঠান বৈঠকে ফাঁকা গুলি ছোড়ার অভিযোগ বদির বিরুদ্ধে
দলবল নিয়ে উঠান বৈঠকে ফাঁকা গুলি ছোড়ার অভিযোগ বদির বিরুদ্ধে
লাইনে দাঁড়িয়ে ১০ টাকার টিকিট কেটে চোখ পরীক্ষা করালেন প্রধানমন্ত্রী
লাইনে দাঁড়িয়ে ১০ টাকার টিকিট কেটে চোখ পরীক্ষা করালেন প্রধানমন্ত্রী
স্বজনদের প্রার্থী হওয়ার বিষয়টি ব্যাখ্যা করলেন ওবায়দুল কাদের
স্বজনদের প্রার্থী হওয়ার বিষয়টি ব্যাখ্যা করলেন ওবায়দুল কাদের
সর্বাধিক পঠিত
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
কামরাঙ্গীরচরে নতুন ভবন নির্মাণের অনুমতি দিলো ডিএসসিসি
কামরাঙ্গীরচরে নতুন ভবন নির্মাণের অনুমতি দিলো ডিএসসিসি
আরও কমলো সোনার দাম
আরও কমলো সোনার দাম
মুক্তি পেলেন মামুনুল হক
মুক্তি পেলেন মামুনুল হক