X
সোমবার, ২৭ মে ২০২৪
১২ জ্যৈষ্ঠ ১৪৩১

এরশাদ হাঁটাহাঁটি করছেন: জিএম কাদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ জানুয়ারি ২০১৯, ১৬:০৮আপডেট : ২৩ জানুয়ারি ২০১৯, ১৬:১২

এইচ এম  এরশাদের সুস্থতা কামনায় দোয়া মাহফিল

সিঙ্গাপুরে চিকিৎসাধীন হুসেইন মুহম্মদ এরশাদের শারীরিক উন্নতি ঘটছে বলে জানিয়েছেন তার ছোট ভাই গোলাম মোহাম্মদ কাদের। জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জানান, তার ভাই বুধবার (২৩ জানুয়ারি) হাসপাতালে হাঁটাহাঁটি করেছেন। জিএম কাদের আশা প্রকাশ করেন, এরশাদ দ্রুত সুস্থ হয়ে দেশ ও জাতির কল্যাণে আবারও ভূমিকা রাখবেন। স্বাভাবিক জীবন-যাপন করতে পারবেন।

বুধবার দুপুরে জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানী আফিসে কেন্দ্রীয় যুগ্ম-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হাসিবুল ইসলাম জয়ের উদ্যোগে পল্লীবন্ধুর সুস্থতা কামনায় দোয়া মাহফিলে তিনি এ কথা বলেন।

জিএম কাদের বলেন, ‘কোটি কোটি মানুষের ভালোবাসায় সিক্ত হুসেইন মুহম্মদ এরশাদ তার কর্ম দিয়েই মানুষের হৃদয় জয় করেছেন। হুসেইন মুহম্মদ এরশাদের আকাশচুম্বী জনপ্রিয়তা ইতোমধ্যেই প্রমাণ হয়েছে। কোনও নেতার অসুস্থতায় কোটি মানুষের কান্নার রোল— এটা শুধু এরশাদের বেলায় প্রমাণিত।’

গোলাম মোহাম্মদ কাদের সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের সুস্থতায় দেশবাসীর দোয়া কামনা করেছেন।

এসময় জাতীয় পার্টির মহাসচিব মো. মসিউর রহমান রাঙ্গা বলেন, ‘শুধু দেশে নয়, সারা বিশ্বেই হুসেইন মুহম্মদ একজন জনপ্রিয় নেতা। তাই সৌদি আরবের বাদশা বারবার কাবা শরিফ এবং রাসুল (স.) এর রওজা মোবারকে ঢকুতে দিয়েছিলেন।’

এসময় উপস্থিত ছিলেন— জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য- অধ্যাপিকা মাসুদা এম রশীদ চৌধুরী, অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভূঁইয়া, ফখরুজ্জামান জাহাঙ্গীর, উপদেষ্টা নাজমা আখতার, ভাইস চেয়ারম্যান অধ্যাপক ইকবাল হোসেন রাজু, হেনা খান, যুগ্ম মহাসচিব মোস্তাকুর রহমান মোস্তাক, সাংগঠনিক সম্পাদক মো. শফিউল্লাহ শফি, ফখরুল আহসান শাহজাদা, মো. হেলাল উদ্দিন প্রমুখ।

সংরক্ষিত মহিলা আসনের সদস্য মনোনয়নে পার্লামেন্টারি বোর্ড গঠিত

জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনে প্রার্থী যাচাই-বাছাই করার জন্য ৮ সদস্যের পার্লামেন্টারি বোর্ড গঠন করা হয়েছে। জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ এই কমিটির অনুমোদন দিয়েছেন। জাতীয় পার্টির গঠনতন্ত্রের ২০/১/ক ধারা মোতাবেক এই কমিটিকে অনুমোদন দিয়েছেন পার্টি চেয়ারম্যান।

দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এমপি-কে বোর্ডের চেয়ারম্যান এবং মহাসচিব মসিউর রহমান রাঙ্গাকে সদস্য সচিব করা হয়েছে। পার্লামেন্টারি বোর্ডের অন্য সদস্যরা হচ্ছেন— জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য এমএ সাত্তার, গোলাম কিবরিয়া টিপু এমপি, অ্যাডভোকেট শেখ মুহাম্মদ সিরাজুল ইসলাম, মাহমুদুল হাসান চৌধুরী, ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী এমপি এবং লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দীন চৌধুরী এমপি।

বৃহস্পতিবার কাকরাইলে এরশাদের সুস্থতা কামনায় মিলাদ

বৃহস্পতিবার (২৪ জানুয়ারি) বিকাল তিনটায় জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয় কাকরাইল চত্বরে হুসেইন মুহম্মদ এরশাদের সুস্থতা কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। জাতীয় স্বেচ্ছাসেবক পার্টি এই দোয়া মাহফিলের আয়োজন করেছে।

/এসটিএস/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘গম্ভীর বলেছিলেন, আমরা ট্রফি উঁচিয়ে ধরলেই সবচেয়ে বেশি খুশি হবো’
‘গম্ভীর বলেছিলেন, আমরা ট্রফি উঁচিয়ে ধরলেই সবচেয়ে বেশি খুশি হবো’
যুক্তরাজ্যের এমপি হতে লেবারের হয়ে লড়বেন আরেক ব্রিটিশ বাংলাদেশি
যুক্তরাজ্যের এমপি হতে লেবারের হয়ে লড়বেন আরেক ব্রিটিশ বাংলাদেশি
ঘরবাড়ি ছেড়ে আশ্রয়কেন্দ্রে চট্টগ্রামের ১২ হাজার মানুষ
ঘরবাড়ি ছেড়ে আশ্রয়কেন্দ্রে চট্টগ্রামের ১২ হাজার মানুষ
ড. ইউনূসের বিরুদ্ধে দুর্নীতির আরও অভিযোগ দুদকে
ড. ইউনূসের বিরুদ্ধে দুর্নীতির আরও অভিযোগ দুদকে
সর্বাধিক পঠিত
ঘূর্ণিঝড় রিমাল: পায়রা ও মোংলায় ১০ নম্বর মহাবিপদ সংকেত
ঘূর্ণিঝড় রিমাল: পায়রা ও মোংলায় ১০ নম্বর মহাবিপদ সংকেত
জলোচ্ছ্বাসে তলিয়ে গেলো সুন্দরবন
জলোচ্ছ্বাসে তলিয়ে গেলো সুন্দরবন
শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী
শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী
কখন উপকূল অতিক্রম করতে পারে ‘রিমাল’?
কখন উপকূল অতিক্রম করতে পারে ‘রিমাল’?
ধানমন্ডিতে হকারদের সড়ক অবরোধ
ধানমন্ডিতে হকারদের সড়ক অবরোধ