X
সোমবার, ০৭ জুলাই ২০২৫
২৩ আষাঢ় ১৪৩২

গণফোরাম সদস্যদের শপথ নেওয়ার কথা জানে না বিএনপি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ জানুয়ারি ২০১৯, ১৩:১৫আপডেট : ২৮ জানুয়ারি ২০১৯, ১৩:৫৪

রুহুল কবির রিজভী গণফোরাম সদস্যদের শপথ নেওয়ার বিষয়ে বিএনপি কিছু জানে না বলে জানিয়েছেন দলটির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, ‘আমি এখনও কিছু জানি না তারা শপথ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন কিনা। আমি যতটুকু জানি, জাতীয় ঐক্যফ্রন্টের বিএনপিসহ সবাই একমত হয়ে সিদ্ধান্ত নেবেন। আমার মনে হয় এটা কেউ কোনোভাবে সংবাদ প্রচার করেছে। এটা অপপ্রচার হয়েছে।’

সোমবার (২৮ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

রিজভী আরও বলেন, ‘দলীয় সিদ্ধান্ত ছাড়া তারা কীভাবে শপথ নেওয়ার কথা বলেন। সবাই ঐক্যবদ্ধ আছে। যা করা হবে সবার একই সিদ্ধান্তে হবে। আমি মনে করি শপথ না নেওয়ার বিষয়ে এর আগে যে সিদ্ধান্ত হয়েছিল সেটা এখনও বলবৎ আছে।’

নির্বাচনি ট্রাইব্যুনালে প্রার্থীদের মামলা করার বিষয়ে জানতে চাইলে রিজভী বলেন, ‘যার যার মতো করে প্রার্থীরা মামলা করবে। কেউ করেছে কিনা সেটা জানা নেই। তবে করলে করতে পারে। এই সরকারের সঙ্গে মামলা কী করবে, আর কী হবে? সবকিছু তো একাকার। তারপরও যারা মামলা করার তারা করবে।’

গণভবনে চায়ের দাওয়াত সম্পর্কে রিজভী বলেন, ‘আমি একা বললে তো হবে না। এটা দলীয়ভাবে যারা সিনিয়র আছেন তারা সিদ্ধান্ত নেবেন। এ বিষয়ে যথাসময়ে জেনে যাবেন।’

লিখিত বক্তব্যে রিজভী অভিযোগ করেন, ‘জনগণ ৩০ ডিসেম্বর ভোট দিতে পারেনি। কিন্তু ২৯ ডিসেম্বর রাতে ভোটারবিহীন ব্যালট বাক্স পূর্ণ হয়েছে। নির্বাচনোত্তর সরকার নিজেকে যে নামেই অভিহিত করুক, সেটি অবৈধ সরকার। এই সরকার রাতের আঁধারের ভোটের সরকার। অথচ আওয়ামী লীগ বলছে তাদের প্রার্থীরা নাকি লাখ লাখ ভোটে বিজয়ী হয়েছে। প্রকৃত ভোটাররা এই কথায় নিজেদের অধিকার হারিয়ে বিস্ময়ে হতবাক হয়েছে।’

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন নিয়ে টালবাহানা চলছে বলে অভিযোগ করে রিজভী বলেন, ‘তার জামিন পেতে আইনি কোনও বাধা নেই। তাকে আটকিয়ে রাখতে আইনের ফাঁক দিয়ে বেআইনি রাস্তায় নানা চক্রান্ত চলছে।’

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, চেয়ারপারসনের উপদেষ্টা আতাউর রহমান ঢালী, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, সহ-দফতর সম্পাদক তাইফুল ইসলাম টিপু প্রমুখ।

/এএইচআর/এফএস/এমওএফ/
সম্পর্কিত
নির্বাচন দেরি হলে জুডিশিয়াল-আইনশৃঙ্খলা ভেঙে পড়বে: মির্জা ফখরুল
দুদক সংস্কারের সুপারিশ নিয়ে বিএনপির অবস্থান বিভ্রান্তিকর: কমিশন
আসন্ন নির্বাচনে এগিয়ে বিএনপি, দ্বিতীয় জামায়াত: সানেমের জরিপ
সর্বশেষ খবর
ব্যাংক পরিচালনায় আসছে বড় পরিবর্তন, ঝুঁকিভিত্তিক তদারকিতে যাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক
ব্যাংক পরিচালনায় আসছে বড় পরিবর্তন, ঝুঁকিভিত্তিক তদারকিতে যাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক
ওয়ালটনের সাত মডেলের কার ব্যাটারি উদ্বোধন করলেন তাহসান
ওয়ালটনের সাত মডেলের কার ব্যাটারি উদ্বোধন করলেন তাহসান
মালয়েশিয়ায় আটক বাংলাদেশিদের বিষয়ে বিস্তারিত তথ্য চেয়েছে সরকার
মালয়েশিয়ায় আটক বাংলাদেশিদের বিষয়ে বিস্তারিত তথ্য চেয়েছে সরকার
সিরিয়ায় ৪ দিনের দাবানলে ছাইয়ে পরিণত ১০ হাজার হেক্টর বনভূমি
সিরিয়ায় ৪ দিনের দাবানলে ছাইয়ে পরিণত ১০ হাজার হেক্টর বনভূমি
সর্বাধিক পঠিত
প্রসিকিউশন গণহত্যার দালিলিক প্রমাণ দিতে পারেনি: শেখ হাসিনার স্টেট ডিফেন্স
প্রসিকিউশন গণহত্যার দালিলিক প্রমাণ দিতে পারেনি: শেখ হাসিনার স্টেট ডিফেন্স
লোহিত সাগরে জাহাজে হামলায় আগুন, ডুবে যাওয়ার শঙ্কা
লোহিত সাগরে জাহাজে হামলায় আগুন, ডুবে যাওয়ার শঙ্কা
বাংলাদেশে নিজের অনেক ভক্ত জানার পর যা বললেন কেট উইন্সলেট
বাংলাদেশে নিজের অনেক ভক্ত জানার পর যা বললেন কেট উইন্সলেট
নদীতে ইলিশের দেখা মিলছে না কেন
নদীতে ইলিশের দেখা মিলছে না কেন
আসন্ন নির্বাচনে এগিয়ে বিএনপি, দ্বিতীয় জামায়াত: সানেমের জরিপ
আসন্ন নির্বাচনে এগিয়ে বিএনপি, দ্বিতীয় জামায়াত: সানেমের জরিপ