X
শনিবার, ০৪ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

ডাকসু নির্বাচনের সিদ্ধান্তের পরই ছাত্রদলের কমিটি!

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ জানুয়ারি ২০১৯, ১৯:০৩আপডেট : ২৯ জানুয়ারি ২০১৯, ১৯:১৬

ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ-ডাকসু নির্বাচনের বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের পরই ছাত্রদলের নতুন কমিটি গঠনের কাজ শুরু হবে। এরইমধ্যে সংগঠনের শীর্ষ পর্যায়ে এ নিয়ে আলোচনা শুরু হয়েছে বলে ছাত্রদলের বর্তমান কমিটির দুজন প্রভাবশালী নেতা বাংলা ট্রিবিউনকে জানিয়েছেন।

ছাত্রদলের দুই নেতা জানান, ডাকসু নির্বাচনে অংশগ্রহণ করার বিষয়ে বিএনপির স্থায়ী কমিটির ইতিবাচক সিদ্ধান্ত জানার পরই আলোচনা-পর্যালোচনা আরও বেড়েছে। ছাত্রদলের কেন্দ্রীয় নেতারা নিয়মিত দফায় দফায় বৈঠকে মিলিত হচ্ছেন। এরই মধ্যে বিএনপির হাইকমান্ড থেকে বার্তা দেওয়া হয়েছে, খুব শিগগিরই ছাত্রদলের নতুন কমিটি গঠনের কাজ শুরু হবে।

ছাত্রদলের জ্যেষ্ঠ পর্যায়ের একজন যুগ্ম-সম্পাদক বাংলা ট্রিবিউনকে বলেন, ‘যুবদল, স্বেচ্ছাসেবক দলের পূর্ণাঙ্গ কমিটি হওয়ার আগেই ছাত্রদলের নতুন কমিটি দেখা যেতে পারে।’

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমরা চেষ্টা করছি যথাসম্ভব অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর মেয়াদোত্তীর্ণ কমিটি, আংশিক কমিটিগুলোর কাজ শেষ করে আনতে।’

ছাত্রদলের বর্তমান কমিটির মেয়াদ পার হয়েছে ২০১৬ সালের ১৪ নভেম্বর। ২০১৪ সালের নভেম্বরে কমিটি গঠনের পর ৫ বছর অতিক্রান্ত হলেও এতদিন কোনও উদ্যোগ গ্রহণ করা হয়নি।

বিএনপি চেয়ারপারসন কার্যালয়ের একাধিক দায়িত্বশীল সূত্র জানায়, ছাত্রদলের কমিটি গঠনের পথে সবচেয়ে বড় সমস্যা অভিভাবকশূন্যতা। বিএনপির ছাত্রবিষয়ক পদটি এখনও পূরণ করা হয়নি। এ বিষয়ে সাবেক ছাত্রবিষয়ক সম্পাদক ও বর্তমানে বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানিকে ফোন করা হলেও তিনি রিসিভ করেননি।

ছাত্রদলের মেয়াদোত্তীর্ণ কমিটির নেতারা বলছেন, ডাকসু নির্বাচনের আগে ছাত্রদলের কমিটি করা হলে নতুন উদ্যমে নির্বাচনে অংশ নেওয়া যাবে। এই মুহূর্তে কমিটি হওয়ার আগে ছাত্রদলের নেতাকর্মীরা ডাকসু নির্বাচনে সর্বোচ্চ শক্তি দিয়ে নামতে দ্বিধায় ভুগছেন। সেক্ষেত্রে কেন্দ্রীয় নেতাদের অনেকের ভাষ্য—আগেই কমিটি পুনর্গঠন করা প্রয়োজন।

গত ১ জানুয়ারি প্রতিষ্ঠাবার্ষিকীর দিন গেলেও সেদিন ছাত্রদলের বর্তমান মেয়াদোত্তীর্ণ কমিটি কোনও কর্মসূচি পালন করতে পারেনি।

বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বাংলা ট্রিবিউনকে বলেন, ‘এখন পুনর্গঠনের সময়। অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোকে গোছানো হবে। নিশ্চয়ই দ্রুত এ কাজ শুরু হবে।’

/এসটিএস/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মিল্টনের আশ্রয়কেন্দ্রে আশ্রিতদের এখন কী হবে
মিল্টনের আশ্রয়কেন্দ্রে আশ্রিতদের এখন কী হবে
মেধাসম্পদ সুরক্ষা মানে দেশ ও জাতিকে রক্ষা করা
মেধাসম্পদ সুরক্ষা মানে দেশ ও জাতিকে রক্ষা করা
অভিষেকে আস্থার প্রতিদান দিলেন তানজিদ
অভিষেকে আস্থার প্রতিদান দিলেন তানজিদ
এখনও উদ্ধার হয়নি পুলিশের অস্ত্র, মামলা দ্রুত নিষ্পত্তির নির্দেশ
২৮ অক্টোবর বিএনপির সমাবেশে সহিংসতাএখনও উদ্ধার হয়নি পুলিশের অস্ত্র, মামলা দ্রুত নিষ্পত্তির নির্দেশ
সর্বাধিক পঠিত
মুক্তি পেলেন মামুনুল হক
মুক্তি পেলেন মামুনুল হক
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
নদীতে ধরা পড়ছে না ইলিশ, কারণ জানালেন মৎস্য কর্মকর্তা
নদীতে ধরা পড়ছে না ইলিশ, কারণ জানালেন মৎস্য কর্মকর্তা