X
মঙ্গলবার, ০৭ মে ২০২৪
২৪ বৈশাখ ১৪৩১

‘সংসদ ভেঙে দিয়ে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিন’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ জানুয়ারি ২০১৯, ১৩:৩২আপডেট : ৩০ জানুয়ারি ২০১৯, ১৮:১৪

বিএনপির মানববন্ধন সংসদ ভেঙে দিয়ে নতুন নির্বাচনের দাবি জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘সংসদ বাতিল করে নতুন নির্বাচনের মধ্য দিয়ে নতুন সরকার গঠনের আহ্বান জানাচ্ছি। আসুন আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে আমাদের অধিকার আদায় করি।’ বুধবার (৩০ জানুয়ারি) ‘ভুয়া ভোটের সংসদ’-এর প্রতিবাদে বিএনপি আয়োজিত এক ঘণ্টার মানববন্ধন থেকে তিনি এ দাবি জানান।

বেলা ১১টায় মানববন্ধন শুরু হওয়ার কথা থাকলেও সকাল সাড়ে ১০টার দিকে বিএনপির নেতাকর্মীরা জাতীয় প্রেস ক্লাবের সামনে জড়ো হতে থাকেন। কেন্দ্রীয় নেতাদের নির্দেশনা অনুযায়ী নেতাকর্মীরা সবাই ফুটপাতে দাঁড়িয়ে কর্মসূচি পালন করেন। এ সময় পুলিশি উপস্থিতি লক্ষ করা গেছে। তবে কোনও আটকের খবরও পাওয়া যায়নি।

মির্জা ফখরুল বলেন, ‘আজকে একটি সংসদ বসতে চলেছে, যে সংসদ জনগণের কোনও প্রতিনিধিত্ব করে না। ৩০ ডিসেম্বর যে নির্বাচন হয়েছে তা ভোট ডাকাতির ভুয়া নির্বাচন। শুধু নির্বাচন কমিশন ও আইনশৃঙ্খলা বাহিনী দিয়ে সম্পন্ন ভোট ডাকাতির নির্বাচনে জনগণের ভোটাধিকার হরণ করে আওয়ামী লীগ পার্লামেন্ট দখলদারি সরকার বসিয়েছে।’

তিনি বলেন, ‘আমরা নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করেছি। আমরা বলেছিলাম নিরপেক্ষ সরকারের অধীন পুনরায় নির্বাচন দিয়ে জনগণের রায় নিয়ে সরকার গঠন করতে হবে। আজকে আবার সেই দাবির পুনরাবৃত্তি করছি। এ নির্বাচন বাতিল করে নিরপেক্ষ সরকারের অধীনে পুনরায় নির্বাচন দিতে হবে। জনগণ যাতে রায় দিতে পারে সেই ব্যবস্থা করুন। তবে সবার আগে খালেদা জিয়াসহ সব রাজবন্দিকে মুক্তি দিতে হবে। আসুন সবাই দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধ হই।’

নির্বাচনের আগে থেকেই জনগণ যেন নির্বাচনে অংশ নিতে না পারে তার জন্য মিথ্যা মামলা দিয়ে হাজার হাজার মানুষকে গ্রেফতার করে নির্বাচন প্রক্রিয়া থেকে দূরে সরিয়ে রাখা হয়েছিল বলে অভিযোগ করেন বিএনপি মহাসচিব।

তিনি বলেন, ‘নির্বাচনের এক বছর আগে থেকেই মিথ্যা মামলায় কারারুদ্ধ করে রাখা হয়েছে খালেদা জিয়াকে। ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে নির্বাসিত করে রাখা হয়েছে। একইভাবে জনগণের ভোটের অধিকার হরণ করে গণতন্ত্রকে ধ্বংস করে রাষ্ট্রকে অকার্যকর করার সমস্ত ষড়যন্ত্র তারা পাকাপোক্ত করেছে।’

আওয়ামী লীগ ১৯৭৫ সালে গণতন্ত্রকে ধ্বংস করে একদলীয় বাকশাল প্রতিষ্ঠা করেছিল দাবি করে বিএনপির এই নেতা আরও বলেন, ‘বাকশালী কায়দায় জনগণের সমস্ত অধিকার কেড়ে নিয়ে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে, রাষ্ট্রীয় সন্ত্রাস করে আরেকবার একদলীয় শাসন ব্যবস্থা প্রবর্তন করার জন্য দখলদারিত্বের সংসদ কায়েম করা হয়েছে।’

বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেন, ‘২৯ তারিখ রাতে প্রশাসন, আওয়ামী বাহিনী ভোট ডাকাতি করেছে। দেশের জনগণ ভোটাধিকার থেকে বঞ্চিত হয়েছে। ৩০ তারিখ কোনও নির্বাচন হয়নি। এটি তথাকথিত সংসদ। একটি নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবি জানাচ্ছি ‘

২৯ ডিসেম্বর ভোট ডাকাতি করে অলিখিত বাকশাল কায়েম করা হয়েছে দাবি করে মোশাররফ বলেন, এ সরকার ও সংসদ আমরা মানি না।

দলটির স্থায়ী কমিটির আরেক সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ বলেন, ‘নির্বাচন নিয়ে তথ্যভিত্তিক একটি শ্বেতপত্র বের করা হবে। এতে মানুষ দেখবে জনগণ ভোটাধিকার হারিয়েছে। এই নির্বাচনে ৫-৭ শতাংশ মানুষ ভোট দিতে পেরেছে। প্রশাসন-পুলিশ নির্বাচন করেছে, জনগণের কোনও সম্পৃক্ততা এতে ছিল না।’

এদিকে কর্মসূচিতে উপস্থিত দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা খালেদা জিয়ার মুক্তির দাবিতে কর্মসূচি ঘোষণার কথা বলেছিলেন। তবে মানববন্ধন থেকে কোনও কর্মসূচি ঘোষণা করা হয়নি।

মানববন্ধন সঞ্চালনা করেন বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী ও সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ। এ সময় আরও বক্তব্য রাখেন ড. আব্দুল মঈন খান, ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান, চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম, সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স, বিএনপি নেতা হাবিবুল ইসলাম হাবিব, শিরিন সুলতানা, এবিএম মোশারফ হোসেন, শফিউল বারী বাবু, মুনতাজুল করিম বাদরু, নুরুল ইসলাম নয়ন, আকরামুল হাসান, বিলকিস জাহান শিরিন প্রমুখ।

/এএইচআর/টিটি/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গাজায় ত্রাণ প্রবেশের প্রধান দুটি ক্রসিং বন্ধ রেখেছে ইসরায়েল: জাতিসংঘ
গাজায় ত্রাণ প্রবেশের প্রধান দুটি ক্রসিং বন্ধ রেখেছে ইসরায়েল: জাতিসংঘ
পিছিয়ে পড়েও সানডে-ইমনের গোলে ফাইনালে মোহামেডান
পিছিয়ে পড়েও সানডে-ইমনের গোলে ফাইনালে মোহামেডান
আচমকা এলো দেড় মিনিটের উসকানিমূলক ‘তুফান’!
আচমকা এলো দেড় মিনিটের উসকানিমূলক ‘তুফান’!
প্রকল্প নেওয়ার আগে জনগণের উপকার বিবেচনার নির্দেশ প্রধানমন্ত্রীর
প্রকল্প নেওয়ার আগে জনগণের উপকার বিবেচনার নির্দেশ প্রধানমন্ত্রীর
সর্বাধিক পঠিত
ভিটামিন ডি কমে গেলে কীভাবে বুঝবেন?
ভিটামিন ডি কমে গেলে কীভাবে বুঝবেন?
যে শিশুকে পাচারের অভিযোগে মিল্টনের বিরুদ্ধে মামলা
যে শিশুকে পাচারের অভিযোগে মিল্টনের বিরুদ্ধে মামলা
ছাত্রলীগ সহসভাপতি সাদ্দামের বছরে আয় ২২ লাখ, ব্যাংকে ৩২ লাখ, উপহারের স্বর্ণ ৩০ ভরি
হরিরামপুর উপজেলা নির্বাচনছাত্রলীগ সহসভাপতি সাদ্দামের বছরে আয় ২২ লাখ, ব্যাংকে ৩২ লাখ, উপহারের স্বর্ণ ৩০ ভরি
বৃষ্টি ও বন্যার কী পূর্বাভাস পাওয়া গেলো?
বৃষ্টি ও বন্যার কী পূর্বাভাস পাওয়া গেলো?
যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হামাস, অগ্রহণযোগ্য বলছে ইসরায়েল
যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হামাস, অগ্রহণযোগ্য বলছে ইসরায়েল