X
বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫
১৯ আষাঢ় ১৪৩২

গ্যাস-বিদ্যুতের দাম বাড়ানো শোষণের নামান্তর: চরমোনাই পীর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ মার্চ ২০১৯, ১৮:৪৪আপডেট : ১৫ মার্চ ২০১৯, ১৮:৪৭

মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম (ছবি: সাজ্জাদ হোসেন)

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেছেন, দুর্নীতি বন্ধ না করে গ্যাস ও বিদ্যুতের দাম বাড়ানোর চেষ্টা দেশের সাধারণ মানুষকে শোষণের নামান্তর। তিনি বলেন, ‘গ্যাসের দাম এক টাকাও বাড়ানো হলে জনগণ তা মেনে নেবে না।’

শুক্রবার (১৫ মার্চ) সকালে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ইসলামী শ্রমিক আন্দোলনের উদ্যোগে আয়োজিত ‘জাতীয় শ্রমিক কনভেনশনে’ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

চরমোনাই পীর বলেন, ‘রাষ্ট্রীয় এবং দলীয় লুটপাট, দুর্নীতি ও কায়েমী  স্বার্থবাদীদের কারণে শ্রমিকদের ভাগ্যের পরিবর্তন হচ্ছে না। স্বাধীনতার ৪৮ বছর পরেও শ্রমিকদের সমস্যার শেষ নেই। গার্মেন্টস ও কৃষি থেকে শুরু করে সর্বস্তরের শ্রমিকরা এখনও ঝুঁকিপূর্ণ পরিবেশ ও ন্যায্য মজুরির বঞ্চনা নিয়েই কাজ করছেন। সরকারগুলো শ্রমিকদের সংকটের বাস্তবমুখী সমাধান করছে না। যে কারণে কর্মক্ষেত্রে দুর্ঘটনা, শিল্পবিরোধ, স্বাস্থ্য সমস্যা, বকেয়া মজুরি, বিনা নোটিশে ছাঁটাই, নারী শ্রমিকদের যৌন হয়রানিসহ সর্বত্র সমস্যা থেকেই যাচ্ছে।’

মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেন, ‘ডাকসু নির্বাচনকে বিতর্কিত করার মাধ্যমে সরকার শিক্ষাপ্রতিষ্ঠানকে বিতর্কিত করেছে। সিইসি’র বক্তব্যে থলের বিড়াল বের হয়ে এসেছে। সমাজতন্ত্র, গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতা মানুষের মুক্তি নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে। পুঁজিপতিরা শ্রমিকদের কলুর বলদ হিসেবে ব্যবহার করে টাকার পাহাড় গড়ে তুলছে।’

জাতীয় শ্রমিক কনভেনশনে ১৭  দফা প্রস্তাবনা পেশ করা হয়। এরমধ্যে রয়েছে—  শ্রমিকদের সম্মানিত নাগরিক হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়া, তাদের আইডি কার্ড, রেশনিং ব্যবস্থা, বিনা সুদে প্রয়োজনীয় ঋণ ও শ্রমিকের সর্বনিম্ন মজুরি ১৬ হাজার টাকা নির্ধারণ করা।

ইসলামী শ্রমিক আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি অধ্যাপক মোহাম্মদ আশরাফ আলী আকনের সভাপতিত্বে কনভেনশনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইসলামী আন্দোলনের প্রেসিডিয়াম সদস্য সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী, নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করীম শায়েখে চরমোনাই, মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ ও যুগ্ম মহাসচিব এটিএম হেমায়েত উদ্দীন প্রমুখ।

 

/সিএ/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এনবিআর নিয়ে ‘কঠোর’ সরকার, আতঙ্কে শীর্ষ কর্মকর্তারা
এনবিআর নিয়ে ‘কঠোর’ সরকার, আতঙ্কে শীর্ষ কর্মকর্তারা
ট্রাম্পের কর বিল নিয়ে চূড়ান্ত ভোট আজ
ট্রাম্পের কর বিল নিয়ে চূড়ান্ত ভোট আজ
ঢাকার সায়েন্স ল্যাবে লা রিভের ফ্ল্যাগশিপ স্টোর চালু
ঢাকার সায়েন্স ল্যাবে লা রিভের ফ্ল্যাগশিপ স্টোর চালু
নারী ও শিশু নির্যাতন মহামারি পর্যায়ে পৌঁছেছে: শারমীন এস মুরশিদ
নারী ও শিশু নির্যাতন মহামারি পর্যায়ে পৌঁছেছে: শারমীন এস মুরশিদ
সর্বাধিক পঠিত
নবম পে-কমিশন গঠনের কার্যক্রম শুরুর আশ্বাস অর্থ উপদেষ্টার
সংযুক্ত কর্মচারী প‌রিষ‌দের জরু‌রি সভানবম পে-কমিশন গঠনের কার্যক্রম শুরুর আশ্বাস অর্থ উপদেষ্টার
অনুদান কমিটি থেকে অভিনেত্রীর অব্যাহতি!
অনুদান কমিটি থেকে অভিনেত্রীর অব্যাহতি!
মুরাদনগরে দুই সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা
মুরাদনগরে দুই সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা
সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধন উপদেষ্টা পরিষদে অনুমোদন
সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধন উপদেষ্টা পরিষদে অনুমোদন
‘দেশের ৩২টি বিমা কোম্পানি উচ্চ ঝুঁকিতে’
‘দেশের ৩২টি বিমা কোম্পানি উচ্চ ঝুঁকিতে’