X
রবিবার, ০৫ মে ২০২৪
২২ বৈশাখ ১৪৩১

স্থবির হয়ে পড়েছে ঢাকা মহানগর স্বেচ্ছাসেবক লীগ

মাহবুব হাসান
২৭ মার্চ ২০১৯, ২১:২৫আপডেট : ২৭ মার্চ ২০১৯, ২১:২৮





বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ ক্ষমতাসীন আওয়ামী লীগের সহযোগী সংগঠন স্বেচ্ছাসেবক লীগের ঢাকা মহানগরের দুই শাখার সম্মেলন হয় না ১৩ বছর। অথচ এই সময়ের মধ্যে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন হয়েছে দুই বার। এক যুগের বেশি সময় সম্মেলন না হওয়ায় স্বেচ্ছাসেবক লীগের মহানগর দুই শাখারই অনেক নেতাকর্মী উদ্যমহীন হয়ে পড়েছেন কিংবা অন্য সহযোগী সংগঠনে যোগ দিয়ে রাজনীতির মাঠে সক্রিয় থাকার চেষ্টা করছেন। এতে তৈরি হয়েছে একধরনের নেতৃত্ব ও কর্মীশূন্যতা। পাশাপাশি সংগঠনটিতে এক ব্যক্তিকেন্দ্রীক নেতৃত্বেরও অভিযোগ রয়েছে।
স্বেচ্ছাসেবক লীগের একটা অংশের অভিযোগ, মহানগর স্বেচ্ছাসেবক লীগের উত্তরের সভাপতি মোবাশ্বের হাসান চৌধুরী স্বেচ্ছাসেবক লীগের সাবেক এক শীর্ষ নেতার (বর্তমানে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা) আত্মীয় হওয়ায় এবং দুই অংশের নেতারা সাবেক নেতাদের নিয়ন্ত্রণাধীন হওয়ায় মহানগরের কমিটি ভাঙা হচ্ছে না। স্বেচ্ছাসেবক লীগ নেতাকর্মীদের আরও অভিযোগ, দীর্ঘ সময় নেতৃত্বের হাতবদল না হওয়ায় নতুন নেতার আত্মপ্রকাশ ঘটছে না, নেতৃত্বের বিকাশ ঘটছে না।
জানতে চাইলে মোবাশ্বের চৌধুরী অভিযোগ অস্বীকার করেন। তিনি বলেন, সম্মেলন দেওয়ার বিষয়টি কেন্দ্রীয় নেতাদের হাতে। মহানগর উত্তর সম্মেলন দেওয়ার জন্য প্রস্তুত। মোবাশ্বের আরও বলেন, আওয়ামী রাজনীতিতে তার দীর্ঘ ক্যারিয়ার। তাকে বিতর্কিত করতেই বিরুদ্ধবাদীরা এমন অপ্রাসঙ্গিক বক্তব্য দিচ্ছেন।
জানা যায়, ২০০৬ সালের ৩১ মে ঢাকা মহানগর স্বেচ্ছাসেবক লীগের সর্বশেষ সম্মেলন অনুষ্ঠিত হয়। এ সম্মেলনে মহানগরকে দুইটি ভাগে ভাগ করে ঢাকা মহানগর দক্ষিণ ও উত্তর সেচ্ছাসেবক লীগ কমিটি ঘোষণা করা হয়। এর আগে অনুষ্ঠিত হয় স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সম্মেলন। আবার ২০১২ সালে এসে কেন্দ্রের আরেক দফা সম্মেলন হয়। তখন মহানগরের কমিটি ১০১ সদস্যের করার সিদ্ধান্ত হয়। তবে সেই সিদ্ধান্ত সিদ্ধান্তই রয়ে গেছে। দুই শাখার পূর্ণাঙ্গ কমিটিও করে দিতে পারেনি বর্তমান নেতৃত্ব। আগের ৭১ সদস্যের কমিটি দিয়েই চলছে সাংগঠনিক সব কাজ। তাছাড়া মহানগরের সম্মেলনের ১৩ বছর পার হলেও মহানগরের দুই অংশ এখনও পুরনো অনেক থানা কমিটি দেয়নি।
জানা যায়, ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের বেশ কিছু থানা কমিটি এখনও চলছে আহ্বায়ক কমিটি দিয়ে। এর মধ্যে উত্তরের হাতিরঝিল, উত্তরা (পূর্ব), উত্তরা (পশ্চিম) থানায় এখনও কমিটি হয়নি। ২০০২ সালে মিরপুর ও বিমানবন্দর থানা এবং ২০০৬ সালে গুলশান ও ক্যান্টনমেন্ট থানার যে কমিটি হয়েছিল তা দিয়েই চলছে এখনও।
জানতে চাইলে স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোল্লা আবু কাউছার বাংলা ট্রিবিউনকে বলেন, তিনি আন্তরিকভাবেই সম্মেলন চান। মহানগর ও কেন্দ্র— দুই শাখাতেই চান। এর আগে সাংগঠনিক নেত্রী আওয়ামী লগি সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্মতি পাওয়া গেলেও বিএনপি-জামায়াতের ধ্বংসাত্মক আন্দোলন, নির্বাচন বিভিন্ন ইস্যুর কারণে পরবর্তীতে সম্মেলন করা সম্ভব হয়নি। কিন্তু এবার মূল দল আওয়ামী লীগের সম্মেলন হওয়ার পর অবশ্যই স্বেচ্ছাসেবক লীগের সম্মেলনের উদ্যোগ নেওয়া হবে।
সংগঠনটির সাধারণ সম্পাদক পংকজ দেবনাথও সম্মেলন অনুষ্ঠানের পক্ষে। তিনি বলেন, ‘মহানগরের সম্মেলন নিয়ে আলোচনা হয়েছে। এবার কেন্দ্রের সম্মেলনের পর মহানগরও সম্মেলনের মাধ্যমে নতুন কমিটি পাবে বলে আশা করছি।’
১৩ বছর আগে সর্বশেষ ত্রিবার্ষিক সম্মেলনে ঢাকা মহানগর উত্তরের সভাপতি নির্বাচিত হয়েছিলেন মোবাশ্বের চৌধুরী। আর ফরিদুর রহমান খান ইরান নির্বাচিত হন সাধারণ সম্পাদক। তারা দুজনই এখন সিটি করপোরেশন উত্তরের কাউন্সিলর। ডিএনসিসি’র গত নির্বাচনে ৭ নং ওয়ার্ড থেকে মোবাশ্বর আর ২৭ নং ওয়ার্ড থেকে ইরান নির্বাচিত হন। এখন তারা নিজ এলাকা নিয়েই বেশি ব্যস্ত। অন্যদিকে দক্ষিণের সভাপতি নির্বাচিত হয়েছিলেন দেবাশীষ বিশ্বাস, আর সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছিলেন আরিফুর রহমান টিটু।
জানতে চাইলে আরিফুর রহমান টিটু বলেন, ‘আমরাও প্রস্তুত আছি, কেন্দ্রীয় কমিটি তারিখ দিলেই আমরা সম্মেলন দেবো।’

/এইচআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দুবাইতে বিশ্বের ২৩ নম্বর চীনের সুপার গ্র্যান্ডমাস্টারের সঙ্গে ড্র করে ফাহাদের চমক
দুবাইতে বিশ্বের ২৩ নম্বর চীনের সুপার গ্র্যান্ডমাস্টারের সঙ্গে ড্র করে ফাহাদের চমক
বরিশালে পরিবহন শ্রমিকদের সংঘর্ষ, অর্ধশতাধিক থ্রি-হুইলার ভাংচুর
বরিশালে পরিবহন শ্রমিকদের সংঘর্ষ, অর্ধশতাধিক থ্রি-হুইলার ভাংচুর
জিরোনার মাঠে বার্সেলোনার নাটকীয় হারে চ্যাম্পিয়ন রিয়াল
জিরোনার মাঠে বার্সেলোনার নাটকীয় হারে চ্যাম্পিয়ন রিয়াল
‘ফাইভ স্টার’ ম্যানসিটি, চার গোল হাল্যান্ডের
‘ফাইভ স্টার’ ম্যানসিটি, চার গোল হাল্যান্ডের
সর্বাধিক পঠিত
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
লিথুয়ানিয়ার ড্রোন হামলা ব্যর্থ হয়েছে: বেলারুশ
লিথুয়ানিয়ার ড্রোন হামলা ব্যর্থ হয়েছে: বেলারুশ
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ