X
শনিবার, ০৪ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

বিএনপির আন্দোলনের ডাক জনগণের কাছে হাস্যরসের খোরাক: তথ্যমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ জুন ২০১৯, ১৮:১৬আপডেট : ১৯ জুন ২০১৯, ১৯:২২

বিএনপির আন্দোলনের ডাক জনগণের কাছে হাস্যরসের খোরাক: তথ্যমন্ত্রী বিএনপি’র আন্দোলনের ডাক জনগণের কাছে হাস্যরসের বিষয়ে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের প্রচার সম্পাদক ড. হাছান মাহমুদ। তিনি বলেন, ‘বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর খালেদা জিয়ার মুক্তির দাবিতে আন্দোলনের মাধ্যমে সরকার পতনের যে ডাক দিয়েছেন, তেমন ঘোষণা আমরা বহুদিন ধরেই শুনছি। বিএনপি গত দশ বছর ধরেই কখনও রমজানের পর, কখনও ঈদের পর, বার্ষিক পরীক্ষার পর, বর্ষার পর বা গরম একটু কমার পর আন্দোলনের ডাক দিয়ে আসছে, যা এখন জনগণের কাছে হাস্যরসের বিষয় হয়ে উঠেছে।’

বুধবার (১৯ জুন) রাজধানীর বসুন্ধরায় নর্থসাউথ ইউনিভার্সিটির এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা শেষে সমসাময়িক রাজনীতি নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মন্ত্রী এ কথা বলেন।

তথ্যমন্ত্রী আরও বলেন, ‘বিএনপি’কে আমি বলবো, আন্দোলনের পথ ছেড়ে খালেদা জিয়ার মুক্তির জন্য আইনি পথে থাকুন। ইতোমধ্যে এ পথে কিছু সফলতাও এসেছে, কয়েকটি মামলায় খালেদা জিয়া জামিনও পেয়েছেন। অতএব, আন্দোলন নয়, খালেদা জিয়ার মুক্তির জন্য আইনি পথে থাকুন।’

বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মান, আন্তর্জাতিক অঙ্গনে স্বীকৃতি ও দরিদ্র শিক্ষার্থীর প্রশ্নে মন্ত্রী বলেন, ‘আমার বিদেশে শিক্ষাগ্রহণের অভিজ্ঞতা থেকে বলবো, যোগাযোগের অভাবে আন্তর্জাতিক অঙ্গনে স্বীকৃতির দিক থেকে পিছিয়ে থাকলেও দেশের সরকারি-বেসরকারি সব বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মান উন্নত।’

এর আগে, নর্থসাউথ ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক আতিক ইসলাম, ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান এম এ হাশেম, উপ-উপাচার্য অধ্যাপক ড. জি ইউ আহসানসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের উপস্থিতিতে তথ্যমন্ত্রী পায়রা ও বেলুন উড়িয়ে অনুষ্ঠান উদ্বোধন করেন।

/এমএইচবি/এএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বেড়িবাঁধে উন্নত নিরাপত্তা ও গতিশীলতা: মেয়র আতিকুল ইসলামের কাছে ইউল্যাবের আবেদন
বেড়িবাঁধে উন্নত নিরাপত্তা ও গতিশীলতা: মেয়র আতিকুল ইসলামের কাছে ইউল্যাবের আবেদন
মিল্টনের আশ্রয়কেন্দ্রে আশ্রিতদের এখন কী হবে
মিল্টনের আশ্রয়কেন্দ্রে আশ্রিতদের এখন কী হবে
মেধাসম্পদ সুরক্ষা মানে দেশ ও জাতিকে রক্ষা করা
মেধাসম্পদ সুরক্ষা মানে দেশ ও জাতিকে রক্ষা করা
অভিষেকে আস্থার প্রতিদান দিলেন তানজিদ
অভিষেকে আস্থার প্রতিদান দিলেন তানজিদ
সর্বাধিক পঠিত
মুক্তি পেলেন মামুনুল হক
মুক্তি পেলেন মামুনুল হক
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
নদীতে ধরা পড়ছে না ইলিশ, কারণ জানালেন মৎস্য কর্মকর্তা
নদীতে ধরা পড়ছে না ইলিশ, কারণ জানালেন মৎস্য কর্মকর্তা