X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

এরশাদের শারীরিক অবস্থা অপরিবর্তিত: জিএম কাদের

বাংলা ট্রিবিউন ডেস্ক
০৭ জুলাই ২০১৯, ১৩:০৪আপডেট : ০৭ জুলাই ২০১৯, ১৭:০০

জাতীয় পার্টির বনানী কার্যালয়ে সংবাদ সম্মেলন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে বলে জানিয়েছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের।  তিনি বলেন, ‘ডাক্তাররা জানিয়েছেন, কালকে (শনিবার, ৬ জুলাই) যেরকম ছিল, সেরকমই আছে। অবস্থার অবনতি হয়নি। কোনও কোনও ক্ষেত্রে সামান্য উন্নতি হয়েছে।’ জাতীয় পার্টির বনানী কার্যালয়ে রবিবার (৭ জুলাই) এক সংবাদ সম্মেলনে জিএম কাদের সাংবাদিকদের এসব কথা জানান। সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন হুসেইন মুহম্মদ এরশাদকে ৪ জুলাই লাইফ সাপোর্টে নেওয়া হয়। এর আগে গত ২৬ জুন তাকে এই হাসপাতালে ভর্তি করা হয়।

গোলাম মোহাম্মদ কাদের বলেন, আজও (রবিবার) এরশাদের ডায়ালাইসিস চলছে। সিএমএইচ-এর চিকিৎসকরা তাকে বিশ্বমানের চিকিৎসা দিচ্ছেন। অত্যাধুনিক হেমো পারফিউশন এবং হেমো ডায়া ফিল্টারেশনের মাধ্যমে রক্ত থেকে অপ্রয়োজনীয় পানি ও বর্জ্য অপসারণ করা হচ্ছে।
তিনি বলেন, এরশাদের শ্বাস-প্রশ্বাসসহ অন্যান্য অঙ্গ-প্রত্যঙ্গ কৃত্রিমভাবে সচল রাখা হয়েছে। চিকিৎসকরা আশা করছেন, আস্তে আস্তে শারীরিক অবস্থা স্বাভাবিক হয়ে উঠবে। তিনি সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসবেন।
হুসেইন মুহম্মদ এরশাদের রক্ত প্রয়োজন−এমন সংবাদে অনেকেই রক্ত দিয়েছেন, অনেকেই রক্ত দেওয়ার জন্য তালিকাভুক্ত হয়েছেন। এরশাদের জন্য মানুষের এই ভালোবাসায় কৃতজ্ঞতা জানান জিএম কাদের। এছাড়া গত শুক্রবার সারা দেশের সব মসজিদ এবং মন্দিরে এরশাদের রোগমুক্তি এবং সুস্থতা কামনায় দোয়া অনুষ্ঠানের জন্য দেশবাসীর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।
জাতীয় পার্টির মহাসচিব ও সংসদে বিরোধীদলীয় চিফ হুইপ মসিউর রহমান রাঙ্গা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া গুজব ও বিভ্রান্তিকর তথ্যে দেশবাসীকে বিভ্রান্ত না হতে অনুরোধ জানিয়েছেন। এর আগে বেলা ১১টায় জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানী অফিসে এরশাদের রোগমুক্তি ও সুস্থতা কামনায় বিশেষ দোয়ার আয়োজন করে জাতীয় ওলামা পার্টি। এ সময় উপস্থিত ছিলেন, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভ রায়, এসএম ফয়সল চিশতী, এটিইউ তাজ রহমান, মেজর (অব.) মো. খালেদ আখতার, অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভূঁইয়া, আলমগীর সিকদার লোটন, উপদেষ্টা ড. নূরুল আজাহার, ভাইস চেয়ারম্যান নূরুল ইসলাম নূরু, বাহাউদ্দিন আহমেদ বাবুল প্রমুখ।

আরও পড়ুন:

অত্যাধুনিক চিকিৎসায় এরশাদ সুস্থ হয়ে উঠতে পারেন: জিএম কাদের

এরশাদের চিকিৎসায় রক্তের ব্যবস্থা হয়েছে: জিএম কাদের

 

/এসটিএস/এনআই/ওআর/এপিএইচ/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘দাবদাহের মধ্যে কষ্ট হলেও মানুষ ভোট দিতে আসবে’
‘দাবদাহের মধ্যে কষ্ট হলেও মানুষ ভোট দিতে আসবে’
ইরফান খান: জীবনের মোড় ঘুরেছিল ২০০ রুপির অভাবে!
প্রয়াণ দিনে স্মরণইরফান খান: জীবনের মোড় ঘুরেছিল ২০০ রুপির অভাবে!
খোলা সয়াবিন তেল বিক্রি বন্ধের সিদ্ধান্ত থেকে সরে আসছে সরকার
খোলা সয়াবিন তেল বিক্রি বন্ধের সিদ্ধান্ত থেকে সরে আসছে সরকার
ভুটানে আবার কোচ হয়ে যাচ্ছেন বাংলাদেশের বিদ্যুৎ
ভুটানে আবার কোচ হয়ে যাচ্ছেন বাংলাদেশের বিদ্যুৎ
সর্বাধিক পঠিত
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড