X
বুধবার, ০৮ মে ২০২৪
২৪ বৈশাখ ১৪৩১

চাপ দিলে সবই সম্ভব: জোনায়েদ সাকি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ জুলাই ২০১৯, ১৮:১৯আপডেট : ৩০ জুলাই ২০১৯, ১৮:২৩

মানববন্ধনে বক্তব্য রাখছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি

চাপ দিলে সবই সম্ভব বলে মন্তব্য করেছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি। তিনি বলেছেন, 'আমরা চাপ তৈরি করতে পারলে কাজ হবে। আজকে ডেঙ্গু নিয়ে যে চাপ তৈরি হয়েছে, তাতে আওয়ামী  লীগের মতো একটি দল রাস্তায় নামতে বাধ্য হয়েছে। তারা এখন শহর পরিচ্ছন্ন করার জন্য নামছে। চাপ দিলে সবই সম্ভব। পরিবর্তন সম্ভব, আমরা পরিবর্তন চাই'।

মঙ্গলবার (৩০ জুলাই) জাতীয় প্রেসক্লাবের সামনে আমরা সাধারণ জনগণ আয়োজিত 'গ্যাসের দামসহ সকল দ্রব্যমূল্য হ্রাসকরণ, দেশে সুশাসন প্রতিষ্ঠা, জনগণের ভোটের অধিকার নিশ্চিত এবং যানজট নিরসনে'র দাবিতে আয়োজিত এক মানববন্ধনে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, এখানে মানুষের ভোটের অধিকার নাই। এই সরকার যদি মানুষের ভোটের দিকে তাকায় তাহলে মানুষ কী চায় সেটার দিকে তারা তাকাবে। কিন্তু, কোনও সরকার যদি ভোটের ওপর নির্ভর না করে, তাহলে মানুষ কী চায় সেটা নিয়ে তারা চিন্তা করবে না। তারা ক্ষমতায় আছে যাদের জোরে তারা—পুলিশ, আমলা কিংবা সেনাবাহিনী বা অন্যান্য প্রতিষ্ঠান। তাদের দিকে তাকাবে, তাদেরকে খুশি করবে। এই খুশি করার শাসন চলছে বাংলাদেশে। আর যাদের খুশি করা হচ্ছে তাদের ক্ষমতা বেপরোয়াভাবে বেড়ে যাচ্ছে। তার নমুনা হচ্ছে, গত বৃহস্পতিবার একজন যুগ্ম সচিব ফেরি পার হবেন বলে তার জন্য ফেরি তিন ঘণ্টা আটকে রাখা হয়েছে। তার ফলে তিতাস ঘোষ নামে এক কিশোর মারা গেল। তার পরিবারের সদস্যরা হাতে পায়ে ধরে বলেছে আমাদের বাচ্চাটা মারা যাচ্ছে আপনারা ফেরিটা ছাড়েন। এই হচ্ছে আমাদের দেশের শাসন। এই শাসনের বিরুদ্ধে প্রতিবাদ করা উচিত। কিন্তু প্রতিবাদ করবে কে? আমরা কেউ প্রতিবাদ করতে পারছি না, ভয়ে আছি বলে।

সাধারণ মানুষের উদ্দেশে তিনি বলেন, আপনারা নিজেদের পক্ষে কথা বলা শুরু করেন। নিজেদের পক্ষে কথা বললে আপনি আপনার অধিকারের জায়গা পাবেন। অন্যায়ের বিরোধিতা না করলে কোনও জায়গায় অধিকার পাবেন না।

সাকি আরও বলেন, আজকে মানুষের জীবনের কোনও নিরাপত্তা নাই। শিশুর ওপর ধর্ষণ চলছে। ক্রসফায়ার করে তারা মানুষ মারে। পিটিয়ে মানুষ মেরে ফেলে, তাতে বিন্দুমাত্র তাদের দয়ামায়া হয় না। এরকম অবস্থা আজকে বাংলাদেশের চলছে। এই অবস্থা চলতেই থাকবে যতদিন না আমরা সংগঠিত হবো। প্রতিরোধ করলে, আমাদের বাঁচার সম্ভাবনা তৈরি হবে। আসুন আমরা ঐক্যবদ্ধ হই।

মানববন্ধনে সাধারণ জনগণরা উপস্থিত ছিলেন।

 

/এইচএন/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পিএসজিকে হারিয়ে ফাইনালে ডর্টমুন্ড
চ্যাম্পিয়নস লিগপিএসজিকে হারিয়ে ফাইনালে ডর্টমুন্ড
রাজস্থানকে হারিয়ে প্লে অফের আশা বাঁচিয়ে রাখলো দিল্লি
রাজস্থানকে হারিয়ে প্লে অফের আশা বাঁচিয়ে রাখলো দিল্লি
ঢাকা আসছেন মার্কিন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু
ঢাকা আসছেন মার্কিন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু
প্রথম ধাপের উপজেলা নির্বাচন আজ
প্রথম ধাপের উপজেলা নির্বাচন আজ
সর্বাধিক পঠিত
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
ছুড়ে দেওয়া সব তীর সাদরে গ্রহণ করলাম: ভাবনা
ছুড়ে দেওয়া সব তীর সাদরে গ্রহণ করলাম: ভাবনা
শনিবার স্কুল খোলা রাখার প্রতিবাদে শিক্ষকদের কর্মবিরতি ঘোষণা
শনিবার স্কুল খোলা রাখার প্রতিবাদে শিক্ষকদের কর্মবিরতি ঘোষণা
আসছে ব্যয় কমানোর বাজেট
আসছে ব্যয় কমানোর বাজেট
খালেদা জিয়ার শারীরিক অবস্থার দ্রুত অবনতি, বিএনপির প্রস্তুতি কী?
খালেদা জিয়ার শারীরিক অবস্থার দ্রুত অবনতি, বিএনপির প্রস্তুতি কী?