X
রবিবার, ০৫ মে ২০২৪
২২ বৈশাখ ১৪৩১

কারাগারে খালেদা জিয়ার মৃত্যু হলে খুশি হবেন প্রধানমন্ত্রী: গয়েশ্বর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ আগস্ট ২০১৯, ১৬:৩৭আপডেট : ৩১ আগস্ট ২০১৯, ২১:০৩

 আলোচনা সভায় বক্তব্য রাখছেন গয়েশ্বর চন্দ্র রায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কারাগারেই খালেদা জিয়াকে মৃত্যুর মুখোমুখি করতে চান বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। তিনি বলেন, ‘কারাগারে খালেদা জিয়ার মৃত্যু হলে বেশি খুশি হবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।’ শনিবার (৩১ আগস্ট) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে জাতীয়তাবাদী প্রজন্ম ৭১ আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

‘বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ সব রাজবন্দির মুক্তির দাবি’তে এ সভা অনুষ্ঠিত হয়।

গয়েশ্বর বলেন, ‘আমি জানি না ঈশ্বর তার (প্রধানমন্ত্রীর) আকাঙ্ক্ষা পূরণ করবেন কিনা। নাকি তার কান্না দেখে ভবিষ্যতে মানুষ কাঁদতে ভয় পাবে। কারণ, এত অপকর্মের জবাব তো একটা না একটা দিতেই হবে।’

বিএনপির এই নেতা বলেন, ‘কী কারণে প্রধানমন্ত্রী দেশে কম থাকেন, বিদেশে বেশি থাকেন, কী তার কর্মকাণ্ড, তা তার দলের নেতারাও জানেন না। এ রহস্যময় ঘটনার জন্য আমার কোনও বক্তব্য নেই। তবে আওয়ামী লীগের নেতাকর্মীদের চেহারার দিকে তাকালে মন হয়, তাদের মধ্যে আতঙ্কের ছায়া কাজ করছে।’

নিজের স্বার্থেই কাদের সিদ্দিকী ঐক্যফ্রন্ট থেকে বের হয়েছেন মন্তব্য করে গয়েশ্বর বলেন, ‘তার প্রতি সম্মান রেখেই বলতে চাই, তারেক রহমানকে নেতা বানানোর জন্য তিনি ফ্রন্টে আসেননি—এটা ঠিক বলেছেন।’

কাদের সিদ্দিকীর উদ্দেশে গয়েশ্বর বলেন, ‘এটা জানি, আপনার রাজনৈতিক স্বার্থ বিবেচনায় ফ্রন্টে এসেছিলেন। আর স্বার্থ বিবেচিত হয়নি বলেই সেখান থেকে ফেরত গেছেন। এটা অস্বাভাবিক কিছু না। তা বোঝার মতো সক্ষমতা জনগোষ্ঠীর আছে।’

‘রোহিঙ্গাদের ইন্ধন দিচ্ছে কারা’—পররাষ্ট্রমন্ত্রীর এমন বক্তব্যের সমালোচনা করে গয়েশ্বর বলেন, ‘রোহিঙ্গাদের ইন্ধন দিচ্ছে সরকার। যদি ইন্ধন না দেয়, তাহলে তারা লাখ লাখ রোহিঙ্গা সমবেত হয়ে সমাবেশ করে কীভাবে? বাংলাদেশে রাজনৈতিক দলগুলোকে সরকার যেখানে সভা-সমাবেশ করতে দেয় না, সেখানে উন্মুক্ত ময়দানে রোহিঙ্গারা সমাবেশ করছে। সেখানে আমি তো মনে করি সরকারের ইন্ধন রয়েছে।’

জাতীয় ঐক্য সৃষ্টি করে রোহিঙ্গা সমস্যার সমাধান করতে হবে উল্লেখ করে বিএনপির এই নেতা বলেন, ‘এই উদ্যোগটা সরকারকে নিতে হবে। বলা হচ্ছে রোহিঙ্গারা যেতে চায় না। কেন যেতে চায় না? যদি তারা চলে যায়, তাহলে সরকার তাদের রাজনৈতিকভাবে ব্যবহার করতে পারবে না।’

বিএনপির নেতাকর্মীদের উদ্দেশে গয়েশ্বর বলেন, ‘খালেদা জিয়ার মুক্তি আদালতের মাধ্যমে হবে, এই শব্দটা বিশ্বাস করতে আমার কষ্ট হয়। কারণ, রাজনৈতিক নেতানেত্রীর বিচার কখনও আদালত করে না। রাজনৈতিক নেতানেত্রীর বিচার হয় জনগণের আদালতে। বিশ্বাসের সঙ্গে বলতে পারি, জনগণের আদালতে তিনি এখনও দোষী সাব্যস্ত হয়নি।’

আয়োজক সংগঠনের সভাপতি ঢালী আমিনুল ইসলাম রিপনের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন জাতীয় পার্টির (কাজী জাফর) প্রেসিডিয়াম সদস্য আহসান হাবিব লিংকন, বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ প্রমুখ।

/এএইচআর/এমএনএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দুবাইতে বিশ্বের ২৩ নম্বর চীনের সুপার গ্র্যান্ডমাস্টারের সঙ্গে ড্র করে ফাহাদের চমক
দুবাইতে বিশ্বের ২৩ নম্বর চীনের সুপার গ্র্যান্ডমাস্টারের সঙ্গে ড্র করে ফাহাদের চমক
বরিশালে পরিবহন শ্রমিকদের সংঘর্ষ, অর্ধশতাধিক থ্রি-হুইলার ভাংচুর
বরিশালে পরিবহন শ্রমিকদের সংঘর্ষ, অর্ধশতাধিক থ্রি-হুইলার ভাংচুর
জিরোনার মাঠে বার্সেলোনার নাটকীয় হারে চ্যাম্পিয়ন রিয়াল
জিরোনার মাঠে বার্সেলোনার নাটকীয় হারে চ্যাম্পিয়ন রিয়াল
‘ফাইভ স্টার’ ম্যানসিটি, চার গোল হাল্যান্ডের
‘ফাইভ স্টার’ ম্যানসিটি, চার গোল হাল্যান্ডের
সর্বাধিক পঠিত
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
লিথুয়ানিয়ার ড্রোন হামলা ব্যর্থ হয়েছে: বেলারুশ
লিথুয়ানিয়ার ড্রোন হামলা ব্যর্থ হয়েছে: বেলারুশ
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ