X
শুক্রবার, ০৪ জুলাই ২০২৫
২০ আষাঢ় ১৪৩২

ঢাবিতে ছাত্রদলের ওপর হামলার বিচার দাবি

ঢাবি প্রতিনিধি
২৩ সেপ্টেম্বর ২০১৯, ১৬:৫৯আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০১৯, ১৮:০৪





ঢাবিতে ছাত্রদলের ওপর হামলার বিচার দাবি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের ওপর হামলার ঘটনায় বিচার দাবি করেছেন ছাত্রসংগঠনটির নবনির্বাচিত সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল। সোমবার (২৩ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৩টায় ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) আয়োজিত প্রেস ব্রিফিং তিনি বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে বিচার দাবি করেন।
ছাত্রদলের অভিযোগ, সোমবার বেলা সাড়ে ১১টার দিকে হাকিম চত্বরে গণমাধ্যমকর্মীদের সঙ্গে কথা বলছিল তারা। এসময় ঢাবি ছাত্রলীগের সভাপতি সঞ্জিত চন্দ্র দাস এসে তাদের ক্যাম্পাস থেকে চলে যেতে বলেন। পরে তারা টিএসসিতে ডাসের সামনে গিয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে কথা বলেন। পরে সেখানে ২০-২৫ জন ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে তাদের ওপর হামলা চালায়। ছাত্রদলের দাবি, হামলায় তাদের ৩০-৪০ জন নেতাকর্মী আহত হয়েছে।
তবে অভিযোগ অস্বীকার করেছেন ঢাবি ছাত্রলীগ সভাপতি সঞ্জিত। তিনি বলেন, ‘আমরা কাউকে হামলার নির্দেশ দিইনি। এ হামলার সঙ্গে ছাত্রলীগ জড়িত নয়।’ বিষয়টি ফোনে জানতে পেরেছেন বলেও দাবি করেন তিনি।
প্রেস ব্রিফিংয়ে ইকবাল হোসেন শ্যামল বলেন, “গতকালের (রবিবার) মধুর ক্যানটিনের ঘটনার ধারাবাহিকতায় আজও উসকানিমূলক স্লোগান দিয়ে হাকিম চত্বরে গণমাধ্যমের সঙ্গে কথা বলতে বাধা দেয় ছাত্রলীগ। এরপর নেতাকর্মীদের নিয়ে আমরা টিএসসি’র ডাসের সামনে যাই। সেখানে গণমাধ্যমকর্মীদের সঙ্গে কথা বলার পর আমাদের ওপর ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে ২০-২৫ জন অতর্কিতে হামলা চালায়।”
ছাত্রদলের সাধারণ সম্পাদক অভিযোগ করেন, এ ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ দায়ী। তিনি বলেন, ‘বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি সঞ্জিত চন্দ্র দাসের নেতৃত্বে হয়েছে। এই হামলার নিন্দা-প্রতিবাদ জানাচ্ছি। বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে এর বিচার দাবি করছি।’
এদিকে, ছাত্রদলের নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় সংবাদ সংগ্রহ করার সময় বিশ্ববিদ্যালয়ে কর্মরত তিন সাংবাদিকের ওপর হামলা হয়। তারা হলেন আনিসুর রহমান, রাহাতুল ইসলাম রাফি ও আফসার মুন্না।
ছাত্রদল সাধারণ সম্পাদক এ ঘটনার নিন্দা জানিয়েছেন। 

ঢাবিতে ছাত্রদলের কর্মীদের ওপর ছাত্রলীগের হামলার অভিযোগ

/এইচআই/এমএমজে/
সম্পর্কিত
আ.লীগ নেতার বাড়িতে চাঁদাবাজির অভিযোগে পুলিশ সদস্য আটক
ফরিদপুরে এ কে আজাদের বাড়িতে চড়াও হলেন বিএনপি নেতাকর্মীরা
বার ভাঙচুর: সেই যুবদল নেতা বহিষ্কার
সর্বশেষ খবর
দুই ভাইয়ের বিরোধে মুরাদনগরের সেই ঘটনার ভিডিও ছড়ানো হয়: র‌্যাব
দুই ভাইয়ের বিরোধে মুরাদনগরের সেই ঘটনার ভিডিও ছড়ানো হয়: র‌্যাব
গাজায় যুদ্ধবিরতির নতুন প্রস্তাবের নিশ্চয়তা চায় হামাস
গাজায় যুদ্ধবিরতির নতুন প্রস্তাবের নিশ্চয়তা চায় হামাস
জুলাই আন্দোলনে নিহত ৬ সাংবাদিক: কেমন আছে তাদের পরিবার
জুলাই আন্দোলনে নিহত ৬ সাংবাদিক: কেমন আছে তাদের পরিবার
কুমিল্লায় বিদেশি পিস্তলসহ বিএনপি নেতা গ্রেফতার
কুমিল্লায় বিদেশি পিস্তলসহ বিএনপি নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধন উপদেষ্টা পরিষদে অনুমোদন
সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধন উপদেষ্টা পরিষদে অনুমোদন
এনবিআর নিয়ে ‘কঠোর’ সরকার, আতঙ্কে শীর্ষ কর্মকর্তারা
এনবিআর নিয়ে ‘কঠোর’ সরকার, আতঙ্কে শীর্ষ কর্মকর্তারা
সচিবালয়ে দখলের দ্বন্দ্ব : আন্দোলনের নেতৃত্বে বিভক্তি
সচিবালয়ে দখলের দ্বন্দ্ব : আন্দোলনের নেতৃত্বে বিভক্তি
খেলাপিতে ধসে পড়ছে আর্থিক প্রতিষ্ঠান: বিপদে আমানতকারীরা
খেলাপিতে ধসে পড়ছে আর্থিক প্রতিষ্ঠান: বিপদে আমানতকারীরা
প্রশ্নপত্রে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ির গল্প, পরীক্ষা বাতিল
প্রশ্নপত্রে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ির গল্প, পরীক্ষা বাতিল