X
রবিবার, ২৮ এপ্রিল ২০২৪
১৫ বৈশাখ ১৪৩১

সমর্থন নিতে ড. কামালের চেম্বারে যাচ্ছেন বিএনপির দুই মেয়র প্রার্থী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ জানুয়ারি ২০২০, ১৯:৩০আপডেট : ০৭ জানুয়ারি ২০২০, ২০:২২

ঢাকার দুই সিটি করপোরেশনের মেয়র প্রার্থী তাবিথ আউয়াল ও ইশরাক হোসেন ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে জাতীয় ঐক্যফ্রন্টের সমর্থন নিতে বুধবার (৮ জানুয়ারি) বেলা ১১ টার দিকে জোটের আহ্বায়ক ড. কামাল হোসেনের চেম্বারে যাবেন বিএনপির দুই মেয়র প্রার্থী। সূত্র জানিয়েছে, মতিঝিলে ড. কামাল হোসেনের চেম্বারে উত্তরের মেয়র প্রার্থী তাবিথ আউয়াল ও দক্ষিণের প্রার্থী ইশরাক হোসেনকে আনুষ্ঠানিকভাবে ঐক্যফ্রন্টের পক্ষে থেকে সমর্থন দেওয়া হবে। এছাড়া বিএনপির প্রার্থীদের পক্ষে কাজ করার ঘোষণা দেবেন জোটের নেতারা।
ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটির সদস্য গণফোরামের নির্বাহী সভাপতি অ্যাডভোটেক সুব্রত চৌধুরী বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আগামীকাল (বুধবার) সকালে ঐক্যফ্রন্টের বৈঠক আছে। সেখানে বিএনপির দুই মেয়র প্রার্থী আসবেন। আমাদের পক্ষে তাদের আনুষ্ঠানিকভাবে সমর্থন দেওয়া হবে।’
স্টিয়ারিং কমিটির আরেক সদস্য নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেন, ‘বিএনপি যদি আন্দোলনের অংশ হিসেবে সিটি নির্বাচনে অংশগ্রহণের ঘোষণা দেয় তাহলে তাদের মেয়র প্রার্থীদের আমরা সমর্থন দেবো। অন্যথায় আমরা সমর্থন দেবো না।’
জোটের নেতারা বলছেন, সিটি নির্বাচনে অংশ নেওয়ার আগে বিএনপি এ বিষয়ে আমাদের সঙ্গে কোনও আলোচনা করেনি। আজকের  বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান এ নিয়ে আলোচনা তোলেন। বিএনপির প্রার্থীদের পক্ষে ঐক্যফ্রন্টের সমর্থন ও প্রচারণায় অংশ নেওয়ার অনুরোধ জানান। এরই পরিপ্রেক্ষিতে বুধবার (৮ জানুয়ারি) সিটি নির্বাচন নিয়ে ঐক্যফ্রন্টের বৈঠক ডাকা হয়েছে। বৈঠকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলটির দুই প্রার্থীও উপস্থিত থাকবেন বলে দলটির পক্ষ থেকে জানানো হয়েছে।
এ বিষয়ে ড. মঈন খান বলেন, ‘বুধবার ঐক্যফ্রন্টের বৈঠকে ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে আমাদের দুই সিটির মেয়র প্রার্থী থাকবেন।’
জাতীয় ঐক্যফ্রন্টের অন্যতম উদ্যোক্তা ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, ‘সিটি নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থীরা আমাদের সঙ্গে দেখা করতে চায়। এজন্য তাদের আগামীকাল সময় দেওয়া হয়েছে।’
বিএনপির মেয়র প্রার্থীদের সমর্থন দেওয়া হবে কিনা জানতে চাইলে ডা. জাফরুল্লাহ বলেন, ‘কাল দেখা করতে এসে তারা কী বলেন তার ওপর নির্ভর করছে সবকিছু।’
এদিকে আজ মঙ্গলবার (৭ জানুয়ারি) বেলা ১১ টায় মতিঝিলে ড. কামালের চেম্বারে ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক সূত্রে জানা গেছে, সেখানে সর্বশেষ ২৯ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অনিয়মের প্রতিবাদে অনুষ্ঠিত ঐক্যফ্রন্টের কর্মসূচিতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ সিনিয়র নেতাদের অনুপস্থিতি নিয়ে সমালোচনা করা হয়। নেতাদের অভিযোগ ছিল- গত কয়েক মাস ঐক্যফ্রন্টকে নিয়ে বিএনপির আগ্রহ কম দেখা যাচ্ছে। ২৯ ডিসেম্বরের কর্মসূচিতে বিএনপির নেতাকর্মীদেরও তেমন উপস্থিতি ছিল না। এতে অন্য শরিকদের তুলনায় বিএনপির বেশি ক্ষতি হচ্ছে। যদিও এর জবাবে দলটির স্থায়ী কমিটির সদস্য মঈন খান বলেছেন, বিভিন্ন প্রোগ্রাম থাকার কারণে ঐক্যফ্রন্টের অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেন না মির্জা ফখরুল।

আরও পড়ুন: ঢাকার দুই সিটি নির্বাচনে বিএনপির পাশে ঐক্যফ্রন্ট নেই কেন?

 

/এএইচআর/ওআর/
সম্পর্কিত
উপজেলা নির্বাচন আগের যে কোনও নির্বাচনের চেয়ে ভালো হবে: ইসি হাবিব
উপজেলা নির্বাচনে অংশ নেওয়ায় আরও ৩ নেতাকে বহিষ্কার বিএনপির
বেসিস নির্বাচন: দেশের সফটওয়্যার খাতকে স্বয়ংসম্পূর্ণ করতে চান ইকবাল আহমেদ
সর্বশেষ খবর
সিলেটে ট্রাকের ধাক্কায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত
সিলেটে ট্রাকের ধাক্কায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত
আবারও জীবিত দুই জিম্মির ভিডিও প্রকাশ করেছে হামাস
আবারও জীবিত দুই জিম্মির ভিডিও প্রকাশ করেছে হামাস
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
টিভিতে আজকের খেলা (২৮ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (২৮ এপ্রিল, ২০২৪)
সর্বাধিক পঠিত
যুদ্ধবিরতি প্রস্তাবে ইসরায়েলের প্রতিক্রিয়া পেলো হামাস
যুদ্ধবিরতি প্রস্তাবে ইসরায়েলের প্রতিক্রিয়া পেলো হামাস
তাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
প্রাক-প্রাথমিক বন্ধই থাকছেতাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
ইমিগ্রেশনেই খারাপ অভিজ্ঞতা বিদেশি পর্যটকদের
ইমিগ্রেশনেই খারাপ অভিজ্ঞতা বিদেশি পর্যটকদের
বিক্রি না করে মজুত, গুদামে পচে যাচ্ছে আলু
বিক্রি না করে মজুত, গুদামে পচে যাচ্ছে আলু
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই