X
বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫
১৯ আষাঢ় ১৪৩২

নানামুখী চাপ উপেক্ষা করে অবাধ তথ্য নিশ্চিত করছে বাংলা ট্রিবিউন: মান্না

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ মে ২০২০, ২০:১৪আপডেট : ১৩ মে ২০২০, ২১:০৪

মাহমুদুর রহমান মান্না

বাংলা ট্রিবিউনের সপ্তম বর্ষে পদার্পণ উপলক্ষে শুভেচ্ছা ও ধন্যবাদ জানিয়েছেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না। তিনি বলেন, ‘শুরু থেকেই বাংলা ট্রিবিউন নানামুখী চাপ এবং প্রতিকূলতা উপেক্ষা করে তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিতে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে।’

বুধবার (১৩ মে) রাত আটটার দিকে নাগরিক ঐক্যের সদস্য সাকিব আনোয়ার স্বাক্ষরিত এক শুভেচ্ছাবার্তায় মান্না এসব কথা বলেন।

শুভেচ্ছাবার্তায় মাহমুদুর রহমান মান্না বলেন, ‘বাংলাদেশের অন্যতম জনপ্রিয় এবং বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের জন্য মানুষের আস্থা অর্জনকারী নিউজ পোর্টাল বাংলা ট্রিবিউনের সপ্তম বর্ষে পদার্পণ উপলক্ষে আমি ব্যক্তিগতভাবে এবং আমার দল নাগরিক ঐক্যের পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি এবং উত্তরোত্তর সাফল্য কামনা করছি। সেই সঙ্গে বাংলা ট্রিবিউনের সব সদস্যকে শুভেচ্ছা ও ধন্যবাদ জানাচ্ছি।’

জাতীয় ঐক্যফ্রন্টের অন্যতম এই নেতা বলেন, ‘শুরু থেকেই বাংলা ট্রিবিউন নানামুখী চাপ এবং প্রতিকূলতা উপেক্ষা করে তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিতে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। সংবাদ সংগ্রহ ও প্রকাশে গণমাধ্যমকর্মীদের বিভিন্নভাবে বাধা, হয়রানি ও নির্যাতন, ডিজিটাল নিরাপত্তা আইনের যথেচ্ছ অপপ্রয়োগের মাধ্যমে সংবাদ প্রকাশ থেকে বিরত থাকতে বাধ্য করার প্রয়াস চলছে। গ্রেফতার ও মামলা দেওয়া হচ্ছে। হামলা করা হচ্ছে। কিন্তু সব ঝুঁকি উপেক্ষা করেই নাগরিকদের বস্তুনিষ্ঠ তথ্যপ্রাপ্তি নিশ্চিতে ও জনসচেতনতা বৃদ্ধিতে সাহসী ভূমিকা পালন করছে তারা।’

মাহমুদুর রহমান মান্না বলেন, ‘স্বাধীনতার অন্যতম স্তম্ভ হচ্ছে গণমাধ্যমের স্বাধীনতা। তাই গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত না করতে পারলে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র এবং মানুষের অধিকার প্রতিষ্ঠা করা সম্ভব নয়। বাংলা ট্রিবিউন এখনও পর্যন্ত তার দায়িত্ব পালন করার সর্বোচ্চ চেষ্টা করে আসছে।’

বাংলা ট্রিবিউনের সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে শুভেচ্ছা এবং গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করার সংগ্রামে পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন মান্না।

 

/এসটিএস/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৩ জুলাই, ২০২৫)
টিভিতে আজকের খেলা (৩ জুলাই, ২০২৫)
কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় এনসিপির তাৎক্ষণিক বিক্ষোভ
কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় এনসিপির তাৎক্ষণিক বিক্ষোভ
অনুদান কমিটি থেকে অভিনেত্রীর অব্যাহতি!
অনুদান কমিটি থেকে অভিনেত্রীর অব্যাহতি!
এনসিপির কার্যালয়ের সামনে আবারও ককটেল বিস্ফোরণ
এনসিপির কার্যালয়ের সামনে আবারও ককটেল বিস্ফোরণ
সর্বাধিক পঠিত
নবম পে-কমিশন গঠনের কার্যক্রম শুরুর আশ্বাস অর্থ উপদেষ্টার
সংযুক্ত কর্মচারী প‌রিষ‌দের জরু‌রি সভানবম পে-কমিশন গঠনের কার্যক্রম শুরুর আশ্বাস অর্থ উপদেষ্টার
বরখাস্ত হলেন সেই ম্যাজিস্ট্রেট তাবাসসুম ঊর্মি
বরখাস্ত হলেন সেই ম্যাজিস্ট্রেট তাবাসসুম ঊর্মি
পরীক্ষার প্রশ্নে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ, তদন্তে কমিটি
পরীক্ষার প্রশ্নে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ, তদন্তে কমিটি
কেমন কেটেছিল ডিবি হেফাজতে ছয় সমন্বয়কের সাত দিন
কেমন কেটেছিল ডিবি হেফাজতে ছয় সমন্বয়কের সাত দিন
কার দোষে শ্রমবাজার বন্ধ হয় জানালেন আসিফ নজরুল
কার দোষে শ্রমবাজার বন্ধ হয় জানালেন আসিফ নজরুল