X
রবিবার, ০৫ মে ২০২৪
২১ বৈশাখ ১৪৩১

দুটি স্কুল থেকে জিয়াউর রহমানের নাম মুছে ফেলায় প্রতিবাদ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ জুন ২০২০, ২২:১১আপডেট : ১৩ জুন ২০২০, ২২:১১

ছাত্রদল

বগুড়ায় দুটি স্কুল থেকে সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের নাম মুছে ফেলার ঘটনায় প্রতিবাদ জানিয়েছে ছাত্রদল। শনিবার (১৩ জুন) সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি ফজলুর রহমান খোকন ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল এই নিন্দা জানান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বগুড়ায় শহীদ জিয়াউর রহমান বালিকা উচ্চ বিদ্যালয়ের নাম মুছে সুখানপুকুর বন্দর বালিকা বিদ্যালয় এবং গাবতলী শহীদ জিয়া উচ্চ বিদ্যালয়ের নাম মুছে গাবতলী পূর্বপাড়া উচ্চ বিদ্যালয় লেখায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি ও সাধারণ সম্পাদক।

বিবৃতিতে বলা হয়, স্বৈরাচারের শাসনে দেশের প্রতিটি প্রতিষ্ঠান তাদের নিজ নিজ অবস্থান থেকে যেন স্বৈরাচার হওয়ার খেলায় মেতে উঠেছে। শুধু প্রতিহিংসা আর রাজনৈতিক কারণে বিএনপি ও তার প্রতিষ্ঠাতাকে অবমূল্যায়ন করার চেষ্টা করা হচ্ছে। বগুড়ায় শহীদ জিয়াউর রহমান বালিকা উচ্চ বিদ্যালয় ও গাবতলী শহীদ জিয়া উচ্চ বিদ্যালয়ের নাম মুছে সরকার চরম হীনমন্যতার পরিচয় দিলো।

ছাত্রদলের দুই শীর্ষনেতা বলেন, ‘সফল রাষ্ট্রনায়ক, মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার শহীদ জিয়াউর রহমানের (বীরউত্তম) কন্ঠস্বরে পঠিত হয়েছে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা। তাকে যখন অবজ্ঞা করা হয়, তখন আসলে অবজ্ঞা করা হয় এই দেশকে, এই জাতিকে, এই দেশের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধকে।’ বিদ্যালয়গুলোর নামফলক থেকে জিয়াউর রহমানের নাম মুছে ফেললেও দেশের মানুষের মন থেকে তাকে মুছে ফেলা যাবে না বলে মনে করেন সংগঠনটির নেতারা। এছাড়াও স্কুল দুটিতে জিয়াউর রহমানের নাম আবারও যুক্ত করার দাবি জানান তারা।



 

/এসটিএস/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জিরোনার মাঠে বার্সেলোনার নাটকীয় হারে চ্যাম্পিয়ন রিয়াল
জিরোনার মাঠে বার্সেলোনার নাটকীয় হারে চ্যাম্পিয়ন রিয়াল
হাল্যান্ডে লণ্ডভণ্ড উলভস
হাল্যান্ডে লণ্ডভণ্ড উলভস
ঢাকায় পুনর্মিলন সেরে ক্যাঙ্গারুর দেশে...
ঢাকায় পুনর্মিলন সেরে ক্যাঙ্গারুর দেশে...
নিষ্পত্তির অপেক্ষায় হেফাজতের ২০৩ মামলা
নিষ্পত্তির অপেক্ষায় হেফাজতের ২০৩ মামলা
সর্বাধিক পঠিত
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
লিথুয়ানিয়ার ড্রোন হামলা ব্যর্থ হয়েছে: বেলারুশ
লিথুয়ানিয়ার ড্রোন হামলা ব্যর্থ হয়েছে: বেলারুশ
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
এডিবি কর্মকর্তা গোবিন্দ বরের বিরুদ্ধে বিশিষ্টজনদের হয়রানির অভিযোগ
এডিবি কর্মকর্তা গোবিন্দ বরের বিরুদ্ধে বিশিষ্টজনদের হয়রানির অভিযোগ