X
মঙ্গলবার, ০৭ মে ২০২৪
২৪ বৈশাখ ১৪৩১

বিএনপির স্থায়ী কমিটির বৈঠক, ‘ক্ষুব্ধ’ প্রতিক্রিয়া নেতাদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ জুন ২০২০, ২১:২৫আপডেট : ১৮ জুন ২০২০, ২১:৫৩

বিএনপি নিয়মিত বৈঠকের অংশ হিসেবে স্থায়ী কমিটির বৈঠক করেছে বিএনপি। বৃহস্পতিবার (১৮ জুন) বিকাল সাড়ে পাঁচটা থেকে প্রায় আড়াই ঘণ্টা ধরে বৈঠকটি চলে। ভার্চুয়াল এ বৈঠকে লন্ডন থেকে যুক্ত থেকে সভাপতিত্ব করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দলের চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানান।

বিএনপির স্থায়ী কমিটির একাধিক সদস্যের সঙ্গে আলাপকালে জানা গেছে, স্থায়ী কমিটির বৈঠকে সুনির্দিষ্ট একটি বিষয়সহ আনুষঙ্গিক কয়েকটি বিষয় নিয়ে আলাপ হয়। বৈঠকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, আমীর খসরু মাহমুদ চৌধুরী, ইকবাল হাসান মাহমুদ টুকুসহ কয়েকজন অংশ নেন।
স্থায়ী কমিটির একাধিক সূত্র জানায়, ভার্চুয়াল বৈঠকে একটি সুনির্দিষ্ট বিষয়ে ডিসকাশন হয় অধিকাংশ বিষয়। এছাড়া, নির্বাচন কমিশনের সাম্প্রতিক সিদ্ধান্ত, করোনা পরিস্থিতি ও দলের করোনা সেলের কার্যক্রমের পাশাপাশি একাধিক গণমাধ্যমে খালেদা জিয়াকে নিয়ে যেসব সংবাদ প্রকাশিত হয়েছে, এসবের প্রতিক্রিয়া দেন সদস্যরা। এতে সবাই ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন।
একটি দায়িত্বশীল সূত্র দাবি করে, খালেদা জিয়ার লন্ডনযাত্রা বা তার চিকিৎসার বিষয়ে গত কয়েকদিনে যেসব সংবাদ প্রকাশিত হয়েছে, সে সবের ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন শীর্ষ নেতৃত্ব। এক্ষেত্রে পরবর্তী করণীয় নির্ধারণ নিয়ে চিন্তা করছেন শীর্ষ নেতৃত্ব।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বাংলা ট্রিবিউনকে বলেন, ‘কিছু কিছু জায়গায় যেভাবে ম্যাডামের বিষয়ে খবর এসেছে, এগুলো পুরোপুরি মিথ্যা। আমাদের মধ্যে আলোচনা তো নেই, এমনকি পরিবার এখনও পরবর্তী কিছু নিয়ে আলোচনা করেননি।’ তবে, বৈঠকের বিষয়ে জানতে চাইলে স্থায়ী কমিটির এ সদস্য দলের মহাসচিবের সঙ্গে কথা বলার পরামর্শ দেন।
পরে জানতে চাইলে বৃহস্পতিবার রাত পৌনে নয়টার দিকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলা ট্রিবিউনকে জানান, স্থায়ী কমিটির ভার্চুয়াল বৈঠক হয়েছে। বৈঠকের বিষয় ও সিদ্ধান্তগুলো নিয়ে দুয়েকদিনের মধ্যেই সংবাদ সম্মেলন করবেন তিনি।
দলের স্থায়ী কমিটির একজন সদস্য দাবি করেন, বৈঠকে করোনা বিষয়ক বড় কোনও আলোচনা হয়নি। বিশেষ করে প্রাসঙ্গিকভাবে দু-একজন সদস্য কথা বললেও মূল আলোচনা ছিল অন্য বিষয়ে। দলের মহাসচিব এ বিষয়ে ব্রিফ করবেন বলে জানি।’

/এসটিএস/এফএএন/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী উপলক্ষে শিলাইদহ কুঠিবাড়িতে নানা আয়োজন
রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী উপলক্ষে শিলাইদহ কুঠিবাড়িতে নানা আয়োজন
তুরস্ক নৌবাহিনীর যুদ্ধজাহাজ শুভেচ্ছা সফরে চট্টগ্রাম বন্দরে
তুরস্ক নৌবাহিনীর যুদ্ধজাহাজ শুভেচ্ছা সফরে চট্টগ্রাম বন্দরে
কৃষকদের হয়রানি করলে কঠোর ব্যবস্থা, খাদ্যমন্ত্রীর হুঁশিয়ারি
কৃষকদের হয়রানি করলে কঠোর ব্যবস্থা, খাদ্যমন্ত্রীর হুঁশিয়ারি
গাজায় ত্রাণ প্রবেশের প্রধান দুটি ক্রসিং বন্ধ রেখেছে ইসরায়েল: জাতিসংঘ
গাজায় ত্রাণ প্রবেশের প্রধান দুটি ক্রসিং বন্ধ রেখেছে ইসরায়েল: জাতিসংঘ
সর্বাধিক পঠিত
ভিটামিন ডি কমে গেলে কীভাবে বুঝবেন?
ভিটামিন ডি কমে গেলে কীভাবে বুঝবেন?
যে শিশুকে পাচারের অভিযোগে মিল্টনের বিরুদ্ধে মামলা
যে শিশুকে পাচারের অভিযোগে মিল্টনের বিরুদ্ধে মামলা
ছাত্রলীগ সহসভাপতি সাদ্দামের বছরে আয় ২২ লাখ, ব্যাংকে ৩২ লাখ, উপহারের স্বর্ণ ৩০ ভরি
হরিরামপুর উপজেলা নির্বাচনছাত্রলীগ সহসভাপতি সাদ্দামের বছরে আয় ২২ লাখ, ব্যাংকে ৩২ লাখ, উপহারের স্বর্ণ ৩০ ভরি
বৃষ্টি ও বন্যার কী পূর্বাভাস পাওয়া গেলো?
বৃষ্টি ও বন্যার কী পূর্বাভাস পাওয়া গেলো?
যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হামাস, অগ্রহণযোগ্য বলছে ইসরায়েল
যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হামাস, অগ্রহণযোগ্য বলছে ইসরায়েল