X
মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫
১৭ আষাঢ় ১৪৩২

পাটকল বন্ধ করা বিএনপি-জামাত সরকারের নীতিমালারই অনুকরণ: মেনন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ জুন ২০২০, ১৭:১০আপডেট : ২৮ জুন ২০২০, ১৮:১২

পাটকল বন্ধ করা বিএনপি-জামাত সরকারের নীতিমালারই অনুকরণ: মেনন সরকার কর্তৃক রাষ্ট্রায়ত্ত পাটকল বন্ধ করার সিদ্ধান্তে বিস্ময় ও ক্ষোভ প্রকাশ করেছেন ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা। তারা বলেন, সরকারের পাটশিল্প বন্ধ করা সিদ্ধান্ত মানেই বিএনপি-জামাত সরকারের নীতিমালারই অনুকরণ মাত্র। রবিবার (২৮ জনু) সংবাদ মাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এসব কথা বলেন তারা।
বর্তমান প্রধানমন্ত্রী তার নির্বাচনি ওয়াদায় বন্ধ পাটকলগুলো খুলে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন বলে উল্লেখ করে ওয়ার্কার্স পার্টির শীর্ষ এই দুই নেতা বলেন, ক্ষমতায় এসে আদমজি ছাড়া কয়েকটি বন্ধ কারখানা চালু করা হয়েছিল। কিন্তু বিশ্বব্যাংকের দোসর অর্থমন্ত্রী, বর্তমান পাটমন্ত্রী ও কতিপয় আমলার কারসাজিতে এই প্রতিশ্রুতিকে এগিয়ে নেওয়া যায়নি। তারা ষড়যন্ত্র করে লোকসানি প্রতিষ্ঠান হিসেবে বন্ধ করার পাঁয়তারা করেছে। এটা বিএনপি-জামাত সরকারের গৃহীত নীতিমালারই অনুকরণ মাত্র।
বিবৃতিতে তারা বলেন, পাটকল পরিচালনা কেন্দ্র বিজেএমসি প্রশাসনের দুর্নীতিবাজ কর্মকর্তারা পাটক্রয়ে দুর্নীতি ও অনিয়ম করেছে। তারা মৌসুমে পাট সরবরাহ করেনি এবং উৎপাদিত পাট পণ্য বিপণনে কোনও ভূমিকা রাখেনি। যাদের কারণে ঐতিহ্যবাহী পাটশিল্প লোকসানি প্রতিষ্ঠানে পরিণত হলো, তাদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা না নিয়ে পাটকল বন্ধ করে কথিত গোল্ডেন হ্যান্ডশেক দ্বারা শ্রমিকদের বিদায় করা অমূলক।
তারা আরও বলেন, করোনার মহামারির সময়ে সরকারি প্রতিষ্ঠান বন্ধ করা ও শ্রমিকদের চাকরিচ্যুত করার ঘটনায় ব্যক্তিমালিকানা খাতের প্রতিষ্ঠানগুলোকে তিনগুণ শ্রমিক ছাঁটাই উৎসাহিত করবে। যা কোনোভাবে গ্রহণযোগ্য নয়।
বাংলাদেশের অভ্যুদয়, সংগ্রামের ইতিহাস ও ঐতিহ্যের সঙ্গে পাটশিল্প ওতপ্রোতভাবে যুক্ত উল্লেখ করে ওয়ার্কার্স পার্টির নেতারা বলেন, ৫০ লাখ পাট চাষি, পাট শ্রমিক, পাট ব্যবসায়ীসহ প্রায় ৩ কোটি মানুষ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে পাটশিল্পের সঙ্গে যুক্ত। এ অবস্থায় পাটকল বন্ধ করার আজগুবি সিদ্ধান্ত প্রত্যাহার করার দাবি জানাচ্ছি।

/এএইচআর/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফিরে দেখা: ১ জুলাই ২০২৪
ফিরে দেখা: ১ জুলাই ২০২৪
এনবিআরের আন্দোলনে এক বন্দরে হাজার কোটি টাকার ক্ষতি
এনবিআরের আন্দোলনে এক বন্দরে হাজার কোটি টাকার ক্ষতি
টিভিতে আজকের খেলা (১ জুলাই, ২০২৫)
টিভিতে আজকের খেলা (১ জুলাই, ২০২৫)
বাংলাদেশিদের ক্রেডিট কার্ড ব্যবহার বাড়ছে যুক্তরাষ্ট্র, থাইল্যান্ড, সিঙ্গাপুরে
বাংলাদেশিদের ক্রেডিট কার্ড ব্যবহার বাড়ছে যুক্তরাষ্ট্র, থাইল্যান্ড, সিঙ্গাপুরে
সর্বাধিক পঠিত
তিন বিমানবন্দরে ১৬ বাণিজ্যিক প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ হচ্ছে
তিন বিমানবন্দরে ১৬ বাণিজ্যিক প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ হচ্ছে
সঞ্চয়পত্রে কমলো মুনাফার হার, কার্যকর ১ জুলাই থেকে
সঞ্চয়পত্রে কমলো মুনাফার হার, কার্যকর ১ জুলাই থেকে
রূপপুর প্রকল্পের ১৮ প্রকৌশলী অপসারণ: হাইকোর্টের রুল
রূপপুর প্রকল্পের ১৮ প্রকৌশলী অপসারণ: হাইকোর্টের রুল
ফেসবুকে পাল্টাপাল্টি স্ট্যাটাস উপদেষ্টা আসিফ ও সাংবাদিক জুলকারনাইনের
ফেসবুকে পাল্টাপাল্টি স্ট্যাটাস উপদেষ্টা আসিফ ও সাংবাদিক জুলকারনাইনের
ইস্টার্ন ব্যাংকের চেয়ারম্যান ও পরিবারের ব্যাংক হিসাব জব্দ
ইস্টার্ন ব্যাংকের চেয়ারম্যান ও পরিবারের ব্যাংক হিসাব জব্দ