X
শুক্রবার, ০৩ মে ২০২৪
১৯ বৈশাখ ১৪৩১

করোনা পরীক্ষার ফি প্রত্যাহারের দাবি মান্নার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ জুন ২০২০, ২০:৩৫আপডেট : ২৯ জুন ২০২০, ২০:৩৭

মাহমুদুর রহমান মান্না কোভিড-১৯ টেস্টের জন্য সরকার ফি নির্ধারণ করায় এর প্রতিবাদ জানিয়েছেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না। তিনি বলেন, ‘যেখানে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং সব বিশেষজ্ঞরা করোনা সংক্রমণ রোধে টেস্ট বৃদ্ধি করাকেই প্রধান উপায় বলছেন, সেখানে এই সিদ্ধান্ত কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এতে নিম্ন আয়ের মানুষেরা উপসর্গ থাকার পরও করোনা পরীক্ষা করাতে পারবে না। তাদেরকে চিহ্নিত  করে কোয়ারেন্টিন বা আইসোলেশন করা যাবে না। এতে সংক্রমণ দ্রুত বাড়তে থাকবে।’

সোমবার (২৯ জুন) বিকালে দলের কেন্দ্রীয় কমিটির সদস্য সাকিব আনোয়ার স্বাক্ষরিত এক বিবৃতিতে এসব কথা বলেন তিনি।

উল্লেখ্য, করোনা পরীক্ষার জন্য ফি নির্ধারণ করেছে সরকার। বুথে ২০০ টাকা আর বাসায় গিয়ে নমুনা সংগ্রহ করলে ৫০০ টাকা ফি নির্ধারণ করা হয়েছে।

মাহমুদুর রহমান মান্না বলেন, ‘স্বাস্থ্য মন্ত্রণালয়ের টেকনিক্যাল কমিটির সদস্য অধ্যাপক ডা. নজরুল ইসলাম বলেছেন, এর ফলে করোনা বিস্তারের সঠিক চিত্র আর  পাওয়া যাবে না। সরকার আসলে কার পরামর্শে, কাদের জন্য কাজ করছে— তা আসলেই বোধগম্য নয়। ফ্রি থাকলে ধনী-গরীব সবাই টেস্ট করাতে পারতো। এখন যার খাবারের সমস্যা, তিনি অবশ্যই টেস্ট করাতে যাবেন না।’

করোনা ফি নির্ধারণের বিষয়টি অসাংবিধানিক বলে উল্লেখ করেন মান্না। তিনি বলেন, ‘এই সিদ্ধান্ত অসাংবিধানিক৷ সংবিধানে সবার জন্য স্বাস্থ্যসেবার কথা বলা আছে৷ এত বড় একটা মহামারিতেও স্বাস্থ্যসেবা শুধুমাত্র ধনীদের জন্য বরাদ্দ করার পাঁয়তারা করছে সরকার।’

নাগরিক ঐক্যের পক্ষ থেকে করোনা পরীক্ষার ফি নির্ধারণের তীব্র নিন্দা ও প্রতিবাদ এবং অবিলম্বে ফি প্রত্যাহারের দাবি জানান মাহমুদুর রহমান মান্না।

 

/এসটিএস/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ধানমন্ডিতে ছাদ থেকে পড়ে গৃহকর্মী আহত 
ধানমন্ডিতে ছাদ থেকে পড়ে গৃহকর্মী আহত 
ম্যানচেস্টার ইউনাইটেডে সকার স্কুলের বাছাইয়ে ৩ বাংলাদেশি কিশোর
ম্যানচেস্টার ইউনাইটেডে সকার স্কুলের বাছাইয়ে ৩ বাংলাদেশি কিশোর
দীর্ঘ অপেক্ষার পর ঢাকায় স্বস্তির বৃষ্টি, কমলো তাপমাত্রা
দীর্ঘ অপেক্ষার পর ঢাকায় স্বস্তির বৃষ্টি, কমলো তাপমাত্রা
রোমাঞ্চকর ম্যাচে ১ রানের নাটকীয় জয় হায়দরাবাদের 
রোমাঞ্চকর ম্যাচে ১ রানের নাটকীয় জয় হায়দরাবাদের 
সর্বাধিক পঠিত
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
আরও কমলো সোনার দাম
আরও কমলো সোনার দাম
অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা অবৈতনিক হচ্ছে
অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা অবৈতনিক হচ্ছে
লাউ খেলে মিলবে এই ৮ উপকারিতা
লাউ খেলে মিলবে এই ৮ উপকারিতা