X
বুধবার, ০৮ মে ২০২৪
২৪ বৈশাখ ১৪৩১

এরশাদের মৃত্যুবার্ষিকীতে সারাদেশে দোয়া কর্মসূচি জাপার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ জুলাই ২০২০, ২১:১৪আপডেট : ০৯ জুলাই ২০২০, ২১:১৬

জাতীয় পার্টি

আগামী ১৪ জুলাই (মঙ্গলবার) জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের প্রথম মৃত্যুবার্ষিকী।  এ উপলক্ষে দেশব্যাপী পবিত্র কোরআন খতম, মিলাদ ও দোয়া মাহফিলের কর্মসূচি ঘোষণা করেছে দলটি। বৃহস্পতিবার (৯ জুলাই) রাতে দলের চেয়ারম্যান জিএম কাদের সারাদেশের নেতাকর্মীদের এ কর্মসূচি পালনের নির্দেশ দেন। চেয়ারম্যানের ডেপুটি প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী এ তথ্য জানান।

খন্দকার দেলোয়ার জালালী বলেন, ‘দেশের বর্তমান অবস্থার কথা বিবেচনা করে স্বাস্থ্যবিধি মেনে এবং সামাজিক দূরত্ব বজায় রেখে জেলা, উপজেলা এবং সব অঙ্গ ও সহযোগী সংগঠনকে কর্মসূচি পালন করে পার্টির কেন্দ্রীয় দফতরকে অবহিত করার জন্য জাপার মহাসচিব মসিউর রহমান রহমান রাঙ্গা অনুরোধ জানিয়েছেন।’

এরশাদের মৃত্যুবার্ষিকী পালনে জাপার মহানগর দক্ষিণের প্রস্তুতি সভা

হুসেইন মুহম্মদ এরশাদের প্রথম মৃত্যুবার্ষিকী পালন উপলক্ষে জাতীয় পার্টি ঢাকা মহানগর দক্ষিণের  উদ্যোগে প্রস্তুতি সভা বৃহস্পতিবার বিকালে কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়। দলের কো-চেয়ারম্যান ও ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি সৈয়দ আবু হোসেন বাবলার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. জহিরুল আলম রুবেলের সঞ্চালনায় এই সভায় উপস্থিত ছিলেন জাতীয় পার্টির ঢাকা মহানগর দক্ষিণের বিভিন্ন থানা ও ওয়ার্ডের নেতারা।

সভায় ঘোষিত কর্মসূচি: ১৩ জুলাই শ্যামপুর বালুর মাঠে মিলাদ মাহফিল, ১৪ জুলাই সকাল ১০টায় পল্লীবন্ধু এরশাদের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ,  ঢাকা মহানগর দক্ষিণের ২৪টি থানায় শতাধিক মসজিদে দোয়া ও বাদ আছর কাকরাইল কেন্দ্রীয় কার্যালয়ে মিলাদ মাহফিল  এবং সেদিন বিকাল ৫টায় শ্যামপুর রামকৃষ্ণ গিরিধারী মন্দিরে জাপা কেন্দ্রীয় যুগ্ম-সাংগঠনিক সম্পাদক সুজন দে’র উদ্যোগে প্রার্থনা সভা।

জাপার যুগ্ম দফতর সম্পাদক মাহমুদ আলম এসব কর্মসূচির কথা জানান।

 

/এসটিএস/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পিএসজিকে হারিয়ে ফাইনালে ডর্টমুন্ড
চ্যাম্পিয়নস লিগপিএসজিকে হারিয়ে ফাইনালে ডর্টমুন্ড
রাজস্থানকে হারিয়ে প্লে অফের আশা বাঁচিয়ে রাখলো দিল্লি
রাজস্থানকে হারিয়ে প্লে অফের আশা বাঁচিয়ে রাখলো দিল্লি
ঢাকা আসছেন মার্কিন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু
ঢাকা আসছেন মার্কিন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু
প্রথম ধাপের উপজেলা নির্বাচন আজ
প্রথম ধাপের উপজেলা নির্বাচন আজ
সর্বাধিক পঠিত
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
ছুড়ে দেওয়া সব তীর সাদরে গ্রহণ করলাম: ভাবনা
ছুড়ে দেওয়া সব তীর সাদরে গ্রহণ করলাম: ভাবনা
শনিবার স্কুল খোলা রাখার প্রতিবাদে শিক্ষকদের কর্মবিরতি ঘোষণা
শনিবার স্কুল খোলা রাখার প্রতিবাদে শিক্ষকদের কর্মবিরতি ঘোষণা
খালেদা জিয়ার শারীরিক অবস্থার দ্রুত অবনতি, বিএনপির প্রস্তুতি কী?
খালেদা জিয়ার শারীরিক অবস্থার দ্রুত অবনতি, বিএনপির প্রস্তুতি কী?
আসছে ব্যয় কমানোর বাজেট
আসছে ব্যয় কমানোর বাজেট