X
রবিবার, ০৫ মে ২০২৪
২২ বৈশাখ ১৪৩১

সরকার করোনা মোকাবিলার চেয়ে দুর্নীতি-লুটপাটে শক্তিশালী: রিজভী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ জুলাই ২০২০, ১৫:৩৩আপডেট : ২৩ জুলাই ২০২০, ০০:৩৮

মানববন্ধনে রুহুল কবির রিজভী আওয়ামী লীগ সরকার কখনোই জনগণের উন্নয়নে কাজ করে না বলে দাবি করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, ‘তারা শুধু মেগা প্রজেক্টের মাধ্যমে নিজেদের লোকদের পকেট ভারী করতে অতি ব্যস্ত। খবর বেরিয়েছে, সরকারি দফতরের একটি বঁটি কিনতে ১০ হাজার টাকা, একটা চামচ এক হাজার টাকা, ল্যাপটপ কিনতে দুই লাখ টাকা দাম দেখিয়েছে। এভাবে জনগণের টাকা লুটে নিচ্ছে আওয়ামী লীগ। তারা আসলেই করোনা মোকাবিলার চেয়ে দুর্নীতি আর লুটপাটে শক্তিশালী।’

বুধবার (২২ জুলাই) দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে এসব কথা বলেন তিনি। ঈদের আগে সব কারখানায় কর্মরত শ্রমিক কর্মচারীদের বেতন বোনাস পরিশোধ, রাষ্ট্রায়ত্ত পাটকলগুলো খুলে দেওয়া, সরকার ঘোষিত প্রণোদনার টাকা শ্রমিকদের প্রদান ও শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে মানববন্ধনের আয়োজন করে শ্রমিক দল।

রাষ্ট্রায়ত্ত পাটকল বন্ধ করায় সেসব কারাখানার শ্রমিকদের বাঁচার কোনও অধিকার থাকলো না বলে মন্তব্য করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, ‘শ্রমিকদের এখন মানবেতর অবস্থা। মধ্যপ্রাচ্যে জনশক্তি রফতানিও বন্ধ। করোনা মহামারি মাঝেও একদিকে চলছে সরকারের লুটপাট, অন্যদিকে বিভিন্ন কলকারখানার শ্রমিক ও কর্মহীন নিরন্ন মানুষের আহাজারি। সরকার কি শুধুই মহাজন, ধনী ও ব্যবসায়ীদের জন্য? শ্রমিক বাঁচানোর জন্য সরকারের কোনও উদ্যোগ নেই। অবিলম্বে কোরবানির ঈদের আগেই শ্রমিকদের বেতন বোনাস পরিশোধ করার দাবি জানাচ্ছি।’

মেয়র নির্বাচনের আগে তারা কত প্রতিশ্রুতি দিয়েছে বলে উল্লেখ করে রিজভী আরও বলেন, ‘কিন্তু ভোটের আগের দিন তারা ভোট করে নিলো। এখন দুই দিনের বৃষ্টিতে ঢাকা পানির নিচে তলিয়ে গেছে। সুতরাং তাদের দিয়ে কোনও উন্নয়ন আশা করা যায়। এই অবস্থা বেশি দিন চলতে পারে না।’

সংগঠনের সভাপতি আনোয়ার হোসাইনের সভাপতিত্বে মানববন্ধনে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় সহ-শ্রমবিষয়ক সম্পাদক হুমায়ূন কবির খান, শ্রমিক দলের প্রচার ও প্রকাশনা সম্পাদক মঞ্জুরুল ইসলাম মঞ্জু প্রমুখ।

/এএইচআর/এফএস/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাজধানীতে ঝড়-শিলাবৃষ্টি
রাজধানীতে ঝড়-শিলাবৃষ্টি
৯৯৯ নম্বরে ফোন পেয়ে নির্যাতনের শিকার গৃহপরিচারিকাকে উদ্ধার
৯৯৯ নম্বরে ফোন পেয়ে নির্যাতনের শিকার গৃহপরিচারিকাকে উদ্ধার
এমপি স্ত্রীকে হারিয়ে ৬ ভোটে স্কুল কমিটির সভাপতি বদি
এমপি স্ত্রীকে হারিয়ে ৬ ভোটে স্কুল কমিটির সভাপতি বদি
পুলিশ-সাংবাদিক-আইনজীবী স্টিকারের ছড়াছড়ি, ব্যবস্থা নিতে মাঠে নেমেছে পুলিশ
পুলিশ-সাংবাদিক-আইনজীবী স্টিকারের ছড়াছড়ি, ব্যবস্থা নিতে মাঠে নেমেছে পুলিশ
সর্বাধিক পঠিত
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী