X
শুক্রবার, ০৩ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

প্লাজমা চিকিৎসা পদ্ধতি ব্যাপকভাবে ছড়িয়ে দেওয়ার দাবি এবি পার্টির

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ জুলাই ২০২০, ২১:৩৮আপডেট : ২৭ জুলাই ২০২০, ২১:৪১

প্লাজমা চিকিৎসা পদ্ধতি ব্যাপকভাবে ছড়িয়ে দেওয়ার দাবি এবি পার্টির

করোনাভাইরাস মহামারিতে প্লাজমা দানের জন্য আগ্রহ সৃষ্টি ও উদ্বুদ্ধকরণে ব্যাপক উদ্যোগ গ্রহণের প্রয়োজন বলে মনে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি )। সোমবার (২৭ জুলাই) রাজধানীর বিজয়নগরে কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় এ প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন অতিথিরা। ‘কোভিড-১৯ এ আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়ে ওঠা নাগরিকদের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় ও প্লাজমা দানে উদ্বুদ্ধকরণ’ শীর্ষক এই কর্মসূচি আয়োজিত হয়।

সভায় ডা. জাফরুল্লাহ চৌধুরী প্লাজমা দানের জন্য আগ্রহ সৃষ্টি ও উদ্বুদ্ধকরণে এবি পার্টির উদ্যোগকে স্বাগত জানান। তিনি গণস্বাস্থ্য কেন্দ্রের পক্ষ থেকে এ উদ্যোগে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। জাফরুল্লাহ চৌধুরী বলেন,‘করোনা সংকট মোকাবিলায় জাতীয় ঐক্য সৃষ্টির সুযোগ ক্ষমতাসীন মহল হাতছাড়া করেছে, যা খুবই দুঃখজনক।’

ডা. মোজাহেরুল হক বলেন, ‘করোনায় আক্রান্তদের একটা ডাটাবেজ তৈরি করতে হবে। সবার সমন্বয়ে প্লাজমা ব্যাংকের পাশাপাশি একটি ব্লাড ব্যাংক করতে হবে।’

অধ্যাপক ডা. শাহ আরমান বলেন, ‘বিশ্বস্বাস্থ্য সংস্থা প্লাজমা থেরাপির ব্যাপারে কোনও নেতিবাচক মনোভাব পোষণ না করলেও বাংলাদেশ সরকারের আগ্রহ ও উদ্যোগের অভাবে প্লাজমা চিকিৎসা ব্যাপকতা পায়নি।’ তিনি ডা. জাফরুল্লাহ চৌধুরীর চিকিৎসায় প্লাজমা থেরাপির সাফল্য সম্পর্কে বিশদ বিবরণ দেন।

সভাপতির বক্তব্যে এবি পার্টির নেতা অধ্যাপক ডা. মেজর (অব.) আব্দুল ওহাব মিনার বলেন, ‘করোনা আক্রান্তদের মানসিক সাহস যোগানো ও সহযোগিতা সবচেয়ে বেশি দরকার। এবি পার্টি শুরু থেকে এর জন্য নিরলস কাজ করছে এবং করে যাবে।’

মতবিনিময় সভায় করোনাকালীন অভিজ্ঞতা শেয়ার করেছেন করোনা থেকে সুস্থ হয়ে ওঠা কয়েকজন বলে জানান এবি পার্টির সদস্য সচিব মজিবুর রহমান মন্জু। 

এবি পার্টির সেন্ট্রাল ওয়েলফেয়ার ডিভিশনের সংগঠক যুবনেতা বিএম নাজমুল হকের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য রাখেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের সাবেক প্রতিনিধি মোজাহেরুল হক, গণবিশ্ববিদ্যালয়ের ফরেনসিক বিভাগের অধ্যাপক ডা. শওকত  আরমান, এবি পার্টির সদস্য সচিব মজিবুর রহমান মন্জু, যুগ্ম সদস্য সচিব ব্যারিস্টার জুবায়ের আহমেদ ভূঁইয়া, ব্যারিস্টার নাসরিন আক্তার মিলি, সমাজসেবী ডা. হাজেরা বেগম, এবি পার্টির সহকারী সদস্য সচিব এবিএম খালিদ হাসান, এএফ ওবাইদুল্লাহ মামুন, এম. আমজাদ খান, ওয়াহিদা আক্তার মিতু, জিয়া চৌধুরী, ওলিউর রহমান প্রমুখ।

 

/এসটিএস/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পবিত্র কোরআনে বৃষ্টির নানা রূপ বর্ণনা
পবিত্র কোরআনে বৃষ্টির নানা রূপ বর্ণনা
নদীতে ধরা পড়ছে না ইলিশ, কারণ জানালেন মৎস্য কর্মকর্তা
নদীতে ধরা পড়ছে না ইলিশ, কারণ জানালেন মৎস্য কর্মকর্তা
টিভিতে আজকের খেলা (৩ মে, ২০২৪)
টিভিতে আজকের খেলা (৩ মে, ২০২৪)
ব্রাহ্মণবাড়িয়া কলেজে অ্যান্ড্রয়েড মোবাইল ও মোটরসাইকেল নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা
ব্রাহ্মণবাড়িয়া কলেজে অ্যান্ড্রয়েড মোবাইল ও মোটরসাইকেল নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা
সর্বাধিক পঠিত
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
আরও কমলো সোনার দাম
আরও কমলো সোনার দাম
লাউ খেলে মিলবে এই ৮ উপকারিতা
লাউ খেলে মিলবে এই ৮ উপকারিতা
অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা অবৈতনিক হচ্ছে
অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা অবৈতনিক হচ্ছে